ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। জিতলেও মধ্যপ্রাচ্যের দলটির ব্যাটিং মন কেড়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের। ওমানের ব্যাটিং দৃঢ়তায় রীতিমতো মুগ্ধ তিনি।
টানা দুই ম্যাচ জিতে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। তাই ওমানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। শক্তির বিচারেও দুই দলের মধ্যে ব্যবধানটা আকাশ–পাতাল। মাঠের খেলায় অবশ্য সেটার স্বাক্ষর রাখতে পারেনি টিম ইন্ডিয়া। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৮ রান জড়ো করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ওমান থেমেছে ১৬৭ রানে।
তাদের হয়ে ফিফটি করেন আমির কলিম ও হাম্মাদ মির্জা। ৪৬ বলে ৬৪ রান করেন কলিম। হাম্মাদের ব্যাট থেকে আসে ৫১ রান। ৩৩ বল খেলেন এই টপঅর্ডার। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ভারতকে রীতিমতো ভয় দেখিয়েছেন দুজন। যদিও শেষ পর্যন্ত প্রতিপক্ষ বোলারদের সঙ্গে আর পেরে উঠেননি। ওমানের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করেন জতিন্দর সিং। সব মিলিয়ে তাই র্যাঙ্কিংয়ের ২০ নম্বর দলটির ব্যাটিংয়ের প্রশংসা করতে ভুলেননি সূর্যকুমার।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমার মনে হয় ওমান অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। আমি তাদের কোচ সুলু স্যারের (সুলক্ষণ কুলকার্নি) ব্যাপারে আগে থেকেই জানতাম। আমার ধারণা ছিল তিনি কিছু একটা করার চেষ্টা করবেন। তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি সত্যিই তাদের ব্যাটিং উপভোগ করেছি।’
সূর্যকুমারের এমন প্রশংসায় বেজায় খুশি ওমানের অধিনায়ক জতিন্দর। তিনি বলেন, ‘সূর্যকুমার আমাদের প্রশংসা করেছে। এটা আমাদের কাছে অনেক কিছু। টি-টোয়েন্টি বিভিন্ন পর্যায়ে কীভাবে খেলতে হয় সে সম্পর্কে সূর্যকুমারকে আমাদের ছেলেরা প্রশ্ন করেছে। তার সাথে কথা বলতে পেরে সত্যিই ভালো লেগেছে। আমরা যদি ভারতে গিয়ে সার্বিক দিক থেক প্রশিক্ষণ নিতে পারি এবং সেখানকার বিভিন্ন ক্লাব ও রঞ্জি দলের সাথে প্রচুর টি-টোয়েন্টি খেলতে পারি তাহলে সেটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। জিতলেও মধ্যপ্রাচ্যের দলটির ব্যাটিং মন কেড়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের। ওমানের ব্যাটিং দৃঢ়তায় রীতিমতো মুগ্ধ তিনি।
টানা দুই ম্যাচ জিতে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। তাই ওমানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। শক্তির বিচারেও দুই দলের মধ্যে ব্যবধানটা আকাশ–পাতাল। মাঠের খেলায় অবশ্য সেটার স্বাক্ষর রাখতে পারেনি টিম ইন্ডিয়া। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৮ রান জড়ো করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ওমান থেমেছে ১৬৭ রানে।
তাদের হয়ে ফিফটি করেন আমির কলিম ও হাম্মাদ মির্জা। ৪৬ বলে ৬৪ রান করেন কলিম। হাম্মাদের ব্যাট থেকে আসে ৫১ রান। ৩৩ বল খেলেন এই টপঅর্ডার। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ভারতকে রীতিমতো ভয় দেখিয়েছেন দুজন। যদিও শেষ পর্যন্ত প্রতিপক্ষ বোলারদের সঙ্গে আর পেরে উঠেননি। ওমানের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করেন জতিন্দর সিং। সব মিলিয়ে তাই র্যাঙ্কিংয়ের ২০ নম্বর দলটির ব্যাটিংয়ের প্রশংসা করতে ভুলেননি সূর্যকুমার।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমার মনে হয় ওমান অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। আমি তাদের কোচ সুলু স্যারের (সুলক্ষণ কুলকার্নি) ব্যাপারে আগে থেকেই জানতাম। আমার ধারণা ছিল তিনি কিছু একটা করার চেষ্টা করবেন। তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি সত্যিই তাদের ব্যাটিং উপভোগ করেছি।’
সূর্যকুমারের এমন প্রশংসায় বেজায় খুশি ওমানের অধিনায়ক জতিন্দর। তিনি বলেন, ‘সূর্যকুমার আমাদের প্রশংসা করেছে। এটা আমাদের কাছে অনেক কিছু। টি-টোয়েন্টি বিভিন্ন পর্যায়ে কীভাবে খেলতে হয় সে সম্পর্কে সূর্যকুমারকে আমাদের ছেলেরা প্রশ্ন করেছে। তার সাথে কথা বলতে পেরে সত্যিই ভালো লেগেছে। আমরা যদি ভারতে গিয়ে সার্বিক দিক থেক প্রশিক্ষণ নিতে পারি এবং সেখানকার বিভিন্ন ক্লাব ও রঞ্জি দলের সাথে প্রচুর টি-টোয়েন্টি খেলতে পারি তাহলে সেটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৪ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৫ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৬ ঘণ্টা আগে