ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্টো সেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশেরও। লাল বলের হতাশা দূর করার দারুণ সুযোগ ছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কিন্তু সেখানেও ব্যর্থ হলো তারা। ২-১ ব্যবধানে সিরিজ হেরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে চলে গেছে বাংলাদেশ।
বাংলাদেশকে সিরিজ হারিয়ে আফগানিস্তান এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। বাংলাদেশ দলের সাবেক নির্বাচক ও বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন অবশ্য আফগানদের কাছে হারের পরও শান্ত-মিরাজদের খেলার প্রশংসা করলেন।
হাবিবুল বাশারের মতে, আফগান সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল। সে বিবেচনায় প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে তারা। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। অবশ্যই এই মাঠে খেলে আফগানিস্তান খুব অভ্যস্ত, তাদের হোম গ্রাউন্ড। আরও সিরিজ খেলেছে তারা এখানে। আমাদের বড় সমস্যা হয়ে গেছে বেশ কয়েকটি চোট। আমরা তাসকিনকে মিস করেছি, মুশফিককে মিস করেছি, অধিনায়ক শান্তকে মিস করেছি।’
শারজায় কন্ডিশনে উইকেটে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু মাঝের ওভারে যদি মিরাজ-নাসুমরা উইকেট নিতে পারতেন, তাহলে শেষ ওয়ানডের ফলও ভিন্ন হতো মনে করেন হাবিবুল বাশার। তিনি বললেন, ‘ব্যাটিংটা আমাদের ভালোই হয়েছে এমন কন্ডিশনে। আমাদের এ রকই আশা ছিল। কিন্তু বোলিংয়ে, এখানে স্পিন ট্রাক, স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন। তবে মাঝখানে যদি ওরা বেশি উইকেট নিতে পারতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরও ভালো, চ্যালেঞ্জিং সিরিজ; কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে।’
আফগানিস্তানের ব্যাটিং পরিকল্পনার প্রশংসা করে হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয়, প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে। তিনটা ম্যাচেই বাংলাদেশের জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথম ম্যাচটা বরং বেশি সুযোগ তৈরি হয়েছিল। গত ম্যাচটা আফগানরা খুব ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে। আমাদের স্পিনারদের কোনো সুযোগ দেয়নি। ওরা জানত এখনে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাবে না। তাদের ব্যাটিং পরিকল্পনা খুব ভালো ছিল।’
হাবিবুল বাশার বললেন প্রত্যাশার চেয়ে আফগান সিরিজে ভালো খেলেছে বাংলাদেশ দল, ‘এই সিরিজ খেলার আগে অনেকেই বলেছিল, বাংলাদেশ দাঁড়াতেই পারবে না। আফগানিস্তানের খুব ভালো দল। আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। ভালো খেলা মানে, সিরিজ জেতা। সেটা আমরা করতে পারিনি। সবাই যা আশা করেছিল, তার চেয়ে বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে।’

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্টো সেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশেরও। লাল বলের হতাশা দূর করার দারুণ সুযোগ ছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কিন্তু সেখানেও ব্যর্থ হলো তারা। ২-১ ব্যবধানে সিরিজ হেরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে চলে গেছে বাংলাদেশ।
বাংলাদেশকে সিরিজ হারিয়ে আফগানিস্তান এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। বাংলাদেশ দলের সাবেক নির্বাচক ও বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন অবশ্য আফগানদের কাছে হারের পরও শান্ত-মিরাজদের খেলার প্রশংসা করলেন।
হাবিবুল বাশারের মতে, আফগান সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল। সে বিবেচনায় প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে তারা। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। অবশ্যই এই মাঠে খেলে আফগানিস্তান খুব অভ্যস্ত, তাদের হোম গ্রাউন্ড। আরও সিরিজ খেলেছে তারা এখানে। আমাদের বড় সমস্যা হয়ে গেছে বেশ কয়েকটি চোট। আমরা তাসকিনকে মিস করেছি, মুশফিককে মিস করেছি, অধিনায়ক শান্তকে মিস করেছি।’
শারজায় কন্ডিশনে উইকেটে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু মাঝের ওভারে যদি মিরাজ-নাসুমরা উইকেট নিতে পারতেন, তাহলে শেষ ওয়ানডের ফলও ভিন্ন হতো মনে করেন হাবিবুল বাশার। তিনি বললেন, ‘ব্যাটিংটা আমাদের ভালোই হয়েছে এমন কন্ডিশনে। আমাদের এ রকই আশা ছিল। কিন্তু বোলিংয়ে, এখানে স্পিন ট্রাক, স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন। তবে মাঝখানে যদি ওরা বেশি উইকেট নিতে পারতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরও ভালো, চ্যালেঞ্জিং সিরিজ; কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে।’
আফগানিস্তানের ব্যাটিং পরিকল্পনার প্রশংসা করে হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয়, প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে। তিনটা ম্যাচেই বাংলাদেশের জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথম ম্যাচটা বরং বেশি সুযোগ তৈরি হয়েছিল। গত ম্যাচটা আফগানরা খুব ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে। আমাদের স্পিনারদের কোনো সুযোগ দেয়নি। ওরা জানত এখনে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাবে না। তাদের ব্যাটিং পরিকল্পনা খুব ভালো ছিল।’
হাবিবুল বাশার বললেন প্রত্যাশার চেয়ে আফগান সিরিজে ভালো খেলেছে বাংলাদেশ দল, ‘এই সিরিজ খেলার আগে অনেকেই বলেছিল, বাংলাদেশ দাঁড়াতেই পারবে না। আফগানিস্তানের খুব ভালো দল। আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। ভালো খেলা মানে, সিরিজ জেতা। সেটা আমরা করতে পারিনি। সবাই যা আশা করেছিল, তার চেয়ে বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে