নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটের তিনটি নেন তাইজুল ইসলাম। আজ দ্বিতীয় দিনও দলের রক্ষাকর্তার ভূমিকায় এ বাঁহাতি স্পিনার। স্বাগতিকদের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তাইজুল। এর মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল।
এ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট নেওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি বোলার ছিলেন সাকিব আল হাসান। ২০০৮ সালে প্রোটিয়া সফরে দুবার এই কীর্তি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। এরপর আর কোনো বোলার ৫ উইকেট নিতে পারেননি। ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ দুই উইকেটের প্রথমটি তাইজুল নিয়েছেন বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক ডেলিভারিতে। আগের দিনের অপরাজিত ব্যাটার উইয়ান মুল্ডারকে ফেরান তিনি। বাতাসে ভাসিয়ে দেওয়া বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার পথে মুল্ডারকে অফ স্টাম্পে আঘাত হানে। ৭৭ বলে ৩৩ রান করে আউট হন মুল্ডার। মহারাজের সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠা এ জুটি ভাঙেন তাইজুল।
এ উইকেটের পর সপ্তম উইকেটে আবার জমে যায় মহারাজ আর সাইমন হারমার জুটি। জুটি ভাঙতে আবার এগিয়ে আসতে হলো তাইজুলকে। সকালের দারুণ শুরুর পর বাংলাদেশ বোলিং লাইনআপকে এলোমেলো করে দেন মহারাজ। এবার তাঁকে বোল্ড করে ফেরান তাইজুল। দেশের বাইরে এটি তাঁর দ্বিতীয়বার ৫ উইকেট। সব মিলিয়ে তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ১০ তম পঞ্চম উইকেট।

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটের তিনটি নেন তাইজুল ইসলাম। আজ দ্বিতীয় দিনও দলের রক্ষাকর্তার ভূমিকায় এ বাঁহাতি স্পিনার। স্বাগতিকদের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তাইজুল। এর মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল।
এ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট নেওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি বোলার ছিলেন সাকিব আল হাসান। ২০০৮ সালে প্রোটিয়া সফরে দুবার এই কীর্তি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। এরপর আর কোনো বোলার ৫ উইকেট নিতে পারেননি। ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ দুই উইকেটের প্রথমটি তাইজুল নিয়েছেন বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক ডেলিভারিতে। আগের দিনের অপরাজিত ব্যাটার উইয়ান মুল্ডারকে ফেরান তিনি। বাতাসে ভাসিয়ে দেওয়া বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার পথে মুল্ডারকে অফ স্টাম্পে আঘাত হানে। ৭৭ বলে ৩৩ রান করে আউট হন মুল্ডার। মহারাজের সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠা এ জুটি ভাঙেন তাইজুল।
এ উইকেটের পর সপ্তম উইকেটে আবার জমে যায় মহারাজ আর সাইমন হারমার জুটি। জুটি ভাঙতে আবার এগিয়ে আসতে হলো তাইজুলকে। সকালের দারুণ শুরুর পর বাংলাদেশ বোলিং লাইনআপকে এলোমেলো করে দেন মহারাজ। এবার তাঁকে বোল্ড করে ফেরান তাইজুল। দেশের বাইরে এটি তাঁর দ্বিতীয়বার ৫ উইকেট। সব মিলিয়ে তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ১০ তম পঞ্চম উইকেট।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে