
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।

বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক কীর্তি গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে দুবার হ্যাটট্রিক করলেন এই বাঁ হাতি পেসার। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান তিনি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৩ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
৪ ঘণ্টা আগে