বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ক্রীড়া ডেস্ক
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন। সব ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ২১ মে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়। এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। আর পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ তো ইঙ্গিত দিয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৫ মে ফয়সালাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে ফয়সালাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মে লাহোর
চতুর্থ টি-টোয়েন্টি ১ জুন লাহোর
পঞ্চম টি-টোয়েন্টি ৩ জুন লাহোর
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন। সব ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ২১ মে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়। এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। আর পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ তো ইঙ্গিত দিয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৫ মে ফয়সালাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে ফয়সালাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মে লাহোর
চতুর্থ টি-টোয়েন্টি ১ জুন লাহোর
পঞ্চম টি-টোয়েন্টি ৩ জুন লাহোর
ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কানাডা টানা পঞ্চম জয় তুলে নিয়েছে।
১৮ মিনিট আগেঘুমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ৫ জনই ছিলেন প্রবাসী। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে। শুরুতে ধাক্কা খেলেও সফলতার খোঁজে বাংলাদেশ চোখ রাখতে পারে সুরিনামের দিকে।
১ ঘণ্টা আগেক্লাব বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাত ১টায় রিয়াল খেলকে পাচুয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করেছে তারা। কাল সকাল ৭টায় ম্যানসিটি মাঠে নামবে সৌদির ক্লাব আল আইনের বিপক্ষে।
১ ঘণ্টা আগেআর্জেন্টিনা জিতল সবশেষ ফুটবল বিশ্বকাপ। ফিফা ক্লাব বিশ্বকাপেও লাতিনের দলগুলো যেভাবে দাপট দেখাচ্ছে—তাহলে কি এবার এই টুর্নামেন্টও জিতবে লাতিন আমেরিকার কোনো ক্লাব? এই প্রশ্নে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইসের উত্তর অন্তত ‘হ্যাঁ’।
১ ঘণ্টা আগে