ক্রীড়া ডেস্ক

ব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
আইসিসি আজ হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। নতুন র্যাঙ্কিংয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২৭। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ঠেলে দুই নম্বরে উঠেছেন মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে থাকা ইয়ানসেনের রেটিং পয়েন্ট ২৯৪। আর ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
ব্যাটার,বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। আট ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে এখন তিনি। মিরাজের রেটিং পয়েন্ট ৫১৫। আর টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ জেতেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেছেন ১১৬ রান। যার মধ্যে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় বাংলাদেশ ড্র করার পর উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, তাইজুল ইসলামদের। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন সাদমান। তাঁর রেটিং পয়েন্ট ৪৯০। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাদমান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের অপেক্ষা করতে হয়েছে প্রায় চার বছর। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টেস্টে এখন ৪৭ ও ৫২ নম্বরে অবস্থান করছেন মুমিনুল হক ও শান্ত। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। আর তাইজুল সাত ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে নিয়েছেন ৯ উইকেট। যাঁর মধ্যে প্রথম ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৮ পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৭৬ ও ৮৬৭। তাছাড়া বাংলাদেশ সিরিজের পর র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শন উইলিয়ামস। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে এখন তিনি অবস্থান করছেন ১৯ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত অবস্থান আগের মতোই আছে। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরা। দুই ও তিনে থাকা কাগিসো রাবাদা ও প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট ৮৩৭ ও ৮২৪। আর বাংলাদেশ সিরিজে দুর্দান্ত বোলিং করা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি যথারীতি ১৫ নম্বরেই আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৭৭। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হতে মিরাজের প্রতিদ্বন্দ্বী মুজারাবানি ও বেন সিয়ার্স। তিন ক্রিকেটারই গত মাসে দুর্দান্ত খেলেছেন। মাসসেরার পুরস্কার কে পাবেন, সেটা সময়ই বলে দেবে।

ব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
আইসিসি আজ হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। নতুন র্যাঙ্কিংয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২৭। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ঠেলে দুই নম্বরে উঠেছেন মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে থাকা ইয়ানসেনের রেটিং পয়েন্ট ২৯৪। আর ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
ব্যাটার,বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। আট ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে এখন তিনি। মিরাজের রেটিং পয়েন্ট ৫১৫। আর টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ জেতেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেছেন ১১৬ রান। যার মধ্যে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় বাংলাদেশ ড্র করার পর উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, তাইজুল ইসলামদের। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন সাদমান। তাঁর রেটিং পয়েন্ট ৪৯০। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাদমান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের অপেক্ষা করতে হয়েছে প্রায় চার বছর। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টেস্টে এখন ৪৭ ও ৫২ নম্বরে অবস্থান করছেন মুমিনুল হক ও শান্ত। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। আর তাইজুল সাত ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে নিয়েছেন ৯ উইকেট। যাঁর মধ্যে প্রথম ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৮ পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৭৬ ও ৮৬৭। তাছাড়া বাংলাদেশ সিরিজের পর র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শন উইলিয়ামস। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে এখন তিনি অবস্থান করছেন ১৯ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত অবস্থান আগের মতোই আছে। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরা। দুই ও তিনে থাকা কাগিসো রাবাদা ও প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট ৮৩৭ ও ৮২৪। আর বাংলাদেশ সিরিজে দুর্দান্ত বোলিং করা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি যথারীতি ১৫ নম্বরেই আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৭৭। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট।
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হতে মিরাজের প্রতিদ্বন্দ্বী মুজারাবানি ও বেন সিয়ার্স। তিন ক্রিকেটারই গত মাসে দুর্দান্ত খেলেছেন। মাসসেরার পুরস্কার কে পাবেন, সেটা সময়ই বলে দেবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে