ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের বৈরিতা। বিনোদন-খেলা কোনো কিছুই এই আওতার বাইরে নেই। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। পাকিস্তান আয়োজক, কিন্তু সেখানে ভারত খেলতে যায়নি। দুবাইতে হচ্ছে তাদের ম্যাচগুলো। তবে এতটুকুই শেষ নয়। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম।
এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে তারা। আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি একটি প্রাথমিক প্রযুক্তিগত ভুল ছিল, তবে এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।
আইসিসির কাছে পিসিবি ব্যাখ্যা চেয়েছে, কেন বৃহস্পতিবার (গতকাল) দুবাইয়ে ভারত ও বাংলাদেশের ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম ছিল না। টিভি সম্প্রচারের ওপরের বাম কোণে থাকা লোগোতে শুধুমাত্র ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ লেখা ছিল, কিন্তু আয়োজক পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।
করাচিতে উদ্বোধনী পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেও লোগোতে আয়োজক দেশের নাম ছিল। আজ করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও পাকিস্তানের নাম দেখা গেছে। ভারত ও বাংলাদেশের ম্যাচে লোগোর গ্রাফিকসে ভিন্নতা ছিল। এ কারণে পিসিবি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট এবং আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে, সামনে যেন এমনটা আর না ঘটে।
আইসিসি বিশ্বাস করে, এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং বিষয়টি সামনের কোনো ম্যাচকে প্রভাবিত করবে না। যেহেতু উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম লোগোতে ছিল, তাই পিসিবি এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। আইসিসি অবশ্য স্পষ্ট করেছে, ভবিষ্যতে এটি আর হবে না, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ যেখানেই হোক না কেন।

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের বৈরিতা। বিনোদন-খেলা কোনো কিছুই এই আওতার বাইরে নেই। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। পাকিস্তান আয়োজক, কিন্তু সেখানে ভারত খেলতে যায়নি। দুবাইতে হচ্ছে তাদের ম্যাচগুলো। তবে এতটুকুই শেষ নয়। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম।
এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে তারা। আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি একটি প্রাথমিক প্রযুক্তিগত ভুল ছিল, তবে এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।
আইসিসির কাছে পিসিবি ব্যাখ্যা চেয়েছে, কেন বৃহস্পতিবার (গতকাল) দুবাইয়ে ভারত ও বাংলাদেশের ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম ছিল না। টিভি সম্প্রচারের ওপরের বাম কোণে থাকা লোগোতে শুধুমাত্র ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ লেখা ছিল, কিন্তু আয়োজক পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।
করাচিতে উদ্বোধনী পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেও লোগোতে আয়োজক দেশের নাম ছিল। আজ করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও পাকিস্তানের নাম দেখা গেছে। ভারত ও বাংলাদেশের ম্যাচে লোগোর গ্রাফিকসে ভিন্নতা ছিল। এ কারণে পিসিবি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট এবং আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে, সামনে যেন এমনটা আর না ঘটে।
আইসিসি বিশ্বাস করে, এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং বিষয়টি সামনের কোনো ম্যাচকে প্রভাবিত করবে না। যেহেতু উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম লোগোতে ছিল, তাই পিসিবি এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। আইসিসি অবশ্য স্পষ্ট করেছে, ভবিষ্যতে এটি আর হবে না, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ যেখানেই হোক না কেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে