নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুশফিকুর রহিম আর লিটন দাস এমন একটা দিন উপহার দিয়েছেন, সংবাদ সম্মেলনে না এসে পারেন না রাসেল ডমিঙ্গো। তা এলেনও বটে বাংলাদেশ কোচ। দুই শিষ্যকে প্রশংসাবন্যায় ভাসালেন ডমিঙ্গো। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ টেস্টের প্রথম দিন শেষ করেছে ওই একই উইকেটে ২৭৭ রান তুলে।
মুশফিক-লিটন জুটি ছাপিয়ে গেছে ডমিঙ্গোর ভাবনা। ষষ্ঠ উইকেটে দুজনের ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি টেস্টে কোচ হিসেবে তাঁর সেরা দেখা। সংবাদ সম্মেলনে দুর্দান্ত জুটিটা নিয়ে ডমিঙ্গো বললেন, ‘কোচ হিসেবে টেস্টে আমার দেখা সেরা জুটি এটা। ২০ রানে আমাদের ৫ উইকেট ছিল না (২৪ রানে ৫ উইকেট)। কঠিন চাপের মুখে দুজনের দুর্দান্ত চেষ্টা। অবশ্যই আমাদের শুরুটা ভালো হয়নি। কিছু ভুল শট ছিল, দুর্দান্ত কিছু বলও ছিল। টেস্ট ক্রিকেট সব সময় কঠিন জায়গা। কিন্তু দুর্দান্ত স্কিল আর লড়াকু চরিত্র দিয়ে বাংলাদেশকে তারা ভালো জায়গায় এনেছে।’
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন লিটন। ঢাকায় ফিরে আফসোসটা মিটিয়ে দিলেন দারুণ এক সেঞ্চুরিতে। ডমিঙ্গো বললেন, ‘সে তার খেলাকে অন্য লেভেলে নিয়ে গেছে। নিচের দিকে ব্যাটিং করা তাকে সহায়তা করছে। সে অবশ্যই বাংলাদেশের ৪ অথবা ৫ নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটার। সে দারুণ ইতিবাচক খেলে।’
টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মুশফিক, টেস্ট ক্যারিয়ারের নবম। মুশফিককে নিয়ে ডমিঙ্গো বললেন, ‘আমার দেখা যে কারোর চেয়ে সে (মুশফিক) বেশি বল খেলে প্রস্তুতি নেয়। ভালো করার জন্য তার দৃঢ়তা অসাধারণ। খারাপ সময়ে সব খেলোয়াড়েরই একটু সমর্থন দরকার হয়। সে তার টেকনিক নিয়ে কিছু কাজ করেছে। সে জানে, কীভাবে রান করতে হয়।’

মুশফিকুর রহিম আর লিটন দাস এমন একটা দিন উপহার দিয়েছেন, সংবাদ সম্মেলনে না এসে পারেন না রাসেল ডমিঙ্গো। তা এলেনও বটে বাংলাদেশ কোচ। দুই শিষ্যকে প্রশংসাবন্যায় ভাসালেন ডমিঙ্গো। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ টেস্টের প্রথম দিন শেষ করেছে ওই একই উইকেটে ২৭৭ রান তুলে।
মুশফিক-লিটন জুটি ছাপিয়ে গেছে ডমিঙ্গোর ভাবনা। ষষ্ঠ উইকেটে দুজনের ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি টেস্টে কোচ হিসেবে তাঁর সেরা দেখা। সংবাদ সম্মেলনে দুর্দান্ত জুটিটা নিয়ে ডমিঙ্গো বললেন, ‘কোচ হিসেবে টেস্টে আমার দেখা সেরা জুটি এটা। ২০ রানে আমাদের ৫ উইকেট ছিল না (২৪ রানে ৫ উইকেট)। কঠিন চাপের মুখে দুজনের দুর্দান্ত চেষ্টা। অবশ্যই আমাদের শুরুটা ভালো হয়নি। কিছু ভুল শট ছিল, দুর্দান্ত কিছু বলও ছিল। টেস্ট ক্রিকেট সব সময় কঠিন জায়গা। কিন্তু দুর্দান্ত স্কিল আর লড়াকু চরিত্র দিয়ে বাংলাদেশকে তারা ভালো জায়গায় এনেছে।’
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন লিটন। ঢাকায় ফিরে আফসোসটা মিটিয়ে দিলেন দারুণ এক সেঞ্চুরিতে। ডমিঙ্গো বললেন, ‘সে তার খেলাকে অন্য লেভেলে নিয়ে গেছে। নিচের দিকে ব্যাটিং করা তাকে সহায়তা করছে। সে অবশ্যই বাংলাদেশের ৪ অথবা ৫ নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটার। সে দারুণ ইতিবাচক খেলে।’
টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মুশফিক, টেস্ট ক্যারিয়ারের নবম। মুশফিককে নিয়ে ডমিঙ্গো বললেন, ‘আমার দেখা যে কারোর চেয়ে সে (মুশফিক) বেশি বল খেলে প্রস্তুতি নেয়। ভালো করার জন্য তার দৃঢ়তা অসাধারণ। খারাপ সময়ে সব খেলোয়াড়েরই একটু সমর্থন দরকার হয়। সে তার টেকনিক নিয়ে কিছু কাজ করেছে। সে জানে, কীভাবে রান করতে হয়।’

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩০ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে