Ajker Patrika

নাজাম শেঠিকে একহাত নিলেন হরভজন

নাজাম শেঠিকে একহাত নিলেন হরভজন

মূলত ভারতের খেলতে না চাওয়াতেই শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপ ভাগাভাগি করে আয়োজন করছে পাকিস্তান। এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনাই হয়েছে। সর্বশেষ এ আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। ভারত পাকিস্তানে খেলতে ভয় পায়—এমন মন্তব্য করেছেন তিনি। 

নাজাম শেঠির এই মন্তব্যের পর তির ছুড়তে সময় নিলেন না হরভজন সিং। পিসিবির সাবেক এই চেয়ারম্যানের দিকে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন সাবেক এই ভারতীয় অফ স্পিনার। এক টক শোতে হরভজন বলেছেন, ‘জানি না, নাজাম শেঠি আজকাল কি পান করছেন। আমি জানি না, তিনি কীভাবে বলছেন যে তারা ফেবারিট বা ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না।’ 

শুধু এটুকুতে থামেননি হরভজন। নাজাম শেঠিকে ভারত-পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান দেখার পরামর্শ দিয়েছেন ভাজ্জি, ‘দয়া করে কেউ তাকে (নাজাম শেঠি) ভারত-পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান দিন। যেখানে ভারত পাকিস্তানকে আরও বেশিবার পরাজিত করেছে। সে যাতে বুঝে তার কথা কতটা ভিত্তিহীন।’ 

গ্রুপ পর্বে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচটি পরিত্যক্ত হয়। আগে ব্যাটিং করে শুরুতে বিপদে পড়লেও শেষ পর্যন্ত ২৬৬ রান করে ভারত। যদিও বৃষ্টির কারণে ব্যাটিংয়েই নামতে পারেনি পাকিস্তান। আবহাওয়ার দিকে ইঙ্গিত করে নাজাম শেঠিকে খোঁচা দিয়ে হরভজন বলেছেন, 'আবহাওয়ার পূর্বাভাস ঠিক ছিল কি না তাও দেখতে হবে। ওস্তাদ আপনি যেখানে চান, সেখানেই এসে খেলুন। আমরা (ভারত) আপনাদের হারাব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত