ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালের টিকিট আগে কেটেছিল শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর শেফিল্ডের প্রতিপক্ষ ফাইনালে কে হয়, সেটাই ছিল জানার অপেক্ষা। অবশেষে গত রাতে ফুরোল সেই অপেক্ষা। ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সান্ডারল্যান্ড।
সেমিফাইনালের প্রথম লেগে জেতায় একটু এগিয়ে ছিল সান্ডারল্যান্ড। স্টেডিয়াম অব লাইট স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় লেগে কভেন্ট্রি সিটির বিপক্ষে ড্র করলেই সান্ডারল্যান্ড উঠে যেত ফাইনালে। সান্ডারল্যান্ড ঠিক তা-ই করল। শেষ পর্যন্ত তারা কাটল ফাইনালের টিকিট।
চ্যাম্পিয়নশিপের প্লে-অফের সেমিফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে সান্ডারল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কভেন্ট্রি সিটি। তবে গোলের অনেক সুযোগ হারিয়েছে কভেন্ট্রি। তাদের রক্ষণভাগ অবশ্য দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যায় সান্ডারল্যান্ডের সামনে। সান্ডারল্যান্ড-কভেন্ট্রি দুই দলের সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় থেকে শেষ হয়।
গোলশূন্য অবস্থায় থাকা সান্ডারল্যান্ড-কভেন্ট্রি ম্যাচে প্রথম গোল দেখা যায় ৭৬ মিনিটে। কভেন্ট্রি সিটির ফরোয়ার্ড এফরন ম্যাসন ক্লার্ক করেছেন গোলটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কভেন্ট্রি। দুই লেগ মিলে ২-২ গোল হওয়ার ফলের নিষ্পত্তি হতে সান্ডারল্যান্ড-কভেন্ট্রি ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা যখন, তখনই হয় ‘ম্যাজিক’। ১২০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন সান্ডারল্যান্ড ডিফেন্ডার ড্যানিয়েল ব্যালার্ড। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৩-২ গোলে জিতে ফাইনালে ওঠে দলটি। ওয়েম্বলিতে ২৪ মে চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড-সান্ডারল্যান্ড।
৯ মে চ্যাম্পিয়নশিপের প্লে-অফের সেমিফাইনালের প্রথম লেগে কভেন্ট্রিকে ২-১ গোলে হারিয়েছিল সান্ডারল্যান্ড। ম্যাচটি হয়েছিল কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি অ্যারেনাতে। এর আগে চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় তিনে থেকে শেষ করে শেফিল্ড। ৪৬ ম্যাচে তারা পেয়েছিল ৯০ পয়েন্ট। সমান ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করে লিডস ইউনাইটেড ও বার্নলি। চারে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করা সান্ডারল্যান্ডের পয়েন্ট ছিল ৭৬।

চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালের টিকিট আগে কেটেছিল শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর শেফিল্ডের প্রতিপক্ষ ফাইনালে কে হয়, সেটাই ছিল জানার অপেক্ষা। অবশেষে গত রাতে ফুরোল সেই অপেক্ষা। ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সান্ডারল্যান্ড।
সেমিফাইনালের প্রথম লেগে জেতায় একটু এগিয়ে ছিল সান্ডারল্যান্ড। স্টেডিয়াম অব লাইট স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় লেগে কভেন্ট্রি সিটির বিপক্ষে ড্র করলেই সান্ডারল্যান্ড উঠে যেত ফাইনালে। সান্ডারল্যান্ড ঠিক তা-ই করল। শেষ পর্যন্ত তারা কাটল ফাইনালের টিকিট।
চ্যাম্পিয়নশিপের প্লে-অফের সেমিফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে সান্ডারল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কভেন্ট্রি সিটি। তবে গোলের অনেক সুযোগ হারিয়েছে কভেন্ট্রি। তাদের রক্ষণভাগ অবশ্য দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যায় সান্ডারল্যান্ডের সামনে। সান্ডারল্যান্ড-কভেন্ট্রি দুই দলের সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় থেকে শেষ হয়।
গোলশূন্য অবস্থায় থাকা সান্ডারল্যান্ড-কভেন্ট্রি ম্যাচে প্রথম গোল দেখা যায় ৭৬ মিনিটে। কভেন্ট্রি সিটির ফরোয়ার্ড এফরন ম্যাসন ক্লার্ক করেছেন গোলটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কভেন্ট্রি। দুই লেগ মিলে ২-২ গোল হওয়ার ফলের নিষ্পত্তি হতে সান্ডারল্যান্ড-কভেন্ট্রি ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা যখন, তখনই হয় ‘ম্যাজিক’। ১২০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন সান্ডারল্যান্ড ডিফেন্ডার ড্যানিয়েল ব্যালার্ড। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৩-২ গোলে জিতে ফাইনালে ওঠে দলটি। ওয়েম্বলিতে ২৪ মে চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড-সান্ডারল্যান্ড।
৯ মে চ্যাম্পিয়নশিপের প্লে-অফের সেমিফাইনালের প্রথম লেগে কভেন্ট্রিকে ২-১ গোলে হারিয়েছিল সান্ডারল্যান্ড। ম্যাচটি হয়েছিল কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি অ্যারেনাতে। এর আগে চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় তিনে থেকে শেষ করে শেফিল্ড। ৪৬ ম্যাচে তারা পেয়েছিল ৯০ পয়েন্ট। সমান ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করে লিডস ইউনাইটেড ও বার্নলি। চারে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করা সান্ডারল্যান্ডের পয়েন্ট ছিল ৭৬।

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১৯ মিনিট আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে