
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। এক সপ্তাহ আগেই জানা গেল দুই দলের টেস্ট সিরিজে টিকিটের দাম। দর্শকেরা যেন মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন, সেজন্য সাধ্যের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বনিম্ন ২০০ পাকিস্তানি রুপিতে প্রিমিয়াম ক্লোজারে (মিরান বকশ, সোহেল তানভীর, ইয়াসির আরাফাত) বসে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ৮৪ টাকা। ভিআইপি এনক্লোজারে (ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৫০০ রুপি। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৬০০ রুপি।
গ্যালারি পাসে বসে খেলা দেখাতে হলে গুনতে হবে ২৮০০ রুপি। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২ লাখ রুপি দিয়ে খেলা দেখতে হবে হসপিটালিটি বক্সে বসে। প্লাটিনাম শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থাও রেখেছে পিসিবি। সেক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ২৩০০ রুপি। প্রিমিয়াম ও গ্যালারি পাসে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ১২ হাজার রুপি। তখন হসপিটালিটি বক্সের টিকিটের দাম পড়বে সাড়ে ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ লাখ ৩৭ হাজার টাকা। প্ল্যাটিনাম শেয়ার্ড বক্সে বসে খেলা দেখতে হলে খরচ পড়বে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)। ম্যাচ আগে শেষ হলে টাকা ফেরতের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সর্বনিম্ন ৫০ রুপিতে সাধারণ গ্যালারিতে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ২১ টাকা।১০০ রুপিতে (৪২ টাকা)প্রথম শ্রেণির এনক্লোজারে (আসিফ ইকবাল, মাজিদ খান, ওয়াকার হাসান, জহির আব্বাস) বসে ম্যাচ দেখা যাবে। প্রিমিয়াম এনক্লোজারের (ইমরান খান, কায়েদ, ওয়াসিম আকরাম) টিকিটের দাম ২০০ রুপি (৮৪ টাকা)। ভিআইপি এনক্লোজারে (ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৪০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬৮ টাকা। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৫০০ রুপি (২১১ টাকা)।সর্বোচ্চ আড়াই লাখ রুপি দিয়ে টিকিট কিনতে হবে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে। বাংলাদেশি ১ লাখ ৫ হাজার টাকা।হসপিটালিটি শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি (৫২০০ টাকা)। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে।
১৫ শতাংশ ডিসকাউন্টে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থা রয়েছে করাচি টেস্টে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ১৮৫০ রুপি। প্রিমিয়াম ও প্রথম শ্রেণির গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ৪২৫ রুপি। ২১৫ রুপি খরচ পড়বে সাধারণ গ্যালারিতে খেলা দেখতে হলে। হসপিটালিটি ফুল বক্সের টিকিটের দাম তখন হবে ১০ লাখ ৬২ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকা। প্যাকেজ সিস্টেমে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে খরচ হবে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। এক সপ্তাহ আগেই জানা গেল দুই দলের টেস্ট সিরিজে টিকিটের দাম। দর্শকেরা যেন মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন, সেজন্য সাধ্যের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বনিম্ন ২০০ পাকিস্তানি রুপিতে প্রিমিয়াম ক্লোজারে (মিরান বকশ, সোহেল তানভীর, ইয়াসির আরাফাত) বসে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ৮৪ টাকা। ভিআইপি এনক্লোজারে (ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৫০০ রুপি। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৬০০ রুপি।
গ্যালারি পাসে বসে খেলা দেখাতে হলে গুনতে হবে ২৮০০ রুপি। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২ লাখ রুপি দিয়ে খেলা দেখতে হবে হসপিটালিটি বক্সে বসে। প্লাটিনাম শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থাও রেখেছে পিসিবি। সেক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ২৩০০ রুপি। প্রিমিয়াম ও গ্যালারি পাসে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ১২ হাজার রুপি। তখন হসপিটালিটি বক্সের টিকিটের দাম পড়বে সাড়ে ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ লাখ ৩৭ হাজার টাকা। প্ল্যাটিনাম শেয়ার্ড বক্সে বসে খেলা দেখতে হলে খরচ পড়বে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)। ম্যাচ আগে শেষ হলে টাকা ফেরতের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সর্বনিম্ন ৫০ রুপিতে সাধারণ গ্যালারিতে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ২১ টাকা।১০০ রুপিতে (৪২ টাকা)প্রথম শ্রেণির এনক্লোজারে (আসিফ ইকবাল, মাজিদ খান, ওয়াকার হাসান, জহির আব্বাস) বসে ম্যাচ দেখা যাবে। প্রিমিয়াম এনক্লোজারের (ইমরান খান, কায়েদ, ওয়াসিম আকরাম) টিকিটের দাম ২০০ রুপি (৮৪ টাকা)। ভিআইপি এনক্লোজারে (ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৪০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬৮ টাকা। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৫০০ রুপি (২১১ টাকা)।সর্বোচ্চ আড়াই লাখ রুপি দিয়ে টিকিট কিনতে হবে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে। বাংলাদেশি ১ লাখ ৫ হাজার টাকা।হসপিটালিটি শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি (৫২০০ টাকা)। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে।
১৫ শতাংশ ডিসকাউন্টে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থা রয়েছে করাচি টেস্টে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ১৮৫০ রুপি। প্রিমিয়াম ও প্রথম শ্রেণির গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ৪২৫ রুপি। ২১৫ রুপি খরচ পড়বে সাধারণ গ্যালারিতে খেলা দেখতে হলে। হসপিটালিটি ফুল বক্সের টিকিটের দাম তখন হবে ১০ লাখ ৬২ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকা। প্যাকেজ সিস্টেমে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে খরচ হবে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৬ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৫ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে