অ্যালান ডোনাল্ড বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করবেন না, এ গুঞ্জন কদিন আগেই ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপে বাংলাদেশ পেস আক্রমণ প্রত্যাশা অনুযায়ী, ভালো না করায় কিছুটা সমালোচিতও হচ্ছিলেন প্রোটিয়া কিংবদন্তি। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ বিশ্বকাপের শেষ মুহূর্তে আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে বাংলাদেশ দলের বিপক্ষে অবস্থান নিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর কাছে ব্যাখ্যা চাওয়ার আগেই ডোনাল্ড আজ পুনেতে টিম মিটিংয়ে দলকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের হয়ে শেষ। রাতে আজকের পত্রিকাকেও ডোনাল্ড নিশ্চিত করেছেন বিষয়টি, ‘হ্যাঁ, অস্ট্রেলিয়া-ম্যাচ আমার শেষ ম্যাচ। এরপর আমি বাড়ি চলে যাচ্ছি। পরিবারের কাছে যাচ্ছি। বাড়িতে যেতে উন্মুখ হয়ে আছি।’
ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। তাঁর অধীনে বাংলাদেশ দলের পেস আক্রমণের উন্নতি ছিল প্রশংসনীয়। তাসকিন–ইবাদত–মোস্তাফিজ–হাসানদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর অসাধারণ। সে কথা বলতে গিয়ে একটু আবেগতাড়িতই হয়ে পড়লেন ডোনাল্ড, ‘আজ ওদের (তাসকিনদের) বললাম, আমি তোমাদের ভুলতে পারব না। আমাদের যে হোয়াটসআপ গ্রুপটা ছিল, সেখানে আমরা কত ধরনের আলোচনা করেছি, মজা করেছি, আমি সত্যি ভুলতে পারব না এই ছেলেদের। এটা অসাধারণ এক যাত্রা ছিল আমার। বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ায় এবং পার্থক্য তৈরি করতে পারায়। তাদের প্রতি শুভকামনা। ভবিষ্যতে তাদের আরও উন্নতি দেখার অপেক্ষায় থাকব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে