ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস। দুইয়ে অবস্থান করলে বার্নলি। বার্নলি, লিডসের সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৬। ২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত হামজার দলের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে গতকাল বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। ২৮ মিনিটের সময়ই ধাক্কা খায় শেফিল্ড। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ্য এনে দেন। বার্নলি আরেক মিডফিল্ডার জশ কালেন প্রথমে শট নিলে সেটা শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার কোনোরকমে ফিরিয়ে দিয়েছেন। ফিরতি সুযোগে গোল করেন ব্রাউনহিল।
সমতায় ফিরতে হামজাদের লেগেছে ৯ মিনিট। ৩৭ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ফরোয়ার্ড টমাস ক্যানন। প্রথমার্ধেই এগিয়ে গেছে বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্নলি মিডফিল্ডার ব্রাউনহিল। ম্যাচের এই তিন গোল হয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আর চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
আরও খবর পড়ুন:

ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস। দুইয়ে অবস্থান করলে বার্নলি। বার্নলি, লিডসের সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৬। ২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত হামজার দলের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে গতকাল বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। ২৮ মিনিটের সময়ই ধাক্কা খায় শেফিল্ড। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ্য এনে দেন। বার্নলি আরেক মিডফিল্ডার জশ কালেন প্রথমে শট নিলে সেটা শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার কোনোরকমে ফিরিয়ে দিয়েছেন। ফিরতি সুযোগে গোল করেন ব্রাউনহিল।
সমতায় ফিরতে হামজাদের লেগেছে ৯ মিনিট। ৩৭ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ফরোয়ার্ড টমাস ক্যানন। প্রথমার্ধেই এগিয়ে গেছে বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্নলি মিডফিল্ডার ব্রাউনহিল। ম্যাচের এই তিন গোল হয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আর চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
আরও খবর পড়ুন:

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৬ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৭ ঘণ্টা আগে