ক্রীড়া ডেস্ক

রান করতেই যেন ভুলে গেছেন আজিজুল হাকিম তামিম। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক প্রতিযোগিতামূলক ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। ডাকের হ্যাটট্রিক করে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটার ফিরেছেন তানজিম হাসান সাকিবের বলে।
দুই দিনের বিরতি শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবার শুরু বিপিএল। সিলেট পর্বের শুরুতেই দেখা গেছে রানের বন্যা। অথচ ব্যাটিংবান্ধব উইকেটে আজিজুল তামিম রানের খাতাই খুলতে পারলেন না। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে তামিমকে কট এন্ড বোল্ড করেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এর আগে ২ জানুয়ারি বিপিএলে নিজের অভিষেক ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন তামিম। মিরপুরে সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল।
বিপিএলের আগে তামিম যে ম্যাচে ডাক মেরেছিলেন সেটিও ছিল টি-টোয়েন্টি। ২০২৪ সালের ২২ ডিসেম্বর জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। খুলনা সেই ম্যাচ খেলেছিল ঢাকা মহানগরের বিপক্ষে। ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএলের শিরোপা জিতেছিল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগর-রংপুর ফাইনালে হয়েছিল ১২৭ রান, পড়েছিল ১৫ উইকেট।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক । টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ১ উইকেটে ৮৮ রান করে রংপুর।

রান করতেই যেন ভুলে গেছেন আজিজুল হাকিম তামিম। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক প্রতিযোগিতামূলক ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। ডাকের হ্যাটট্রিক করে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটার ফিরেছেন তানজিম হাসান সাকিবের বলে।
দুই দিনের বিরতি শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবার শুরু বিপিএল। সিলেট পর্বের শুরুতেই দেখা গেছে রানের বন্যা। অথচ ব্যাটিংবান্ধব উইকেটে আজিজুল তামিম রানের খাতাই খুলতে পারলেন না। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে তামিমকে কট এন্ড বোল্ড করেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এর আগে ২ জানুয়ারি বিপিএলে নিজের অভিষেক ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন তামিম। মিরপুরে সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল।
বিপিএলের আগে তামিম যে ম্যাচে ডাক মেরেছিলেন সেটিও ছিল টি-টোয়েন্টি। ২০২৪ সালের ২২ ডিসেম্বর জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। খুলনা সেই ম্যাচ খেলেছিল ঢাকা মহানগরের বিপক্ষে। ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএলের শিরোপা জিতেছিল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগর-রংপুর ফাইনালে হয়েছিল ১২৭ রান, পড়েছিল ১৫ উইকেট।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক । টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ১ উইকেটে ৮৮ রান করে রংপুর।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৪১ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে