Ajker Patrika

নারী ভক্তদের নিয়ে রাস্তায় গেইলের মদের পার্টি

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৮: ৩৪
নারী ভক্তদের নিয়ে রাস্তায় গেইলের মদের পার্টি

মাঠ কিংবা মাঠের বাইরে ক্রিস গেইল মজা করতে বেশ পছন্দ করেন। বিনোদনের মাত্রাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তাঁর জুড়ি মেলা ভার। 

আমুদে ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকাতেও নিশ্চিতভাবে থাকবে গেইল। দীর্ঘদিন হলো ক্রিকেট থেকে দূরে থাকলেও মৌজ-মাস্তির খুব কাছে আছেন তিনি। গায়ানায় তাঁর দলের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চললেও সেদিকে দৃষ্টি নেই। ‘ইউনিভার্স বস’কে মজতে দেখা গেছে নিজ দেশ জ্যামাইকার কার্নিভালে। রাস্তাতেই নারী ভক্তদের সঙ্গে মদের বোতল নিয়ে উদ্দাম নৃত্যে বুঁদ হয়ে ছিলেন তিনি। তাঁর উপস্থিতি যেন উৎসবটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল উৎসবের ভিডিও পোস্ট করেছেন গেইল। লিখেছেন, ‘আমার ছুটি প্রয়োজন। আপনারা জানেন না।’ ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্তের সঙ্গে রাস্তায় ‘ড্যাগারিং’ নৃত্য প্রদর্শন করছেন তিনি। সঙ্গে আবার মদ খাওয়ার ভঙ্গিও করছেন। ক্যারিবিয়ানদের কাছে এই নৃত্য একধরনের শিল্প এবং এটি তাদের অঞ্চলে খুবই জনপ্রিয়। 

শেয়ারের পরেই ভিডিওটি ভার্চুয়াল জগতে ঝড় তুলেছে। অনেকে মজার মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আ হা হা! কেউ এটিকে (মদ) বাঁচিয়ে রাখছে।’ অনেকে আবার আগুনের ইমোজি দিয়েছেন। 

ফেব্রুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল ফাইনাল খেলে গেছেন গেইল। স্বীকৃত ক্রিকেটে সেটিই ছিল তাঁর শেষ ম্যাচ। এরপর ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে অবসরের ঘোষণা দেননি। 
 

ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলেননি গেইল। গত বছর ফিরলেও এ বছর আবার না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। জৈব সুরক্ষাবলয়ে নিয়ে অনীহার কারণে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও নিজেকে সরিয়ে নেন ৪২ বছর বয়সী তারকা। 

তবে ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটি’তে খেলার জন্য উন্মুখ গেইল। সেন্ট কিটসে টুর্নামেন্টটি হবে ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূতও করা হয়েছে গেইলকে। নতুন প্রতিযোগিতা নিয়ে ৪২ বছর বয়সী তারকা বলেছেন, ‘এ বছর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অংশগ্রহণ করছি। নতুন উদ্ভাবিত সিক্সটিতে খেলতে তর সইছে না।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত