
১৮ বছর ধরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত। লম্বা সময়ের এই সাফল্য বন্ধ্যত্ব ঘোচানোর লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আজ সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত। দলের দীর্ঘ সময়ের পরীক্ষিত দু্ই নির্ভরতা রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকায় এই ইংল্যান্ড সিরিজটি সত্যিই নতুন অধিনায়ক শুবমান গিলের জন্য এক কঠিন পরীক্ষা।
ইংল্যান্ড সফর বরাবরই ভারতের জন্য কঠিন পরীক্ষা। পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের মাটিতে ৬৭টি টেস্ট খেলেছে ভারত। জয় মাত্র ৯টি। হেরেছে ৩৬টি। বাকি ২২টি টেস্ট ড্র হয়েছে। ইংল্যান্ডের মাটিতে ভারত সর্বশেষ টেস্ট জিতেছিল ২২ সালের সেপ্টেম্বরে। তবে প্রায় দেড় যুগ হয়ে গেল, দেশটির মাটিতে লাল বলের ক্রিকেটে সিরিজ জিততে পারেনি ভারত।
এবার এমন সময়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে ভারত, যখন দলটিতে নেই রোহিত ও কোহলি। গত মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত। তারও আগে ভারতের গত অস্ট্রেলিয়া সফরে দলে অপরিহার্যতা হারিয়ে ফেলেছিলেন তিনি। তবে দলে নিজের অপরিহার্যতা না হারালেও রোহিতের পর বিরাট কোহলিও বিদায় বলে দেন টেস্ট ক্রিকেটকে। তবে ভারতীয় ক্রিকেটে মেধাবী ক্রিকেটারের যে অন্তহীন প্রবাহ, তাতে দুজনের অনুপস্থিতি ভারতকে খুব বেশি ঝামেলায় ফেলবে বলে মনে হয় না। অন্তত ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বাস এমনই!
কোহলির টেস্ট ছাড়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে আলোচনা—ভারতীয় ব্যাটিং অর্ডারের চারে কোহলির জায়গা নেবে কে? হেডিংলিতে প্রথম টেস্ট শুরুর আগে ঠিক এই প্রশ্নই করা হয়েছিল। নতুন অধিনায়ক শুবমান গিলের ডেপুটি ঋষভ পন্ত উত্তরে বললেন, চারে ব্যাটিং করবেন গিল।
ব্যাটিং অর্ডারের এই একটা জায়গা নিয়ে বছরের পর বছর নিশ্চিত থেকেছে ভারত। আগে ‘চার’ সামলেছেন শচীন টেন্ডুলকার। তাঁর বিদায়ের পর বিরাট কোহলি। আর রোহিত ও কোহলির বিদায়ের পর দুটি ভূমিকাতেই শুবমান গিল। রোহিতের উত্তরসূরি হিসেবে অধিনায়কত্ব করবেন আবার কোহলির জায়গায় চারে ব্যাটও করবেন।
ওপেনার হিসেবে যদিও ক্যারিয়ার শুরু করেছিলেন গিল। পরে ব্যাটিং অর্ডারের তিনেও ব্যাট করেন তিনি। এবার দলের প্রয়োজনে আরও নিচে নেমে চারে ব্যাট করবেন। এদিন সংবাদমাধ্যমের সামনে এসে গিলের ডেপুটি পন্ত এ-ও জানালেন, পাঁচ নম্বরে ব্যাটিং করবেন তিনি। তাহলে তিনে ব্যাটিং করবেন কে? পন্ত বললেন, ‘সেটিই নিয়ে এখন আলোচনা। তবে চার ও পাঁচ চূড়ান্ত। চারে শুবমান আর আমি পাঁচে ব্যাটিং করব।’
‘তিন’-এর লড়াইয়ে আছেন দুজন—করুণ নায়ার ও টেস্টে অভিষেকপ্রত্যাশী সাই সুদর্শন। তবে ভারতীয় ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে টেস্টে তিনে ব্যাট করে ডাবল সেঞ্চুরি করায় এই পজিশনে ব্যাটিংয়ের জন্য করুণই এগিয়ে।
জয়স্বী জয়সওয়াল-লোকেশ রাহুলকে দিয়ে ওপেনিং করাতে পারে ভারত। কারণ, তিনে খেললে ছয় নম্বরে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দেখা যেতে পারে সুদর্শন কিংবা নীতিশ রেড্ডিকে।
ভারতীয় ব্যাটারদের জন্য আরও একটা স্বস্তি—দুই কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে সামলাতে হবে না তাঁদের। পন্ত তো বলেই ফেললেন, ‘তাঁদের দুজনই যখন দলে না থাকেন, খুব ভালো লাগে।’ তবে তাঁদের ছাড়াও ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী, ‘ইংল্যান্ডের বোলিং আক্রমণে যারা আছে, তারাও যথেষ্ট ভালো।’
সব শেষ ভারত ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে জিতেছিল টেস্ট সিরিজ। তারও আগে ১৯৭১, ১৯৮৬ সালে সিরিজ জিতেছিল তারা। এবার এই সালগুলোর পাশে যুক্ত হবে কি ২০২৫?

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে