
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় যুক্ত হলো চেতন সাকারিয়ার নাম। অবশ্য তাঁর বোলিং নিষিদ্ধ করা হয়নি এখনো। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) জানিয়েছে, স্বরাষ্ট্রের এই পেসারসহ সাতজনকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য চিহ্নিত করেছে বোর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
আইপিএলে ১৯ ম্যাচ খেলেছেন সাকারিয়া। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলেছেন। মজার বিষয় হলো, কখন এই বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে সেটি কেউ জানেন না। স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসসিএ) কর্মকর্তারা এবং খেলোয়াড়দের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তারা সন্দেহজনক এই তালিকায় ক্রিকেটারদের অন্তর্ভূক্তির ব্যাপারে জানেন না কিছুই।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সাকারিয়ার ব্যাপারে রিপোর্ট করা হয়েছে। তবে তাঁকে নিষিদ্ধ করা হয়নি। বর্তমানে পিঠের চোটে মাঠের বাইরে আছেন তিনি। ২৫ বছর বয়সী এই তারকাকে এ বছর ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। তবে স্বরাষ্ট্র দলের সূত্র থেকে জানা গেছে, শিগগিরিই মাঠে ফিরবেন সাকারিয়া। এই মৌসুমের রঞ্জি ট্রফিতে অংশ নিতে পারেন তিনি।
সাকারিয়া ছাড়াও বিসিসিআইয়ের সন্দেহজন বোলিং অ্যাকশনের তালিকায় আছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তানুশ কোতিয়ান, কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের রোহান কুন্নুমাল ও সালমান নিজার, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিরাগ গান্ধী, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সৌরভ দুবে, হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্পিত গুলেরিয়া। এর আগে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মনীশ পাণ্ডে ও কেএল শ্রীজিত।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় যুক্ত হলো চেতন সাকারিয়ার নাম। অবশ্য তাঁর বোলিং নিষিদ্ধ করা হয়নি এখনো। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) জানিয়েছে, স্বরাষ্ট্রের এই পেসারসহ সাতজনকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য চিহ্নিত করেছে বোর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
আইপিএলে ১৯ ম্যাচ খেলেছেন সাকারিয়া। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলেছেন। মজার বিষয় হলো, কখন এই বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে সেটি কেউ জানেন না। স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসসিএ) কর্মকর্তারা এবং খেলোয়াড়দের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তারা সন্দেহজনক এই তালিকায় ক্রিকেটারদের অন্তর্ভূক্তির ব্যাপারে জানেন না কিছুই।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সাকারিয়ার ব্যাপারে রিপোর্ট করা হয়েছে। তবে তাঁকে নিষিদ্ধ করা হয়নি। বর্তমানে পিঠের চোটে মাঠের বাইরে আছেন তিনি। ২৫ বছর বয়সী এই তারকাকে এ বছর ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। তবে স্বরাষ্ট্র দলের সূত্র থেকে জানা গেছে, শিগগিরিই মাঠে ফিরবেন সাকারিয়া। এই মৌসুমের রঞ্জি ট্রফিতে অংশ নিতে পারেন তিনি।
সাকারিয়া ছাড়াও বিসিসিআইয়ের সন্দেহজন বোলিং অ্যাকশনের তালিকায় আছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তানুশ কোতিয়ান, কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের রোহান কুন্নুমাল ও সালমান নিজার, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিরাগ গান্ধী, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সৌরভ দুবে, হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্পিত গুলেরিয়া। এর আগে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মনীশ পাণ্ডে ও কেএল শ্রীজিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে