ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে চোখ ছিল অনেক ভক্ত-সমর্থকেরই। মেসি এই ম্যাচে খেলেছেনও। কিন্তু ম্যাচের স্কোরলাইন বলে দেয়, ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ কতটা হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকালে শুরু হয়েছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে আল আহলির বিপক্ষে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও কাজের কাজ কিছুই হয়নি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ। যেখানে ইন্টার মায়ামিকে বাঁচিয়েছেন দলটির গোলরক্ষক অস্কার উস্তারি।
প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল আল আহলি। ৪৩ মিনিটে পেনাল্টি পান দলটির ফরোয়ার্ড মাহমুদ ট্রেজেগিয়েট। কিন্তু মায়ামি গোলরক্ষক উস্তারি সেই শট বাঁচিয়ে দিয়েছেন। শুধু এই পেনাল্টি বাঁচানোই নয়, সব মিলিয়ে আটটি সেভ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে উস্তারি পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।
উস্তারির মতো ব্যস্ত সময় কাটিয়েছেন আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউয়ি। ম্যাচে পাঁচটি সেভ করেছেন সেনাউয়ি। যার মধ্যে একটি ছিল ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৬ মিনিটে ইন্টার মায়ামি স্ট্রাইকার লুইস সুয়ারেজের শট। এই গোল হলে মায়ামির জয়ের সম্ভাবনা থাকত অনেক বেশি। তাছাড়া সুয়ারেজের আগে মেসি একটি শট নিলেও সেটা আল আহলির গোলবারে লেগে প্রতিহত হয়েছে।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচ ড্র হওয়ায় ইন্টার মায়ামি, আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ ১৯ জুন পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।

প্রথম ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে চোখ ছিল অনেক ভক্ত-সমর্থকেরই। মেসি এই ম্যাচে খেলেছেনও। কিন্তু ম্যাচের স্কোরলাইন বলে দেয়, ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ কতটা হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকালে শুরু হয়েছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে আল আহলির বিপক্ষে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও কাজের কাজ কিছুই হয়নি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ। যেখানে ইন্টার মায়ামিকে বাঁচিয়েছেন দলটির গোলরক্ষক অস্কার উস্তারি।
প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল আল আহলি। ৪৩ মিনিটে পেনাল্টি পান দলটির ফরোয়ার্ড মাহমুদ ট্রেজেগিয়েট। কিন্তু মায়ামি গোলরক্ষক উস্তারি সেই শট বাঁচিয়ে দিয়েছেন। শুধু এই পেনাল্টি বাঁচানোই নয়, সব মিলিয়ে আটটি সেভ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে উস্তারি পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।
উস্তারির মতো ব্যস্ত সময় কাটিয়েছেন আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউয়ি। ম্যাচে পাঁচটি সেভ করেছেন সেনাউয়ি। যার মধ্যে একটি ছিল ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৬ মিনিটে ইন্টার মায়ামি স্ট্রাইকার লুইস সুয়ারেজের শট। এই গোল হলে মায়ামির জয়ের সম্ভাবনা থাকত অনেক বেশি। তাছাড়া সুয়ারেজের আগে মেসি একটি শট নিলেও সেটা আল আহলির গোলবারে লেগে প্রতিহত হয়েছে।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচ ড্র হওয়ায় ইন্টার মায়ামি, আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ ১৯ জুন পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৭ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে