
এশিয়া কাপের আগে প্রস্তুতি ভালোই হয়েছে পাকিস্তানের। আফগানদের ধবলধোলাই করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বাবর আজমের পাকিস্তান। তবু বাবরদের নিয়ে দুশ্চিন্তা করছেন কামরান আকমল।
শ্রীলঙ্কায় গত পরশু শেষ হয়েছে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। যার মধ্যে প্রথম ওয়ানডেতে ২০১ রান করেও ১৪২ রানে জিতেছেন বাবররা। হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের বিধ্বংসী বোলিংয়ে আফগানরা গুটিয়ে যায় ৫৯ রানে। আর কলম্বোর প্রেমাদাসায় তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৫৯ রানে। পাকিস্তানের দেওয়া ২৬৯ রানের লক্ষ্যে ২০৯ রানে অলআউট হয়ে যায় আফগানরা।
সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডে এই দুই ম্যাচ নিয়ে বেশি দুশ্চিন্তা আকমলের। প্রথমে ব্যাটিং করলেও কোনোটিতেই ৩০০ করতে পারেনি পাকিস্তান। সিরিজে একবারই উদ্বোধনী জুটিতে ৫০ পেরিয়েছিল বাবরের দল। তাছাড়া ছোটোখাটো ধস তো ছিলই। এশিয়া কাপে তাই পাকিস্তানের জন্য লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন আকমল। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘আধুনিক যুগের ক্রিকেটে সব ব্যাটারকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। যদি আমরা এই দলের (আফগানিস্তান) বিপক্ষে ৩০০ রান না করতে পারি তাহলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে কি পারব? এটা আরও কঠিন হবে। পাকিস্তানের জন্য অনুশীলনের দারুণ সুযোগ ছিল। দুটো ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বড় স্কোরের সম্ভাবনা ছিল। ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।’
দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটে জিতেছিল পাকিস্তান। ইমাম, বাবর টপ অর্ডারের দুই ব্যাটারই ফিফটি করেছেন। আর শেষের দিকে ৩৫ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শাদাব খান। যার মধ্যে নাসিমের সঙ্গে নবম উইকেটে ৯ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাদাব। এই ম্যাচ নিয়েও কিঞ্চিৎ হতাশা প্রকাশ করেছেন আকমল, ‘হ্যাঁ, দ্বিতীয় ম্যাচে ৩০০ রান হয়েছে। তবে ব্যাটারদের খেলা শেষ করা উচিত ছিল। ম্যাচ জিতিয়েছে লোয়ার অর্ডার ব্যাটাররা। এটা পাকিস্তান দলের জন্য ইতিবাচক মনে হচ্ছে না।’
৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। এরপর ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবেন বাবররা। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের সেরা দুই দল ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসায় ফাইনাল খেলবে।

এশিয়া কাপের আগে প্রস্তুতি ভালোই হয়েছে পাকিস্তানের। আফগানদের ধবলধোলাই করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বাবর আজমের পাকিস্তান। তবু বাবরদের নিয়ে দুশ্চিন্তা করছেন কামরান আকমল।
শ্রীলঙ্কায় গত পরশু শেষ হয়েছে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। যার মধ্যে প্রথম ওয়ানডেতে ২০১ রান করেও ১৪২ রানে জিতেছেন বাবররা। হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের বিধ্বংসী বোলিংয়ে আফগানরা গুটিয়ে যায় ৫৯ রানে। আর কলম্বোর প্রেমাদাসায় তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৫৯ রানে। পাকিস্তানের দেওয়া ২৬৯ রানের লক্ষ্যে ২০৯ রানে অলআউট হয়ে যায় আফগানরা।
সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডে এই দুই ম্যাচ নিয়ে বেশি দুশ্চিন্তা আকমলের। প্রথমে ব্যাটিং করলেও কোনোটিতেই ৩০০ করতে পারেনি পাকিস্তান। সিরিজে একবারই উদ্বোধনী জুটিতে ৫০ পেরিয়েছিল বাবরের দল। তাছাড়া ছোটোখাটো ধস তো ছিলই। এশিয়া কাপে তাই পাকিস্তানের জন্য লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন আকমল। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘আধুনিক যুগের ক্রিকেটে সব ব্যাটারকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। যদি আমরা এই দলের (আফগানিস্তান) বিপক্ষে ৩০০ রান না করতে পারি তাহলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে কি পারব? এটা আরও কঠিন হবে। পাকিস্তানের জন্য অনুশীলনের দারুণ সুযোগ ছিল। দুটো ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বড় স্কোরের সম্ভাবনা ছিল। ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।’
দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটে জিতেছিল পাকিস্তান। ইমাম, বাবর টপ অর্ডারের দুই ব্যাটারই ফিফটি করেছেন। আর শেষের দিকে ৩৫ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শাদাব খান। যার মধ্যে নাসিমের সঙ্গে নবম উইকেটে ৯ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাদাব। এই ম্যাচ নিয়েও কিঞ্চিৎ হতাশা প্রকাশ করেছেন আকমল, ‘হ্যাঁ, দ্বিতীয় ম্যাচে ৩০০ রান হয়েছে। তবে ব্যাটারদের খেলা শেষ করা উচিত ছিল। ম্যাচ জিতিয়েছে লোয়ার অর্ডার ব্যাটাররা। এটা পাকিস্তান দলের জন্য ইতিবাচক মনে হচ্ছে না।’
৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। এরপর ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবেন বাবররা। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের সেরা দুই দল ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসায় ফাইনাল খেলবে।

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌঁড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩৬ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে