
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নানা গুঞ্জন গত বছরের অক্টোবর থেকেই। তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে শান্ত খুব বেশি দিন চালিয়ে যেতে পারেননি। গত মাসে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারালেন। এ মাসে শ্রীলঙ্কা সফরের আগে গেল ওয়ানডে অধিনায়কত্বও। একটা টেস্ট সিরিজ চলার সময়ে তাঁর টেস্ট অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে।
কাল অধিনায়কত্বের আলোচনা নিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’ আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শান্তর অধিনায়কত্ব নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানালেন।
দুপুরে ঢাকা সেনানিবাসে সেনাসদরে বাংলাদেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অলিম্পিক ফেডারেশনের প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অলিম্পিক ডের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একটা সিরিজ চলছে। সিরিজের মাঝে আমরা তাদের বিভ্রান্ত না করি। প্রথম টেস্টে (গলে) দেখলাম জোড়া সেঞ্চুরি করল শান্ত। সে দারুণ ফর্মে আছে। ভালো অধিনায়কত্ব করেছে। ইনশা আল্লাহ সে চালিয়ে যাবে।’
ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমিতে হতে যাওয়া অলিম্পিক কমপ্লেক্সে যুক্ত হতে চায় বিসিবি। বুলবুল বিষয়টি নিয়ে বললেন, ‘একটা বিশাল কমপ্লেক্স হচ্ছে। যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় (অলিম্পিক প্রেসিডেন্ট) নিজে উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর জায়গায় ত্রিশালে করছেন। ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রতিটি স্পোর্টসের স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট—সবই অন্য পর্যায়ে চলে যাবে। আমরা তাকিয়ে আছি কমপ্লেক্সটার দিকে। আমরা এই জার্নিতে তাদের অংশ হতে চাই।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে