
৪২ বলে ৫৫ রান প্রয়োজন, হাতে আছে ৭ উইকেট। টি-টোয়েন্টি সংস্করণে এ রান তোলা অনেকটা মামুলি ব্যাপারই। দলটা যখন দক্ষিণ আফ্রিকা তখন ব্যাপার কিছুটা ভিন্নও হয়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষেও জিততে জিততে হেরেছিল তারা। ঠিক একইভাবে এবার প্রোটিয়ারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
ত্রিনিদাদে উইন্ডিজের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ২০ রানে তারা হারিয়েছে ৭ উইকেট। ৩০ রানে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। উদ্বোধনী জুটিতে ক্যারিবিয়ানদের ভালো শুরু এনে দেন আলিক আথানেজ ও শাই হোপ। ৪১ রান যোগ করেন দুজনে। দুটি করে চার-ছক্কায় ২৮ রান করা আথানেজকে ফিরিয়ে জুটি ভাঙেন লিজাড উইলিয়ামস।
দ্বিতীয় উইকেটে ১৮ বলে ৪২ রানের দারুণ একটি জুটি গড়েন হোপ ও নিকোলাস পুরান। শুরুতে দখেশুনে খেলে ১৪ রান ১৪ করেছিলেন হোপ, এরপরই ওয়ে ওঠেন বিধ্বংসী। চার ছক্কা ও দুটি চারে ২২ বলে ৪১ করে বিদায় নেন তিনি। আউট হয়েছেন ১৯ বলে ১৯ রান করে।
পরে অধিনায়ক রভম্যান পাওয়েলের তিন ছক্কায় ২২ বলে ৩৫, শেরফানে রাদারফোর্ডের ১৮ বলে ২৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৯ রান স্কোরে জমা করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
দক্ষিণ আফ্রিকার রান তাড়ার শুরুটা ছিল দুর্দান্ত। ৪.২ ওভারেই ৬৩ তোলেন দুই ওপেনার রিজা হেনড্রিকস ও রায়ান রিকেল্টন। পঞ্চম ওভারে রিকেল্টনকে ১৩ বলে ২০ রানে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন শামার জোসেফ। পরের ওভারে হেনড্রিকসের ঝড় থামান রোমারিও শেফার্ড। ৬ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৪৪ রান করেছেন হেনড্রিকস।
অধিনায়ক মার্করাম তিনে নেমে ৯ বলে করেন ১৯ রান। ২৪ বলে ২৮ রান আসে ত্রিস্তান স্টাবসের ব্যাট থেকে। তারপর তাসে ঘরের মতো ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা শেফার্ড। তিন ম্যাচে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিল ২-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ আগামী বুধবার ত্রিনিদাদেই হবে।
আরও খবর পড়ুন:

৪২ বলে ৫৫ রান প্রয়োজন, হাতে আছে ৭ উইকেট। টি-টোয়েন্টি সংস্করণে এ রান তোলা অনেকটা মামুলি ব্যাপারই। দলটা যখন দক্ষিণ আফ্রিকা তখন ব্যাপার কিছুটা ভিন্নও হয়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষেও জিততে জিততে হেরেছিল তারা। ঠিক একইভাবে এবার প্রোটিয়ারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
ত্রিনিদাদে উইন্ডিজের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ২০ রানে তারা হারিয়েছে ৭ উইকেট। ৩০ রানে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। উদ্বোধনী জুটিতে ক্যারিবিয়ানদের ভালো শুরু এনে দেন আলিক আথানেজ ও শাই হোপ। ৪১ রান যোগ করেন দুজনে। দুটি করে চার-ছক্কায় ২৮ রান করা আথানেজকে ফিরিয়ে জুটি ভাঙেন লিজাড উইলিয়ামস।
দ্বিতীয় উইকেটে ১৮ বলে ৪২ রানের দারুণ একটি জুটি গড়েন হোপ ও নিকোলাস পুরান। শুরুতে দখেশুনে খেলে ১৪ রান ১৪ করেছিলেন হোপ, এরপরই ওয়ে ওঠেন বিধ্বংসী। চার ছক্কা ও দুটি চারে ২২ বলে ৪১ করে বিদায় নেন তিনি। আউট হয়েছেন ১৯ বলে ১৯ রান করে।
পরে অধিনায়ক রভম্যান পাওয়েলের তিন ছক্কায় ২২ বলে ৩৫, শেরফানে রাদারফোর্ডের ১৮ বলে ২৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭৯ রান স্কোরে জমা করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
দক্ষিণ আফ্রিকার রান তাড়ার শুরুটা ছিল দুর্দান্ত। ৪.২ ওভারেই ৬৩ তোলেন দুই ওপেনার রিজা হেনড্রিকস ও রায়ান রিকেল্টন। পঞ্চম ওভারে রিকেল্টনকে ১৩ বলে ২০ রানে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন শামার জোসেফ। পরের ওভারে হেনড্রিকসের ঝড় থামান রোমারিও শেফার্ড। ৬ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৪৪ রান করেছেন হেনড্রিকস।
অধিনায়ক মার্করাম তিনে নেমে ৯ বলে করেন ১৯ রান। ২৪ বলে ২৮ রান আসে ত্রিস্তান স্টাবসের ব্যাট থেকে। তারপর তাসে ঘরের মতো ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা শেফার্ড। তিন ম্যাচে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিল ২-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ আগামী বুধবার ত্রিনিদাদেই হবে।
আরও খবর পড়ুন:

ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
৩৬ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৩ ঘণ্টা আগে