ক্রীড়া ডেস্ক

আইপিএল নিয়ে ঝামেলার কথা শোনা যায় প্রায় সময়ই। কখনো একটি ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল হয়ে যায়। আবার কখনোবা কোনো এক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলকে নিষিদ্ধ করা হয় সাময়িক সময়ের জন্য। আইপিএলের কারণে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।
আইপিএলের সাবেক দল কোচি টাস্কার্স কেলারাকে প্রায় ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ বিসিসিআইকে দিতে হবে বলে বোম্বে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। যার মধ্যে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে (কেসিপিএল) দিতে হবে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি। আর রেনডেভাস স্পোর্টস ওয়ার্ল্ডকে (আরএসডব্লিউ) বিসিসিআই দেবে ১৫৩ কোটি ৩৪ লাখ রুপি।
যে আরবিট্রেশন হয়েছিল, সেটার বিপক্ষে বিসিসিআইয়ের পাল্টা আবেদন খারিজ করা হয়েছে বলে বিচারপতি রিয়াজ আই চাগলা জানিয়েছেন। চাগলা বলেন, ‘আরবিট্রেশন অ্যাক্টের ধারা ৩৪ অনুযায়ী এই আদালতের সীমিত এখতিয়ার। বিরোধের মূল বিষয়গুলো অনুসন্ধান করতে ৩৪ ধারায় বর্ণিত কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তদন্তে বিসিসিআই যে অসন্তোষ জানিয়েছে, তাতে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি আরবিট্রেশন অ্যাওয়ার্ডের বিপক্ষে।’ বোম্বে উচ্চ আদালত পরশু রাতে দেওয়া এক রায়ে বিসিসিআইকে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
কেসিপিএল ও আরএসডব্লিউ-এর যৌথ মালিকানায় কোচি টাস্কার্স কেরালা নামে একটি দল খেলেছিল ২০১১ আইপিএলে। সেই বছরের সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছিল বিসিসিআই। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি না দিতে পারায় ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি বাতিল হয়েছিল। ২০১৫ সালে আরবিট্রেশন অ্যাক্টের অধীনে অভিযোগ করা হয়েছিল ভারতীয় বোর্ডের বিরুদ্ধে। ১০ বছর আগের সেই ঘটনায় শেষ পর্যন্ত বিসিসিআইয়ের বিরুদ্ধে করা অভিযোগই বহাল রাখলেন বোম্বে উচ্চ আদালত। তবে বোর্ডের কাছে ৬ সপ্তাহ সময় রয়েছে পাল্টা আবেদন করার।
আইপিএল ইতিহাসে কোচি টাস্কার্স কেরালা শুধু ২০১১ সালেই অংশ নিয়েছিল। ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সেবার ৮ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। ১৪ বছর আগের সেই আইপিএলে অংশ নিয়েছিল ১০ দল।

আইপিএল নিয়ে ঝামেলার কথা শোনা যায় প্রায় সময়ই। কখনো একটি ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল হয়ে যায়। আবার কখনোবা কোনো এক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলকে নিষিদ্ধ করা হয় সাময়িক সময়ের জন্য। আইপিএলের কারণে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।
আইপিএলের সাবেক দল কোচি টাস্কার্স কেলারাকে প্রায় ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ বিসিসিআইকে দিতে হবে বলে বোম্বে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। যার মধ্যে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে (কেসিপিএল) দিতে হবে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি। আর রেনডেভাস স্পোর্টস ওয়ার্ল্ডকে (আরএসডব্লিউ) বিসিসিআই দেবে ১৫৩ কোটি ৩৪ লাখ রুপি।
যে আরবিট্রেশন হয়েছিল, সেটার বিপক্ষে বিসিসিআইয়ের পাল্টা আবেদন খারিজ করা হয়েছে বলে বিচারপতি রিয়াজ আই চাগলা জানিয়েছেন। চাগলা বলেন, ‘আরবিট্রেশন অ্যাক্টের ধারা ৩৪ অনুযায়ী এই আদালতের সীমিত এখতিয়ার। বিরোধের মূল বিষয়গুলো অনুসন্ধান করতে ৩৪ ধারায় বর্ণিত কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তদন্তে বিসিসিআই যে অসন্তোষ জানিয়েছে, তাতে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি আরবিট্রেশন অ্যাওয়ার্ডের বিপক্ষে।’ বোম্বে উচ্চ আদালত পরশু রাতে দেওয়া এক রায়ে বিসিসিআইকে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
কেসিপিএল ও আরএসডব্লিউ-এর যৌথ মালিকানায় কোচি টাস্কার্স কেরালা নামে একটি দল খেলেছিল ২০১১ আইপিএলে। সেই বছরের সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছিল বিসিসিআই। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি না দিতে পারায় ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি বাতিল হয়েছিল। ২০১৫ সালে আরবিট্রেশন অ্যাক্টের অধীনে অভিযোগ করা হয়েছিল ভারতীয় বোর্ডের বিরুদ্ধে। ১০ বছর আগের সেই ঘটনায় শেষ পর্যন্ত বিসিসিআইয়ের বিরুদ্ধে করা অভিযোগই বহাল রাখলেন বোম্বে উচ্চ আদালত। তবে বোর্ডের কাছে ৬ সপ্তাহ সময় রয়েছে পাল্টা আবেদন করার।
আইপিএল ইতিহাসে কোচি টাস্কার্স কেরালা শুধু ২০১১ সালেই অংশ নিয়েছিল। ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সেবার ৮ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। ১৪ বছর আগের সেই আইপিএলে অংশ নিয়েছিল ১০ দল।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৯ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে