নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনিংসটা যখন শুরু হয়েছিল, তখন আশার আলোই জ্বলছিল। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় প্রথম উইকেট পড়ে ২৯ রানে। এরপর শান্ত আর তানজিদের ব্যাটে গড়ে ওঠে প্রতিরোধের দেয়াল। রানের চাকা ঘুরছিল মসৃণ গতিতে। ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ১০০ রান, হাতে ৯ উইকেট—সেই সময় বাংলাদেশ জয়ের পথেই হেঁটেছে বলে মনে হচ্ছিল।
কিন্তু হঠাৎ যেন নেমে এল অন্ধকার। ম্যাচের ১৭তম ওভারের তৃতীয় বলে শান্ত রান আউট। এরপর ১৮তম ওভারে হাসারাঙ্গার এক ওভারে দুই উইকেট—লিটন দাস ও তানজিদ তামিমের বিদায়ে চরম বিপর্যয়। শুরু হয় উইকেট পতনের মিছিল। একসময় স্কোরবোর্ডে দেখা গেল ১০৫ রানে ৮ উইকেট! মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচে পড়ে যায় গভীর খাদে।
এই ভয়াবহ পতনের সঙ্গে জড়িয়ে গেল একটি লজ্জাজনক রেকর্ডও। ওয়ানডে ইতিহাসে ২য় উইকেট থেকে ৮ম উইকেট পর্যন্ত সবচেয়ে দ্রুত পতনের দ্বিতীয় সর্বনিম্ন রানের মধ্যে ঘটা রেকর্ডটি এতদিন ছিল যুক্তরাষ্ট্রের দখলে। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেটে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র—৮ রানে ৭ উইকেট। এবার সেই জায়গায় বাংলাদেশের নাম লেখা হলো—মাত্র ৫ রানে ৭ উইকেট!
ম্যাচের ওই সময়ে তাসকিন আহমেদ তখন ড্রেসিংরুমে। কফির কাপ হাতে ডাইনিং থেকে বেলকনিতর ফিরছিলেন। তখনই চোখ কপালে! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচের এমন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, ‘ড্রেসিংরুমে কফি হাতে নিয়ে দেখি ৫ উইকেট পড়ে গেছে। ক্রিকেটে অনেক কিছুই ঘটে। অনিশ্চয়তার খেলা। কিন্তু আমি এটা প্রত্যাশা করিনি যদিও।’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত দ্রুত এমন ব্যাটিং ধস বিরল। বিস্ময় ছড়িয়েছে গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। কেউ বলছেন, ‘এটা কল্পনারও অতীত!’ আবার কেউ লিখেছেন, ‘এমন ব্যাটিংয়ে হারটাই প্রাপ্য। আবার কেউ লিখছেন মিসাঈল গতিতে উইকেট পতন। ’
তবে তাসকিন বিশ্বাস করেন, এই ব্যর্থতা পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত। তিনি বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি—সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। আমরা দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’
এমন বিপর্যয়ের পরও হাল ছাড়তে নারাজ তাসকিন। তাঁর বার্তা, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’
ইনিংসটা যখন শুরু হয়েছিল, তখন আশার আলোই জ্বলছিল। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় প্রথম উইকেট পড়ে ২৯ রানে। এরপর শান্ত আর তানজিদের ব্যাটে গড়ে ওঠে প্রতিরোধের দেয়াল। রানের চাকা ঘুরছিল মসৃণ গতিতে। ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ১০০ রান, হাতে ৯ উইকেট—সেই সময় বাংলাদেশ জয়ের পথেই হেঁটেছে বলে মনে হচ্ছিল।
কিন্তু হঠাৎ যেন নেমে এল অন্ধকার। ম্যাচের ১৭তম ওভারের তৃতীয় বলে শান্ত রান আউট। এরপর ১৮তম ওভারে হাসারাঙ্গার এক ওভারে দুই উইকেট—লিটন দাস ও তানজিদ তামিমের বিদায়ে চরম বিপর্যয়। শুরু হয় উইকেট পতনের মিছিল। একসময় স্কোরবোর্ডে দেখা গেল ১০৫ রানে ৮ উইকেট! মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচে পড়ে যায় গভীর খাদে।
এই ভয়াবহ পতনের সঙ্গে জড়িয়ে গেল একটি লজ্জাজনক রেকর্ডও। ওয়ানডে ইতিহাসে ২য় উইকেট থেকে ৮ম উইকেট পর্যন্ত সবচেয়ে দ্রুত পতনের দ্বিতীয় সর্বনিম্ন রানের মধ্যে ঘটা রেকর্ডটি এতদিন ছিল যুক্তরাষ্ট্রের দখলে। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেটে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র—৮ রানে ৭ উইকেট। এবার সেই জায়গায় বাংলাদেশের নাম লেখা হলো—মাত্র ৫ রানে ৭ উইকেট!
ম্যাচের ওই সময়ে তাসকিন আহমেদ তখন ড্রেসিংরুমে। কফির কাপ হাতে ডাইনিং থেকে বেলকনিতর ফিরছিলেন। তখনই চোখ কপালে! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচের এমন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, ‘ড্রেসিংরুমে কফি হাতে নিয়ে দেখি ৫ উইকেট পড়ে গেছে। ক্রিকেটে অনেক কিছুই ঘটে। অনিশ্চয়তার খেলা। কিন্তু আমি এটা প্রত্যাশা করিনি যদিও।’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত দ্রুত এমন ব্যাটিং ধস বিরল। বিস্ময় ছড়িয়েছে গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। কেউ বলছেন, ‘এটা কল্পনারও অতীত!’ আবার কেউ লিখেছেন, ‘এমন ব্যাটিংয়ে হারটাই প্রাপ্য। আবার কেউ লিখছেন মিসাঈল গতিতে উইকেট পতন। ’
তবে তাসকিন বিশ্বাস করেন, এই ব্যর্থতা পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত। তিনি বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি—সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। আমরা দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’
এমন বিপর্যয়ের পরও হাল ছাড়তে নারাজ তাসকিন। তাঁর বার্তা, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’
ফুটবল বিশ্বকাপে গত দুই আসরে জায়গা করে নিতে পারেনি ইতালি। অথচ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এবারও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবলের এমন দুঃসময়ে দেশটিকে সুখবর এনে দিল ক্রিকেট৷ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই কিংবদন্তি ইংলিশ ব্যাটার জ্যাক হবস ও সাবেক অধিনায়ক মাইকেল ভনের পাশে বসলেন জো রুট। জসপ্রীত বুমরাকে চার মেরে লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার। হবস ও ভনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠে অসাধারণ কাজটি করলেন রুট। তবে এই সেঞ্চুরির পরই
১২ ঘণ্টা আগেজার্সির জয় আছে এক উইকেট, জয়ের জন্য দরকারও ১ বলে ১ রান। এমন নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে চমকে দিল ইউরোপের দল জার্সি। রোমাঞ্চকর জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল তারা।
১৩ ঘণ্টা আগেপুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছে ৬-৪ গোলে। আরেক সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।
১৫ ঘণ্টা আগে