আজকের পত্রিকা ডেস্ক

ফরচুন বরিশাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে দারুণ ছন্দে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি এরই মধ্যে দলটি সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অথচ নাজমুল হোসেন শান্তকে দেখাই যাচ্ছে না বরিশালের একাদশে। তামিমকে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলতে হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৮১ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ম্যাচেও একাদশে ছিলেন না শান্ত। এই নিয়ে বিপিএলে টানা ৫ ম্যাচ খেলা হয়নি তাঁর। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম যখন আসেন, তখন শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’
ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তাঁর পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টটি হবে বিপিএল শেষেই।
বিপিএলে শান্তর কম ম্যাচ খেলাটা ক্ষতির কারণ বলে গতকাল জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিমও গত রাতে কথা বলেছেন মিরাজের সুরেই। ফরচুন বরিশাল অধিনায়ক বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমি স্বীকার করছি, তাকে (শান্ত) যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারছি না।’
আরও পড়ুন:

ফরচুন বরিশাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে দারুণ ছন্দে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি এরই মধ্যে দলটি সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অথচ নাজমুল হোসেন শান্তকে দেখাই যাচ্ছে না বরিশালের একাদশে। তামিমকে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলতে হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৮১ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ম্যাচেও একাদশে ছিলেন না শান্ত। এই নিয়ে বিপিএলে টানা ৫ ম্যাচ খেলা হয়নি তাঁর। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম যখন আসেন, তখন শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’
ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তাঁর পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টটি হবে বিপিএল শেষেই।
বিপিএলে শান্তর কম ম্যাচ খেলাটা ক্ষতির কারণ বলে গতকাল জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিমও গত রাতে কথা বলেছেন মিরাজের সুরেই। ফরচুন বরিশাল অধিনায়ক বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমি স্বীকার করছি, তাকে (শান্ত) যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারছি না।’
আরও পড়ুন:

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১১ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে