
২০২৩-২০২৭ চক্রের অনূর্ধ্ব-১৯-এর টুর্নামেন্টগুলোর আয়োজকদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশসহ নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে,নামিবিয়ায় হবে এসব টুর্নামেন্ট। ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।
মূলত ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দুই দেশে। বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে থাকছে নেপাল। তাছাড়া ২০২৪ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। ২০২৬ বিশ্বকাপ জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হবে। ২০২৫ সালে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া ও থাইল্যান্ড।
মার্টিন স্নেডেনের সভাপতিত্বে বোর্ড উপ-কমিটি আয়োজক দেশগুলো নির্বাচন করেছে। নিলাম প্রক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করে বোর্ড উপ-কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি ম্যানেজমেন্ট বিডগুলো ভালোমতো দেখেছে এবং সুপারিশ গ্রহণ করেছে আইসিসি বোর্ড কমিটি।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দল কীভাবে খেলবে, তাও বলে দেওয়া হয়েছে। ৮ দল সরাসরি খেলবে, যার মধ্যে থাকছে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপের শীর্ষ তিন দল। এই ছয় দলের সঙ্গে সরাসরি খেলবে ২৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে র্যাংকিংয়ে ওপরের দিকে থাকা দুই দল। বাকি দুই দল আসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে। বাংলাদেশ যদি গ্রুপের সেরা তিনে না-ও থাকে, তার পরও আয়োজক হিসেবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দলগুলোর কোয়ালিফিকেশনও অনুমোদিত হয়েছে। ১৪ দল নিয়ে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ১০ দল খেলবে সরাসরি। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তো সরাসরি খেলবেই, সঙ্গে খেলবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। বাকি চার দল আসবে আইসিসি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার থেকে।

২০২৩-২০২৭ চক্রের অনূর্ধ্ব-১৯-এর টুর্নামেন্টগুলোর আয়োজকদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশসহ নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে,নামিবিয়ায় হবে এসব টুর্নামেন্ট। ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।
মূলত ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দুই দেশে। বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে থাকছে নেপাল। তাছাড়া ২০২৪ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। ২০২৬ বিশ্বকাপ জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হবে। ২০২৫ সালে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া ও থাইল্যান্ড।
মার্টিন স্নেডেনের সভাপতিত্বে বোর্ড উপ-কমিটি আয়োজক দেশগুলো নির্বাচন করেছে। নিলাম প্রক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করে বোর্ড উপ-কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি ম্যানেজমেন্ট বিডগুলো ভালোমতো দেখেছে এবং সুপারিশ গ্রহণ করেছে আইসিসি বোর্ড কমিটি।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দল কীভাবে খেলবে, তাও বলে দেওয়া হয়েছে। ৮ দল সরাসরি খেলবে, যার মধ্যে থাকছে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপের শীর্ষ তিন দল। এই ছয় দলের সঙ্গে সরাসরি খেলবে ২৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে র্যাংকিংয়ে ওপরের দিকে থাকা দুই দল। বাকি দুই দল আসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে। বাংলাদেশ যদি গ্রুপের সেরা তিনে না-ও থাকে, তার পরও আয়োজক হিসেবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দলগুলোর কোয়ালিফিকেশনও অনুমোদিত হয়েছে। ১৪ দল নিয়ে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ১০ দল খেলবে সরাসরি। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তো সরাসরি খেলবেই, সঙ্গে খেলবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। বাকি চার দল আসবে আইসিসি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার থেকে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৫ ঘণ্টা আগে