ক্রীড়া ডেস্ক

ভারত ম্যাচ হলেই যেন আলোচনায় থাকেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে গত বছর তাঁর একটি একটি সিদ্ধান্ত নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। ছয় মাস পর এবার ইংল্যান্ডে তোপের মুখে পড়লেন সৈকত।
এজবাস্টনে গতকাল শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানির সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে পালন করছেন সৈকত। ভারতের ইনিংসের প্রথম ১১ ওভারের মধ্যেই ক্রিস ওকস দুইবার এলবিডব্লিউর আবেদন করলে দুইবারই নাকচ করে দেন সৈকত। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে উইকেট আদায় করতে পারেননি। প্রথমটা হয়েছিল ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে। দ্বিতীয় ঘটনা নিয়েই মূলত আলোচনা চলছে। ১১তম ওভারের চতুর্থ বলে করুণ নায়ার বল ছেড়ে দেন। জোরালো আবেদনে সৈকত সাড়া নিলে রিভিউ নেন স্টোকস। এজবাস্টনের জায়ান্ট স্ক্রিনে নটআউট লেখা উঠলে ওকস যে অশ্রাব্য ভাষায় হতাশা প্রকাশ করেছেন, সেটা স্টাম্প মাইকে ধরা পড়েছে।
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দিনের খেলা শেষে কথা বলেছেন ওকস। ডিআরএসের প্রশংসা করলেও তাঁর মতে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনাটা দরকার। ৩৬ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘ডিআরএস ম্যাচের জন্য ভালো। আগের চেয়ে অনেক সঠিক সিদ্ধান্ত এখন দেওয়া যায়। আমি বলতে চাই যে কোনো ব্যাটার যদি বল ছাড়েন এবং সেটা স্টাম্পে আঘাত হানে, তাহলে সেটা আউট দেওয়া উচিত। সেটা স্টাম্পের যে অংশেই আঘাত করুক না কেন।’
মেলবোর্নে গত বছর বক্সিং ডে টেস্টে যশস্বী জয়সওয়ালকে প্রথমে জোয়েল উইলসন, মাইকেল গফ—দুই মাঠের আম্পায়ারের কেউ আউট দেননি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নিলে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত আউট ঘোষণা করেছিলেন জয়সওয়ালকে। এই আউটের প্রেক্ষিতে সৈকতকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সৈকতকে নিয়ে মজা করে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রবিচন্দ্রন অশ্বিন লিখেছিলেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে।’ অনেকে আবার সৈকতের প্রশংসাও করেছিলেন।
এজবাস্টনেও সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ৮৫ ওভারে ৫ উইকেটে ৩১০ রানে শেষ করেছে প্রথম দিনের খেলা। ভারতীয় অধিনায়ক শুবমান গিল ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত। টেস্টে এটা তাঁর সপ্তম সেঞ্চুরি। গিলের সঙ্গী রবীন্দ্র জাদেজা ৪১ রানে ব্যাটিং করছেন। পঞ্চম উইকেটে গিল-জাদেজা এরই মধ্যে ১৪২ বলে ৯৯ রানের জুটি গড়েছেন।

ভারত ম্যাচ হলেই যেন আলোচনায় থাকেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে গত বছর তাঁর একটি একটি সিদ্ধান্ত নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। ছয় মাস পর এবার ইংল্যান্ডে তোপের মুখে পড়লেন সৈকত।
এজবাস্টনে গতকাল শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানির সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে পালন করছেন সৈকত। ভারতের ইনিংসের প্রথম ১১ ওভারের মধ্যেই ক্রিস ওকস দুইবার এলবিডব্লিউর আবেদন করলে দুইবারই নাকচ করে দেন সৈকত। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে উইকেট আদায় করতে পারেননি। প্রথমটা হয়েছিল ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে। দ্বিতীয় ঘটনা নিয়েই মূলত আলোচনা চলছে। ১১তম ওভারের চতুর্থ বলে করুণ নায়ার বল ছেড়ে দেন। জোরালো আবেদনে সৈকত সাড়া নিলে রিভিউ নেন স্টোকস। এজবাস্টনের জায়ান্ট স্ক্রিনে নটআউট লেখা উঠলে ওকস যে অশ্রাব্য ভাষায় হতাশা প্রকাশ করেছেন, সেটা স্টাম্প মাইকে ধরা পড়েছে।
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দিনের খেলা শেষে কথা বলেছেন ওকস। ডিআরএসের প্রশংসা করলেও তাঁর মতে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনাটা দরকার। ৩৬ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘ডিআরএস ম্যাচের জন্য ভালো। আগের চেয়ে অনেক সঠিক সিদ্ধান্ত এখন দেওয়া যায়। আমি বলতে চাই যে কোনো ব্যাটার যদি বল ছাড়েন এবং সেটা স্টাম্পে আঘাত হানে, তাহলে সেটা আউট দেওয়া উচিত। সেটা স্টাম্পের যে অংশেই আঘাত করুক না কেন।’
মেলবোর্নে গত বছর বক্সিং ডে টেস্টে যশস্বী জয়সওয়ালকে প্রথমে জোয়েল উইলসন, মাইকেল গফ—দুই মাঠের আম্পায়ারের কেউ আউট দেননি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নিলে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত আউট ঘোষণা করেছিলেন জয়সওয়ালকে। এই আউটের প্রেক্ষিতে সৈকতকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সৈকতকে নিয়ে মজা করে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রবিচন্দ্রন অশ্বিন লিখেছিলেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে।’ অনেকে আবার সৈকতের প্রশংসাও করেছিলেন।
এজবাস্টনেও সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ৮৫ ওভারে ৫ উইকেটে ৩১০ রানে শেষ করেছে প্রথম দিনের খেলা। ভারতীয় অধিনায়ক শুবমান গিল ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত। টেস্টে এটা তাঁর সপ্তম সেঞ্চুরি। গিলের সঙ্গী রবীন্দ্র জাদেজা ৪১ রানে ব্যাটিং করছেন। পঞ্চম উইকেটে গিল-জাদেজা এরই মধ্যে ১৪২ বলে ৯৯ রানের জুটি গড়েছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে