নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে

চেন্নাইকে বিশ্বের মানুষ চেনে নানাভাবে। কেউ চেনে উন্নত চিকিৎসার শহর হিসেবে; কারও কারও কাছে চেন্নাই আবার মোটর রেসিংয়ের শহরও। তবে চেন্নাই টেস্ট কভার করতে এসে শহরটিকে চেনা হলো দাবার শহর হিসেবে। ভারতীয়দের কাছে ক্রিকেট সবচেয়ে বড় খেলা হলেও চেন্নাই তাদের কাছে দাবার মক্কা!
চেন্নাইয়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দাবা। এখানে পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে দাবা, স্কুলে খেলাটি শেখানো হয় হাতে-কলমে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের তথ্যানুযায়ী, ভারতের মোট গ্র্যান্ডমাস্টারের প্রায় ৪০ শতাংশ চেন্নাইয়ের। ১৯৬১ সালে ভারতকে প্রথম আন্তর্জাতিক মাস্টার হিসেবে ম্যানুয়েল অ্যারনকে উপহার দিয়েছিল এই চেন্নাই।
ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, দাবার অসাধারণ প্রতিভা বিশ্বনাথন আনন্দও ছিলেন চেন্নাইয়ের। ২০০১ সালে সুব্বারমন বিজয়লক্ষ্মী ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হন, তিনিও চেন্নাইয়ের। বছরে ২০০টির বেশি দাবা প্রতিযোগিতা হয়ে থাকে তামিলনাড়ুতে। রাজ্য সরকার সরকারি স্কুলগুলোয় ছাত্রছাত্রীদের জ্ঞানের সঠিক বিকাশের জন্য দাবা শেখাতে উৎসাহিত করে।
ভারতের খুদে দাবা প্রতিভা রমেশবাবু প্রজ্ঞানন্দের কথা কার না জানা। ২০১৬ সালে তিনি গ্র্যান্ডমাস্টারের খেতাব লাভ করেছিলেন মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সে। হয়েছিলেন ভারতের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। সেই প্রজ্ঞানন্দেরও উঠে আসা চেন্নাই থেকে।
চেন্নাইয়ের স্থানীয় এক সংবাদকর্মী আশোকা ভেনুগোপাল জানান, শুধু দাবা নয়, চেন্নাইয়ের মানুষ এখন বুঁদ ক্রিকেটেও। দাবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট উন্মাদনা। তবে চেন্নাই যত বড় বড় দাবাড়ু উপহার দিয়েছে ভারতকে, সে হিসেবে বেশি বেশি কিংবদন্তি ক্রিকেটার উঠে আসেনি এই শহর থেকে। বর্তমান ভারতীয় দলে এই শহরের প্রতিনিধি শুধু রবিচন্দ্রন অশ্বিন।
এই অশ্বিনই চলতি চেন্নাই টেস্টে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করে চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে আন্দোলিত করেছেন দর্শকদের। গতকাল থেকেই গ্যালারিতে ‘অশ্বিন’, ‘অশ্বিন’ ধোনি তুলেছেন চেন্নাইয়ের দর্শকেরা। মজার ব্যাপার, দাবার শহরে চেন্নাইয়ের ছেলে অশ্বিন ভালো দাবাও খেলেন!

চেন্নাইকে বিশ্বের মানুষ চেনে নানাভাবে। কেউ চেনে উন্নত চিকিৎসার শহর হিসেবে; কারও কারও কাছে চেন্নাই আবার মোটর রেসিংয়ের শহরও। তবে চেন্নাই টেস্ট কভার করতে এসে শহরটিকে চেনা হলো দাবার শহর হিসেবে। ভারতীয়দের কাছে ক্রিকেট সবচেয়ে বড় খেলা হলেও চেন্নাই তাদের কাছে দাবার মক্কা!
চেন্নাইয়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দাবা। এখানে পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে দাবা, স্কুলে খেলাটি শেখানো হয় হাতে-কলমে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের তথ্যানুযায়ী, ভারতের মোট গ্র্যান্ডমাস্টারের প্রায় ৪০ শতাংশ চেন্নাইয়ের। ১৯৬১ সালে ভারতকে প্রথম আন্তর্জাতিক মাস্টার হিসেবে ম্যানুয়েল অ্যারনকে উপহার দিয়েছিল এই চেন্নাই।
ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, দাবার অসাধারণ প্রতিভা বিশ্বনাথন আনন্দও ছিলেন চেন্নাইয়ের। ২০০১ সালে সুব্বারমন বিজয়লক্ষ্মী ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হন, তিনিও চেন্নাইয়ের। বছরে ২০০টির বেশি দাবা প্রতিযোগিতা হয়ে থাকে তামিলনাড়ুতে। রাজ্য সরকার সরকারি স্কুলগুলোয় ছাত্রছাত্রীদের জ্ঞানের সঠিক বিকাশের জন্য দাবা শেখাতে উৎসাহিত করে।
ভারতের খুদে দাবা প্রতিভা রমেশবাবু প্রজ্ঞানন্দের কথা কার না জানা। ২০১৬ সালে তিনি গ্র্যান্ডমাস্টারের খেতাব লাভ করেছিলেন মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সে। হয়েছিলেন ভারতের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। সেই প্রজ্ঞানন্দেরও উঠে আসা চেন্নাই থেকে।
চেন্নাইয়ের স্থানীয় এক সংবাদকর্মী আশোকা ভেনুগোপাল জানান, শুধু দাবা নয়, চেন্নাইয়ের মানুষ এখন বুঁদ ক্রিকেটেও। দাবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট উন্মাদনা। তবে চেন্নাই যত বড় বড় দাবাড়ু উপহার দিয়েছে ভারতকে, সে হিসেবে বেশি বেশি কিংবদন্তি ক্রিকেটার উঠে আসেনি এই শহর থেকে। বর্তমান ভারতীয় দলে এই শহরের প্রতিনিধি শুধু রবিচন্দ্রন অশ্বিন।
এই অশ্বিনই চলতি চেন্নাই টেস্টে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করে চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে আন্দোলিত করেছেন দর্শকদের। গতকাল থেকেই গ্যালারিতে ‘অশ্বিন’, ‘অশ্বিন’ ধোনি তুলেছেন চেন্নাইয়ের দর্শকেরা। মজার ব্যাপার, দাবার শহরে চেন্নাইয়ের ছেলে অশ্বিন ভালো দাবাও খেলেন!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৭ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১১ ঘণ্টা আগে