ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সময়টা ভালোই যাচ্ছে। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সুমাইয়া আকতার, হাবিবা ইসলাম পিংকিদের বাংলাদেশ সেটা করেছে লঙ্কানদের মাঠে। কুয়ালালামপুরে আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি পর্বেও দারুণ খেলছে বাংলাদেশ। কুয়ালালামপুরের রয়েল সেলাঙ্গর ক্লাবে ওয়ার্ম-আপ ম্যাচে পরশু বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সুমাইয়ার নেতৃত্বে বাংলাদেশ আজ রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। রুদ্ধশ্বাস এই জয় এসেছে সুপার ওভারে।
১১৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ জয় তুলে নিতে পারত মূল ম্যাচেই। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ রান। হাতে ছিল ১ উইকেট। এই শেষ বলে রানআউট হয়েছেন নিশিতা আক্তার নিশি। টাই হওয়া ম্যাচ এরপর গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাটিং নিয়ে সুপার ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১১ রান। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনারের ওভারে একটা ছক্কা মেরেছেন সাদিয়া আকতার। ১২ রানের লক্ষ্যে নেমে সুপার ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ৯ রানে আটকে যায়। ২ রানে জয় পায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রথমে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে তারা। তিন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। যাঁদের মধ্যে নরগ্রোভ গোল্ডেন ডাক মেরেছেন। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন পৃথা থানাওয়ালা। ২৪ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা মেরেছেন। বাংলাদেশের মোসাম্মৎ আনিসা আকতার সোবা পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১২ রান।
বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনাল খেলেছে। টি-টোয়েন্টি সংস্করণের সেই ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় ড্র করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হেরেছিল।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সিরিজ জিততে দিলেন না বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সময়টা ভালোই যাচ্ছে। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সুমাইয়া আকতার, হাবিবা ইসলাম পিংকিদের বাংলাদেশ সেটা করেছে লঙ্কানদের মাঠে। কুয়ালালামপুরে আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি পর্বেও দারুণ খেলছে বাংলাদেশ। কুয়ালালামপুরের রয়েল সেলাঙ্গর ক্লাবে ওয়ার্ম-আপ ম্যাচে পরশু বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সুমাইয়ার নেতৃত্বে বাংলাদেশ আজ রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। রুদ্ধশ্বাস এই জয় এসেছে সুপার ওভারে।
১১৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ জয় তুলে নিতে পারত মূল ম্যাচেই। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ রান। হাতে ছিল ১ উইকেট। এই শেষ বলে রানআউট হয়েছেন নিশিতা আক্তার নিশি। টাই হওয়া ম্যাচ এরপর গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাটিং নিয়ে সুপার ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১১ রান। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনারের ওভারে একটা ছক্কা মেরেছেন সাদিয়া আকতার। ১২ রানের লক্ষ্যে নেমে সুপার ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ৯ রানে আটকে যায়। ২ রানে জয় পায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রথমে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে তারা। তিন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। যাঁদের মধ্যে নরগ্রোভ গোল্ডেন ডাক মেরেছেন। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন পৃথা থানাওয়ালা। ২৪ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা মেরেছেন। বাংলাদেশের মোসাম্মৎ আনিসা আকতার সোবা পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১২ রান।
বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনাল খেলেছে। টি-টোয়েন্টি সংস্করণের সেই ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় ড্র করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হেরেছিল।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সিরিজ জিততে দিলেন না বাংলাদেশের মেয়েরা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে