টানা দুই ম্যাচ হেরে এমনিই চাপে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ফরচুন বরিশালের বিপক্ষে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির। এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে তারকা ঠাসা ঢাকা। মাচে টস হেরে আগে ব্যাটিং করে ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল।
ঝড় তোলার ইঙ্গিত দিয়েও থামতে হয়েছে এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ক্রিস গেইলকে। ৩ চার ও ২ ছক্কা মারলেও আজ স্বভাববিরুদ্ধ গেইলকেই দেখা গেছে। ৩০ বলে ৩৬ রান করা ক্যারিবীয় মহাতারকা ইসুরু উদানাকে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
বিপিএলে প্রথম দুই দিন দুপুরের ম্যাচ হয়েছে লো স্কোরিং। ঢাকা-বরিশাল ম্যাচও ব্যতিক্রম হলো না।
আজ কিছুটা দেখেশুনে ইনিংস শুরু করেছিল বরিশাল। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। নাজমুল হোসেনকে শান্তকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শুভাগত হোম। পরের দুই ওভারে সৈকত আলী ও তৌহিদ হৃদয়ও ফেরেন। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।
তিন টপ অর্ডার ফেরার পর উইকেটে আসেন গেইল। সাকিব আল হাসানকে নিয়ে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। দুজনে যোগ করেন ১৯ বলে ৩৩ রান। রুবেল হোসেনের বলে সাকিব উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এ জুটি। ১৯ বলে ২৩ রান করে আউট হন বরিশাল অধিনায়ক সাকিব।
শেষ দিকে ডোয়াইন ব্রাভোর ২৬ বলে ৩৩ রানের সুবাদে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় বরিশাল। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই বিদেশি আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে