নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নানা গুঞ্জন গত বছরের অক্টোবর থেকেই। তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে শান্ত খুব বেশি দিন চালিয়ে যেতে পারেননি। গত মাসে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারালেন। এ মাসে শ্রীলঙ্কা সফরের আগে গেল ওয়ানডে অধিনায়কত্বও। একটা টেস্ট সিরিজ চলার সময়ে তাঁর টেস্ট অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে।
কাল অধিনায়কত্বের আলোচনা নিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’ আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শান্তর অধিনায়কত্ব নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানালেন।
দুপুরে ঢাকা সেনানিবাসে সেনাসদরে বাংলাদেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অলিম্পিক ফেডারেশনের প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অলিম্পিক ডের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একটা সিরিজ চলছে। সিরিজের মাঝে আমরা তাদের বিভ্রান্ত না করি। প্রথম টেস্টে (গলে) দেখলাম জোড়া সেঞ্চুরি করল শান্ত। সে দারুণ ফর্মে আছে। ভালো অধিনায়কত্ব করেছে। ইনশা আল্লাহ সে চালিয়ে যাবে।’
ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমিতে হতে যাওয়া অলিম্পিক কমপ্লেক্সে যুক্ত হতে চায় বিসিবি। বুলবুল বিষয়টি নিয়ে বললেন, ‘একটা বিশাল কমপ্লেক্স হচ্ছে। যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় (অলিম্পিক প্রেসিডেন্ট) নিজে উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর জায়গায় ত্রিশালে করছেন। ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রতিটি স্পোর্টসের স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট—সবই অন্য পর্যায়ে চলে যাবে। আমরা তাকিয়ে আছি কমপ্লেক্সটার দিকে। আমরা এই জার্নিতে তাদের অংশ হতে চাই।’

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নানা গুঞ্জন গত বছরের অক্টোবর থেকেই। তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে শান্ত খুব বেশি দিন চালিয়ে যেতে পারেননি। গত মাসে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারালেন। এ মাসে শ্রীলঙ্কা সফরের আগে গেল ওয়ানডে অধিনায়কত্বও। একটা টেস্ট সিরিজ চলার সময়ে তাঁর টেস্ট অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে।
কাল অধিনায়কত্বের আলোচনা নিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’ আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শান্তর অধিনায়কত্ব নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানালেন।
দুপুরে ঢাকা সেনানিবাসে সেনাসদরে বাংলাদেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অলিম্পিক ফেডারেশনের প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অলিম্পিক ডের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একটা সিরিজ চলছে। সিরিজের মাঝে আমরা তাদের বিভ্রান্ত না করি। প্রথম টেস্টে (গলে) দেখলাম জোড়া সেঞ্চুরি করল শান্ত। সে দারুণ ফর্মে আছে। ভালো অধিনায়কত্ব করেছে। ইনশা আল্লাহ সে চালিয়ে যাবে।’
ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমিতে হতে যাওয়া অলিম্পিক কমপ্লেক্সে যুক্ত হতে চায় বিসিবি। বুলবুল বিষয়টি নিয়ে বললেন, ‘একটা বিশাল কমপ্লেক্স হচ্ছে। যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় (অলিম্পিক প্রেসিডেন্ট) নিজে উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর জায়গায় ত্রিশালে করছেন। ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রতিটি স্পোর্টসের স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট—সবই অন্য পর্যায়ে চলে যাবে। আমরা তাকিয়ে আছি কমপ্লেক্সটার দিকে। আমরা এই জার্নিতে তাদের অংশ হতে চাই।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৮ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৯ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ ঘণ্টা আগে