Ajker Patrika

বোল্যন্ডের রেকর্ডে মেলবোর্নে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
বোল্যন্ডের রেকর্ডে মেলবোর্নে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়

ইংল্যান্ড ব্যাটারদের যাওয়া-আসার মিছিল শুরু হয়েছিল আগের দিন। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে আরেকটি হারের প্রহর গুনছিল ইংলিশরা। সেটা যে পরদিন সাতসকালে হয়ে যাবে, কে জানত? শেষ ৬ উইকেটে আগের দিনের সঙ্গে আর মাত্র ৪৪ রান যোগ করে ৬৮ রানেই গুটিয়ে গেছে জো রুটের দল। 

অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ইনিংস ও ১৪ রানে। টানা তিন টেস্ট জিতে সিরিজের সঙ্গে অ্যাশেজ শিরোপাও ঘরে রেখে দেওয়ার অধিকার পেয়ে গেছে অজিরা। সর্বশেষ অ্যাশেজ জেতা অস্ট্রেলিয়া এই ম্যাচটা ড্র করলেই শিরোপা ধরে রাখত পারত। 

২৪ রানে ৪ উইকেট নিয়ে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। উইকেটে অধিনায়ক রুট থাকায় অন্তত লড়াইয়ের আশা দেখছিলেন ইংলিশ সমর্থকেরা। বছরজুড়ে রানের ফোয়ারা ফোটানো রুটও পারলেন না ধ্বংসস্তূপে বাঁধ দিতে। দিনের শুরুটা অধিনায়কের সঙ্গী বেন স্টোকসকে দিয়ে। মিচেল স্টার্কের বলে ১১ রানে ফিরে যান ইংলিশ অলরাউন্ডার। 

ইংলিশ ব্যাটারদের যাওয়া-আসার পথটা দীর্ঘ করে ম্যাচের বাকি গল্পটা স্কট বোল্যান্ডের। অভিষিক্ত এই অস্ট্রেলিয়া পেসারের তোপের মুখে পড়েন জনি বেয়ারেস্টো-রুটরা। মাত্র ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকও এলোমেলো করে ফেলেছেন ৩১ বছর বয়সী বোল্যন্ড। বয়স ৩০ পার হওয়ার পর কোনো বোলারের এটাই সেরা বোলিং ফিগার। 

আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন বোল্যন্ড। সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ায় রেকর্ডে স্বদেশি আর্নি তোশ্যাক ও ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের পাশে বসেছেন। তিনজনই ১৯ বলের ব্যবধানে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ জয়ের উচ্ছ্বাসে ভাসান ক্যামেরুন গ্রিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত