
অ্যাশলে গার্ডনারের দুর্দান্ত ঘূর্ণির পর অ্যালিসা হিলির তাণ্ডব, দুবাইয়ে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাননি পাকিস্তানের মেয়েরা। ৫৪ বল হাতে রেখে ৯ উইকেটের দারুণ পেয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। টানা ৩ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত অজিদের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে থিতু হতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ১৯.৫ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যান তাঁরা। ১১ ওভার ১ উইকেট হারিয়ে ৮৩ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে ৪ ওভারেই ৩৬ রান তুলে ফেলেন অজি মেয়েরা। বেথ মুনি ৩ চারে ফেরেন ১৫ রান করে। দারুণ খেলতে থাকা হিলি দলীয় ৬৯ রানের সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে যান। ২৩ বলে ৫ চারে ৩৭ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
সেখান থেকে এলিসা পেরি ও গার্ডনার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ১১ ওভারেই। পেরি ২ চারে ২২ ও গার্ডনার ১ চারে ৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার সাদিয়া ইকবাল।
এর আগে পাকিস্তানের ইনিংসে ধস নামান স্পিন অলরাউন্ডার গার্ডনার। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। হাতে তুলেছেন ম্যাচ-সেরার পুরস্কারও। এ ছাড়া অ্যানাবেলা সাদারল্যান্ড ও জর্জিনা ওয়ারেহ্যাম ২টি করে উইকেট নেন। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে আলিয়া রিয়াজ সর্বোচ্চ ২৬ রান করেছেন। এ ছাড়া সিদরা আমিন ১২, ইরাম জাভেদ ১২ ও নিদা দার করেন ১০ রান।
তিন ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট ও (+ ২.৭৮৬) নেট রানরেট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট ও (+ ০.৫৭৬) নেট রানরেট নিয়ে ভারত আছে ২ নম্বরে। পাকিস্তান আছে ৪ নম্বরে, তাদের সেমিফাইনালে ওঠা নিয়ে রয়েছে শঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী পরশু নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলবে পাকিস্তান। কাল ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

অ্যাশলে গার্ডনারের দুর্দান্ত ঘূর্ণির পর অ্যালিসা হিলির তাণ্ডব, দুবাইয়ে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাননি পাকিস্তানের মেয়েরা। ৫৪ বল হাতে রেখে ৯ উইকেটের দারুণ পেয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। টানা ৩ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত অজিদের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে থিতু হতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ১৯.৫ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যান তাঁরা। ১১ ওভার ১ উইকেট হারিয়ে ৮৩ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে ৪ ওভারেই ৩৬ রান তুলে ফেলেন অজি মেয়েরা। বেথ মুনি ৩ চারে ফেরেন ১৫ রান করে। দারুণ খেলতে থাকা হিলি দলীয় ৬৯ রানের সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে যান। ২৩ বলে ৫ চারে ৩৭ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
সেখান থেকে এলিসা পেরি ও গার্ডনার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ১১ ওভারেই। পেরি ২ চারে ২২ ও গার্ডনার ১ চারে ৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার সাদিয়া ইকবাল।
এর আগে পাকিস্তানের ইনিংসে ধস নামান স্পিন অলরাউন্ডার গার্ডনার। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। হাতে তুলেছেন ম্যাচ-সেরার পুরস্কারও। এ ছাড়া অ্যানাবেলা সাদারল্যান্ড ও জর্জিনা ওয়ারেহ্যাম ২টি করে উইকেট নেন। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে আলিয়া রিয়াজ সর্বোচ্চ ২৬ রান করেছেন। এ ছাড়া সিদরা আমিন ১২, ইরাম জাভেদ ১২ ও নিদা দার করেন ১০ রান।
তিন ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট ও (+ ২.৭৮৬) নেট রানরেট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট ও (+ ০.৫৭৬) নেট রানরেট নিয়ে ভারত আছে ২ নম্বরে। পাকিস্তান আছে ৪ নম্বরে, তাদের সেমিফাইনালে ওঠা নিয়ে রয়েছে শঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী পরশু নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলবে পাকিস্তান। কাল ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
২ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৩ ঘণ্টা আগে