আজকের পত্রিকা ডেস্ক

ফরচুন বরিশাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে দারুণ ছন্দে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি এরই মধ্যে দলটি সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অথচ নাজমুল হোসেন শান্তকে দেখাই যাচ্ছে না বরিশালের একাদশে। তামিমকে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলতে হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৮১ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ম্যাচেও একাদশে ছিলেন না শান্ত। এই নিয়ে বিপিএলে টানা ৫ ম্যাচ খেলা হয়নি তাঁর। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম যখন আসেন, তখন শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’
ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তাঁর পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টটি হবে বিপিএল শেষেই।
বিপিএলে শান্তর কম ম্যাচ খেলাটা ক্ষতির কারণ বলে গতকাল জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিমও গত রাতে কথা বলেছেন মিরাজের সুরেই। ফরচুন বরিশাল অধিনায়ক বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমি স্বীকার করছি, তাকে (শান্ত) যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারছি না।’
আরও পড়ুন:

ফরচুন বরিশাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে দারুণ ছন্দে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি এরই মধ্যে দলটি সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অথচ নাজমুল হোসেন শান্তকে দেখাই যাচ্ছে না বরিশালের একাদশে। তামিমকে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলতে হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৮১ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ম্যাচেও একাদশে ছিলেন না শান্ত। এই নিয়ে বিপিএলে টানা ৫ ম্যাচ খেলা হয়নি তাঁর। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম যখন আসেন, তখন শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’
ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তাঁর পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টটি হবে বিপিএল শেষেই।
বিপিএলে শান্তর কম ম্যাচ খেলাটা ক্ষতির কারণ বলে গতকাল জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিমও গত রাতে কথা বলেছেন মিরাজের সুরেই। ফরচুন বরিশাল অধিনায়ক বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমি স্বীকার করছি, তাকে (শান্ত) যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারছি না।’
আরও পড়ুন:

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২০ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৩ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে