Ajker Patrika

স্টয়নিসের রেকর্ড গড়া ফিফটিতে অস্ট্রেলিয়ার জয়

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২১: ৫৯
স্টয়নিসের রেকর্ড গড়া ফিফটিতে অস্ট্রেলিয়ার জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল দুর্দান্ত জয়ে। পার্থ স্টেডিয়ামে অজিরা শ্রীলঙ্কাকে হারিয়েছে ৭ উইকেটে। লঙ্কানদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের পর মার্কাস স্টয়নিসের ঝড়ে ৩ উইকেটে ১৫৮ রান করে গত আসরের চ্যাম্পিয়নরা।

অজিদের জিতিয়েছেন পার্থের ঘরের ছেলে স্টয়নিস। ম্যাচ সেরাও তিনি। ১৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলার পথে ৪ চারের পাশাপাশি ৩৩ বছর বয়সী অলরাউন্ডার ছয় হাঁকিয়েছেন ৬ টি। গড়েছেন এক রেকর্ডও। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে কম বলে ফিফটিটি এখন তাঁর। ইনিংসের ১৬ তম ওভারে মহীশ তিকশানাকে উড়িয়ে ১৭ বলে অর্ধ-শতক উদযাপন করেন স্টয়নিস। টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় দ্রুততম ফিফটিও করেছেন তিনি। 

স্টয়নিসের আগে লঙ্কান বোলারদের ওপর চওড়া হয় ম্যাক্সওয়েলের ব্যাট। ১২ বলে ২ চার ও ২ ছয়ে ২৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর শুরু হয় স্টয়নিস ঝড়। দুজনকে সঙ্গ দিয়ে গেছেন ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩১ রান তুলতেই ৪২ বল খেলতে হয়েছে তাঁকে। বাউন্ডারি বলতে মাত্র একটি চার। কচ্ছপ গতির এই ইনিংস খেলার পথে স্টয়নিসের সঙ্গে ৬৯ রানের জুটিও গড়েন তিনি। প্রথম ম্যাচে হারায় নেট রান রেট বাড়াতেই যেন দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছে অজিরা। তাতে সফলও তারা। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার কুশল মেন্ডিস (৫) জ্বলে ওঠার আগে বিদায় দেন প্যাট কামিন্স। তবে লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দেন আরেক ওপেনার পাতুম নিশানকা (৪০), ধনাঞ্জয়া ডি সিলভা (২৬) ও চারিত আসালাঙ্কার অপরাজিত ৩৮ রানের ইনিংস। শেষদিকে চামিকা করুনাত্নের ১৪ রানের ক্যামিওতে দেড়শ’ পেরোনো সংগ্রহ পায় লঙ্কানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত