
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পুরস্কারের বন্যায় ভেসে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপাখরা কাটানোর পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে কোটি কোটি রুপি। ক্রিকেটারদের পাশাপাশি দলের অন্যান্য সাপোর্টিং স্টাফও পাচ্ছেন অর্থ পুরস্কার।
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় তা ১৭৬ কোটি টাকা। সেই অর্থ পুরস্কার কীভাবে বণ্টন করা হবে, তা জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে। কোহলি, রোহিত, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজাসহ বিশ্বকাপের ১৫ সদস্যের প্রত্যেকেই পাচ্ছেন ৫ কোটি রুপি করে (বাংলাদেশি ৭ কোটি টাকা)। যেখানে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল—এই তিন ক্রিকেটার কোনো ম্যাচেই ভারতের একাদশে সুযোগ পাননি। রিংকু সিং, আবেশ খান, শুভমান গিল, খলিল আহমেদ—বিশ্বকাপে রিজার্ভে থাকা চার ক্রিকেটারের প্রত্যেকে পাচ্ছেন ১ কোটি ৪১ লাখ টাকা করে। এই চার ক্রিকেটার বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। গিলের নেতৃত্বাধীন ভারত গতকাল হারারেতে ১০০ রানে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় এনেছে।
১৯ ক্রিকেটারসহ বিশ্বকাপে ভারতের বহর ছিল ৪২ সদস্যের। সদ্য বিদায়ী প্রধান কোচ রাহুল দ্রাবিড়সহ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দীলিপ, বোলিং কোচ পরশ মামব্রের প্রত্যেকে সাড়ে ৩ কোটি টাকা করে পাচ্ছেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ১ কোটি ৪০ লাখ টাকা। তিন ফিজিও, তিন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুই ম্যাসাজ বিশেষজ্ঞ, স্ট্রেংথ-কন্ডিশনিং কোচ প্রত্যেকে ২ কোটি ৮২ লাখ টাকা করে পাচ্ছেন। বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘বিসিসিআই থেকে কে কত টাকা পুরস্কার পাচ্ছেন, তা খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের সবাইকে জানানো হয়েছে। আমরা প্রত্যেককেই চালান জমা দিতে বলেছি।’ পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আরও ১১ কোটি রুপি (১৫ কোটি ৪৯ লাখ টাকা) পুরস্কার ঘোষণা দিয়েছেন।
বার্বাডোজের কেনসিংটন ওভালে ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ভারত। এটা ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। ভারতের মতো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে দুবার করে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পুরস্কারের বন্যায় ভেসে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপাখরা কাটানোর পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে কোটি কোটি রুপি। ক্রিকেটারদের পাশাপাশি দলের অন্যান্য সাপোর্টিং স্টাফও পাচ্ছেন অর্থ পুরস্কার।
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় তা ১৭৬ কোটি টাকা। সেই অর্থ পুরস্কার কীভাবে বণ্টন করা হবে, তা জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে। কোহলি, রোহিত, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজাসহ বিশ্বকাপের ১৫ সদস্যের প্রত্যেকেই পাচ্ছেন ৫ কোটি রুপি করে (বাংলাদেশি ৭ কোটি টাকা)। যেখানে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল—এই তিন ক্রিকেটার কোনো ম্যাচেই ভারতের একাদশে সুযোগ পাননি। রিংকু সিং, আবেশ খান, শুভমান গিল, খলিল আহমেদ—বিশ্বকাপে রিজার্ভে থাকা চার ক্রিকেটারের প্রত্যেকে পাচ্ছেন ১ কোটি ৪১ লাখ টাকা করে। এই চার ক্রিকেটার বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। গিলের নেতৃত্বাধীন ভারত গতকাল হারারেতে ১০০ রানে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় এনেছে।
১৯ ক্রিকেটারসহ বিশ্বকাপে ভারতের বহর ছিল ৪২ সদস্যের। সদ্য বিদায়ী প্রধান কোচ রাহুল দ্রাবিড়সহ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দীলিপ, বোলিং কোচ পরশ মামব্রের প্রত্যেকে সাড়ে ৩ কোটি টাকা করে পাচ্ছেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ১ কোটি ৪০ লাখ টাকা। তিন ফিজিও, তিন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুই ম্যাসাজ বিশেষজ্ঞ, স্ট্রেংথ-কন্ডিশনিং কোচ প্রত্যেকে ২ কোটি ৮২ লাখ টাকা করে পাচ্ছেন। বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘বিসিসিআই থেকে কে কত টাকা পুরস্কার পাচ্ছেন, তা খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের সবাইকে জানানো হয়েছে। আমরা প্রত্যেককেই চালান জমা দিতে বলেছি।’ পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আরও ১১ কোটি রুপি (১৫ কোটি ৪৯ লাখ টাকা) পুরস্কার ঘোষণা দিয়েছেন।
বার্বাডোজের কেনসিংটন ওভালে ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ভারত। এটা ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। ভারতের মতো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে দুবার করে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন:

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১২ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২ ঘণ্টা আগে