নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লম্বা সময় পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। তাদের অবশ্য শুরু করতে হচ্ছে অধিনায়ক মুমিনুল হককে ছাড়াই।
এইচপির বিপক্ষে আজ দুপুরে চট্টগ্রামে রওনা দেওয়ার কথা ‘এ’ দলের। জানা গেছে, বাবার অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না মুমিনুল। ১৬ সেপ্টেম্বর শুরু প্রথম চার দিনের ম্যাচটি তাই খেলা হবে না ‘এ’ দলের অধিনায়কের। মুমিনুল খেলতে পারেন একই দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচটি। মায়ের অসুস্থতায় এই সিরিজের শুরুতে থাকা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও।
গত জুনে জিম্বাবুয়ে সফর থেকে এসে আর মাঠে নামা হয়নি মুমিনুলের। এইচপির বিপক্ষে সিরিজে শুরুতে না থাকলেও লম্বা সময় পরে খেলায় ফেরার সুযোগ পেয়ে বেশ খুশি মুমিনুল। গতকাল তিনি বলছিলেন, ‘লম্বা সময়ে টেকনিক্যাল জায়গায় উন্নতির কাজ করছি। আমি লম্বা বিরতির ব্যাপারে অভ্যস্ত। নতুনদের অনেকের মাঝে এটা প্রভাব পড়লেও পড়তে পারে। তবে ওরাও ধীরে ধীরে মানিয়ে নেবে।’
মুমিনুলের জায়গায় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেন শান্তর। মুমিনুলের মতো তিনিও লম্বা বিরতির পর খেলায় ফিরছেন। শান্ত বললেন, ‘সত্যি বলতে, লম্বা বিরতি দিয়ে ফেরা সব সময়ই কঠিন। আবার শূন্য থেকে শুরু করা সব সময়ই কঠিন। এটা মেনে নিয়েছি। সামনে হলেও মেনে নিতে হবে। সে অনুযায়ী অনুশীলন করে নিজের ভুলগুলো নিয়ে কাজ করেছি।’
বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে পৌঁছেই দুই দিনের কোয়ারেন্টিনে থাকবে। ১৬ সেপ্টেম্বর প্রথম চার দিনের ম্যাচ শুরু। দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু ২৩ সেপ্টেম্বর। তিনটি ওয়ানডে ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর, আগামী ২ ও ৪ অক্টোবরে।

লম্বা সময় পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। তাদের অবশ্য শুরু করতে হচ্ছে অধিনায়ক মুমিনুল হককে ছাড়াই।
এইচপির বিপক্ষে আজ দুপুরে চট্টগ্রামে রওনা দেওয়ার কথা ‘এ’ দলের। জানা গেছে, বাবার অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না মুমিনুল। ১৬ সেপ্টেম্বর শুরু প্রথম চার দিনের ম্যাচটি তাই খেলা হবে না ‘এ’ দলের অধিনায়কের। মুমিনুল খেলতে পারেন একই দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচটি। মায়ের অসুস্থতায় এই সিরিজের শুরুতে থাকা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও।
গত জুনে জিম্বাবুয়ে সফর থেকে এসে আর মাঠে নামা হয়নি মুমিনুলের। এইচপির বিপক্ষে সিরিজে শুরুতে না থাকলেও লম্বা সময় পরে খেলায় ফেরার সুযোগ পেয়ে বেশ খুশি মুমিনুল। গতকাল তিনি বলছিলেন, ‘লম্বা সময়ে টেকনিক্যাল জায়গায় উন্নতির কাজ করছি। আমি লম্বা বিরতির ব্যাপারে অভ্যস্ত। নতুনদের অনেকের মাঝে এটা প্রভাব পড়লেও পড়তে পারে। তবে ওরাও ধীরে ধীরে মানিয়ে নেবে।’
মুমিনুলের জায়গায় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেন শান্তর। মুমিনুলের মতো তিনিও লম্বা বিরতির পর খেলায় ফিরছেন। শান্ত বললেন, ‘সত্যি বলতে, লম্বা বিরতি দিয়ে ফেরা সব সময়ই কঠিন। আবার শূন্য থেকে শুরু করা সব সময়ই কঠিন। এটা মেনে নিয়েছি। সামনে হলেও মেনে নিতে হবে। সে অনুযায়ী অনুশীলন করে নিজের ভুলগুলো নিয়ে কাজ করেছি।’
বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে পৌঁছেই দুই দিনের কোয়ারেন্টিনে থাকবে। ১৬ সেপ্টেম্বর প্রথম চার দিনের ম্যাচ শুরু। দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু ২৩ সেপ্টেম্বর। তিনটি ওয়ানডে ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর, আগামী ২ ও ৪ অক্টোবরে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে