
শুরুটা যেভাবে হয়েছিল, মনে হচ্ছিল হায়দরাবাদে উইকেট উৎসব করবেন পাকিস্তানি বোলাররা। কিন্তু সকালের আকাশ দিনের পূর্বাভাস যেমন ঠিকঠাক দেয় না তেমনি পাকিস্তানের শুরুর সাফল্যও মলিন হতে বেশি সময় লাগেনি। কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে পাকিস্তানকে কঠিন পরীক্ষার সামনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড আয়ারল্যান্ডের, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ৩২৮ রান তাড়া করে জিতেছিল আইরিশরা। পাকিস্তানকে আজ হায়দরাবাদে জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হবে। লঙ্কানদের করা ৯ উইকেটে ৩৪৪ রানের বিশাল এক লক্ষ্য ছুঁতে হলে পেরোতে হবে রানের হিমালয়।
বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের ইনিংসটি কেনিয়ার বিপক্ষে, ১৯৯৬ বিশ্বকাপে। সেবার প্রথম শিরোপা দেশটি কেনিয়ার বিপক্ষে করেছিল ৩৯৮ রান। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৬৩ রানের একটি ইনিংস ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আজ পাকিস্তানের সঙ্গে ৩৪৪ রান বিশ্বকাপে কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রান। পাকিস্তানের পেসারদের হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার এত রানের পুরো কৃতিত্ব কুশন মেন্ডিস ও সামারাবিক্রমার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ বলে ৭৬ রানে আউট হয়েছিলেন মেন্ডিস। আউট না হলেই সেই ম্যাচেই হয়তো রেকর্ডটা করে ফেলতে পারতেন ডানহাতি ব্যাটার। আফসোসটা লম্বা হয়নি মেন্ডিসের। পাকিস্তানের বিপক্ষে করেছেন ৬৫ বলে। বিশ্বকাপে কোনো লঙ্কান ব্যাটারের এটাই দ্রুততম সেঞ্চুরি। ভেঙেছেন কুমার সাঙ্গাকারার রেকর্ড। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন লঙ্কান কিংবদন্তি।
শ্রীলঙ্কার রান বড় দায় পাকিস্তানের ফিল্ডারদের পিচ্ছিল হাত। ১২ রানে মেন্ডিসের ক্যাচ ফেলেন ইমাম-উল-হক। জীবন পেয়ে সেঞ্চুরি করেই থেমেছেন মেন্ডিস।
শ্রীলঙ্কান ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল পেরেরাকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছিলেন হাসান আলী। শুরুর ধাক্কা কাটিয়ে ১০২ রানের জুটিতে শ্রীলঙ্কাকে পথ হারাতে দেননি পাথুম নিশাঙ্কা। ৬১ বলে নিশাঙ্কা ৫১ করে ফেরার পর মেন্ডিসের সঙ্গে হাল ধরেন সামারাবিক্রমা। ৬৫ বলে সেঞ্চুরি করা মেন্ডিস থামেন ৭৭ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১২২ করে। সামারবিক্রমা পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। ৮৯ বলে ১০৮ রান করে থেমেছেন তিনি। পাকিস্তানের হয়ে ৭১ রানে ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী।

শুরুটা যেভাবে হয়েছিল, মনে হচ্ছিল হায়দরাবাদে উইকেট উৎসব করবেন পাকিস্তানি বোলাররা। কিন্তু সকালের আকাশ দিনের পূর্বাভাস যেমন ঠিকঠাক দেয় না তেমনি পাকিস্তানের শুরুর সাফল্যও মলিন হতে বেশি সময় লাগেনি। কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে পাকিস্তানকে কঠিন পরীক্ষার সামনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড আয়ারল্যান্ডের, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ৩২৮ রান তাড়া করে জিতেছিল আইরিশরা। পাকিস্তানকে আজ হায়দরাবাদে জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হবে। লঙ্কানদের করা ৯ উইকেটে ৩৪৪ রানের বিশাল এক লক্ষ্য ছুঁতে হলে পেরোতে হবে রানের হিমালয়।
বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের ইনিংসটি কেনিয়ার বিপক্ষে, ১৯৯৬ বিশ্বকাপে। সেবার প্রথম শিরোপা দেশটি কেনিয়ার বিপক্ষে করেছিল ৩৯৮ রান। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৬৩ রানের একটি ইনিংস ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আজ পাকিস্তানের সঙ্গে ৩৪৪ রান বিশ্বকাপে কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রান। পাকিস্তানের পেসারদের হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার এত রানের পুরো কৃতিত্ব কুশন মেন্ডিস ও সামারাবিক্রমার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ বলে ৭৬ রানে আউট হয়েছিলেন মেন্ডিস। আউট না হলেই সেই ম্যাচেই হয়তো রেকর্ডটা করে ফেলতে পারতেন ডানহাতি ব্যাটার। আফসোসটা লম্বা হয়নি মেন্ডিসের। পাকিস্তানের বিপক্ষে করেছেন ৬৫ বলে। বিশ্বকাপে কোনো লঙ্কান ব্যাটারের এটাই দ্রুততম সেঞ্চুরি। ভেঙেছেন কুমার সাঙ্গাকারার রেকর্ড। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন লঙ্কান কিংবদন্তি।
শ্রীলঙ্কার রান বড় দায় পাকিস্তানের ফিল্ডারদের পিচ্ছিল হাত। ১২ রানে মেন্ডিসের ক্যাচ ফেলেন ইমাম-উল-হক। জীবন পেয়ে সেঞ্চুরি করেই থেমেছেন মেন্ডিস।
শ্রীলঙ্কান ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল পেরেরাকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছিলেন হাসান আলী। শুরুর ধাক্কা কাটিয়ে ১০২ রানের জুটিতে শ্রীলঙ্কাকে পথ হারাতে দেননি পাথুম নিশাঙ্কা। ৬১ বলে নিশাঙ্কা ৫১ করে ফেরার পর মেন্ডিসের সঙ্গে হাল ধরেন সামারাবিক্রমা। ৬৫ বলে সেঞ্চুরি করা মেন্ডিস থামেন ৭৭ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১২২ করে। সামারবিক্রমা পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। ৮৯ বলে ১০৮ রান করে থেমেছেন তিনি। পাকিস্তানের হয়ে ৭১ রানে ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী।

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
৩ ঘণ্টা আগে