ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের বৈরিতা। বিনোদন-খেলা কোনো কিছুই এই আওতার বাইরে নেই। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। পাকিস্তান আয়োজক, কিন্তু সেখানে ভারত খেলতে যায়নি। দুবাইতে হচ্ছে তাদের ম্যাচগুলো। তবে এতটুকুই শেষ নয়। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম।
এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে তারা। আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি একটি প্রাথমিক প্রযুক্তিগত ভুল ছিল, তবে এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।
আইসিসির কাছে পিসিবি ব্যাখ্যা চেয়েছে, কেন বৃহস্পতিবার (গতকাল) দুবাইয়ে ভারত ও বাংলাদেশের ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম ছিল না। টিভি সম্প্রচারের ওপরের বাম কোণে থাকা লোগোতে শুধুমাত্র ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ লেখা ছিল, কিন্তু আয়োজক পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।
করাচিতে উদ্বোধনী পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেও লোগোতে আয়োজক দেশের নাম ছিল। আজ করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও পাকিস্তানের নাম দেখা গেছে। ভারত ও বাংলাদেশের ম্যাচে লোগোর গ্রাফিকসে ভিন্নতা ছিল। এ কারণে পিসিবি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট এবং আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে, সামনে যেন এমনটা আর না ঘটে।
আইসিসি বিশ্বাস করে, এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং বিষয়টি সামনের কোনো ম্যাচকে প্রভাবিত করবে না। যেহেতু উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম লোগোতে ছিল, তাই পিসিবি এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। আইসিসি অবশ্য স্পষ্ট করেছে, ভবিষ্যতে এটি আর হবে না, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ যেখানেই হোক না কেন।

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের বৈরিতা। বিনোদন-খেলা কোনো কিছুই এই আওতার বাইরে নেই। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। পাকিস্তান আয়োজক, কিন্তু সেখানে ভারত খেলতে যায়নি। দুবাইতে হচ্ছে তাদের ম্যাচগুলো। তবে এতটুকুই শেষ নয়। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম।
এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে তারা। আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি একটি প্রাথমিক প্রযুক্তিগত ভুল ছিল, তবে এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।
আইসিসির কাছে পিসিবি ব্যাখ্যা চেয়েছে, কেন বৃহস্পতিবার (গতকাল) দুবাইয়ে ভারত ও বাংলাদেশের ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম ছিল না। টিভি সম্প্রচারের ওপরের বাম কোণে থাকা লোগোতে শুধুমাত্র ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ লেখা ছিল, কিন্তু আয়োজক পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।
করাচিতে উদ্বোধনী পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেও লোগোতে আয়োজক দেশের নাম ছিল। আজ করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও পাকিস্তানের নাম দেখা গেছে। ভারত ও বাংলাদেশের ম্যাচে লোগোর গ্রাফিকসে ভিন্নতা ছিল। এ কারণে পিসিবি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট এবং আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে, সামনে যেন এমনটা আর না ঘটে।
আইসিসি বিশ্বাস করে, এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং বিষয়টি সামনের কোনো ম্যাচকে প্রভাবিত করবে না। যেহেতু উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম লোগোতে ছিল, তাই পিসিবি এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। আইসিসি অবশ্য স্পষ্ট করেছে, ভবিষ্যতে এটি আর হবে না, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ যেখানেই হোক না কেন।

আবুধাবিতে গত বছরের ১৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার পরই বেশ সাড়া পড়ে যায়। তবে বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের শীতলতার প্রভাব পড়েছে ক্রিকেটেও। মোস্তাফিজকে আইপিএলে ভারতীয় ভক্ত-সমর্থকদের অনেকেই দেখতে চান না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা
১ ঘণ্টা আগে
চাপের মুহূর্তে কীভাবে মাথা ঠাণ্ডা রাখতে হয়, সেটাই যেন সবাইকে দেখিয়ে দিচ্ছেন রিপন মন্ডল। রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে শুরু করে বিপিএল, সব জায়গাতেই রিপন দেখাচ্ছেন তাঁর ঝলক। ডেথ ওভার হোক বা সুপার ওভার, নিখুঁত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
২ ঘণ্টা আগে
সিলেট স্টেডিয়ামে গত রাতে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হাতের নাগালে থাকা ম্যাচ হেরে যায় রংপুর রাইডার্স। সুপার ওভারে সেই ম্যাচ হারের রেশ কাটতে না কাটতেই আজ মাঠে নামতে হবে রংপুরকে। সিলেটে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। ছন্দে থাকা মোস্তাফিজ বিপিএল খেলতে চলে এসেছেন দেশে। দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবির মতে মোস্তাফিজ খেললে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত।
৩ ঘণ্টা আগে