
আইপিএল তো বটেই, টুর্নামেন্টের নিলামের প্রতিও অনেকেরই থাকে আগ্রহ। কোন খেলোয়াড়কে কত দামে কেনা হচ্ছে, তাতে যেন পাখির চোখ করে রাখেন অনেকে। শুধু তাই নয়, তাঁদের পারফরম্যান্স নিয়েও হয় নানা রকম আলোচনা। ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে যেমন সামাজিক মাধ্যমে ট্রল হয়, তেমনি দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়েও হয় প্রশংসা।
২০২৩ আইপিএলেও রয়েছে এমন গল্প। কোটি টাকা দিয়ে কেনার পরও যেমন অনেকে ব্যর্থ হয়েছেন, তেমনি কোনো কোনো ক্রিকেটার দামের চেয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে তাঁদের দামের প্রতি দারুণ সুবিচার করেছেন।
দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কোটি টাকার পারফরম্যান্স করা বেশ কজন ক্রিকেটার।
ক্যামেরন গ্রিন (মুম্বাই ইন্ডিয়ানস): এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেলেন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলে প্রথমবার খেলতে এসেই মনে রাখার মতো পারফর্ম করলেন গ্রিন। মুম্বাইয়ের জার্সিতে ১৬ ম্যাচে ৫০.২২ গড় ও ১৬০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ১১ নম্বরে। করেছেন ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। আইপিএলে ‘বাঁচা-মরার ম্যাচে’ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৯.৫০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
নিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস): গত বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন নিকোলাস পুরান। হায়দরাবাদ থেকে এবার ১৬ কোটি রুপিতে পুরানকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২৯.৮৩ গড়ে ৩৫৮ রানের পরিসংখ্যান দেখে তাঁর পুরোটা বোঝা যাবে না। ঝোড়ো ব্যাটিং করে দলের জয়ে অবদান কীভাবে রাখতে হয়, তা-ই যেন দেখালেন তিনি। ১৭২.৯৫ স্ট্রাইক ব্যাটিং করেছেন। ২৬টি করে চার ও ছক্কা মেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে ১৫ বলে ফিফটি করেছেন। আইপিএল ইতিহাসে তা যৌথভাবে তৃতীয় দ্রুততম।
হেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ): এবারের আইপিএলে ৫ কোটি ২৫ লাখ রুপিতে ক্লাসেনকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকার তলানিতে থেকে দল টুর্নামেন্ট শেষ করলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ১২ ম্যাচে ৪৯.৭৮ গড়ে ও ১৭৭.০৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫১ বলে করেছেন ১০৪ রান।

আইপিএল তো বটেই, টুর্নামেন্টের নিলামের প্রতিও অনেকেরই থাকে আগ্রহ। কোন খেলোয়াড়কে কত দামে কেনা হচ্ছে, তাতে যেন পাখির চোখ করে রাখেন অনেকে। শুধু তাই নয়, তাঁদের পারফরম্যান্স নিয়েও হয় নানা রকম আলোচনা। ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে যেমন সামাজিক মাধ্যমে ট্রল হয়, তেমনি দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়েও হয় প্রশংসা।
২০২৩ আইপিএলেও রয়েছে এমন গল্প। কোটি টাকা দিয়ে কেনার পরও যেমন অনেকে ব্যর্থ হয়েছেন, তেমনি কোনো কোনো ক্রিকেটার দামের চেয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে তাঁদের দামের প্রতি দারুণ সুবিচার করেছেন।
দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কোটি টাকার পারফরম্যান্স করা বেশ কজন ক্রিকেটার।
ক্যামেরন গ্রিন (মুম্বাই ইন্ডিয়ানস): এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেলেন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলে প্রথমবার খেলতে এসেই মনে রাখার মতো পারফর্ম করলেন গ্রিন। মুম্বাইয়ের জার্সিতে ১৬ ম্যাচে ৫০.২২ গড় ও ১৬০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ১১ নম্বরে। করেছেন ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। আইপিএলে ‘বাঁচা-মরার ম্যাচে’ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৯.৫০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
নিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস): গত বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন নিকোলাস পুরান। হায়দরাবাদ থেকে এবার ১৬ কোটি রুপিতে পুরানকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২৯.৮৩ গড়ে ৩৫৮ রানের পরিসংখ্যান দেখে তাঁর পুরোটা বোঝা যাবে না। ঝোড়ো ব্যাটিং করে দলের জয়ে অবদান কীভাবে রাখতে হয়, তা-ই যেন দেখালেন তিনি। ১৭২.৯৫ স্ট্রাইক ব্যাটিং করেছেন। ২৬টি করে চার ও ছক্কা মেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে ১৫ বলে ফিফটি করেছেন। আইপিএল ইতিহাসে তা যৌথভাবে তৃতীয় দ্রুততম।
হেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ): এবারের আইপিএলে ৫ কোটি ২৫ লাখ রুপিতে ক্লাসেনকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকার তলানিতে থেকে দল টুর্নামেন্ট শেষ করলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ১২ ম্যাচে ৪৯.৭৮ গড়ে ও ১৭৭.০৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫১ বলে করেছেন ১০৪ রান।

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২৭ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে