
সময়টা দারুণ যাচ্ছে নাঈম শেখের। গত কয়েক মাসে তিন সংস্করণেই দারুণ ছন্দে এই বাঁহাতি ব্যাটার। নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক, গত ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। সবশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন নাঈম।
নাঈমের ক্যারিয়ারের সেরা ইনিংসের সুবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আজ বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে (৪২২ রান)। এর আগে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৩৯৩, বিকেএসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রাইম ব্যাংকই করেছিল। পুরোনো রেকর্ড নিজেরাই ভেঙে নতুন ইতিহাস গড়েছে দলটি। দলের ভিডিও বার্তায় নাঈম নিজের ইনিংস নিয়ে বলেন, ‘১৭৬ রান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। লম্বা সময় ব্যাটিং করতে পেরেছি। এটা আমার ভালো লাগছে। তবে সেই সময় আমার মনে হয়েছিল, আরও একটু মনোযোগী হলে ভালো হতো। ৩৬ বা ৩৭ ওভারে আউট হয়ে গিয়েছি। ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলতে পারলে আরও ভালো হতো।’
নাঈম মনে করেন এই ইনিংস তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে। প্রাইম ব্যাংকের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ইনিংসটা আমাকে অনেক আত্মবিশ্বাসী করবে। পরের ম্যাচে নতুন করে শুরু করতে হবে এবং দলে আরও অবদান রাখতে চাই।’

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে