ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পর চার দিন পেরিয়ে গেছে। দুবাইয়ে ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে। তবু শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে আলোচনা থামছে না। এবার তোপ দেগেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
৯ মার্চ ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ ছিলেন। কিন্তু যে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক, তাদের কোনো প্রতিনিধি ছিলেন না। পিসিবি সভাপতি মহসিন নাকভি দুবাইয়ে যাননি ফাইনালের দিন। পিসিবি প্রতিনিধি হিসেবে সুমাইর আহমেদকে পাঠালেও তিনি চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান অংশের জন্য ছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে পিসিবির কেউ না থাকায় সামাজিক মাধ্যমে তৎক্ষণাৎ ক্ষোভ ঝেরেছিলেন শোয়েব আকতার। এবার আকমল নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটি নিয়ে সমালোচনা করেছেন। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আইসিসি আমাদের আয়না দেখিয়েছে। টুর্নামেন্টের পরিচালক (সুমায়ের) সেখানে ছিলেন। তিনি উপস্থিত থাকার কথা ছিল। কেন থাকলেন না তিনি? কারণ, আমাদের সেখানে থাকার কোনো যোগ্যতা নেই।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের ভরাডুবি হয়েছে টুর্নামেন্টে। নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হওয়ার কথা হলেও রাওয়ালপিন্ডির তুমুল বৃষ্টিতে সেটা হতে পারেনি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও রানার্সআপ হয়েছে পাকিস্তান। রিজওয়ান-বাবর আজমদের দল ফাইনালসহ দুই ম্যাচ হেরেছিল কিউইদের কাছে। ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তানের সমালোচনা করে আকমল বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না। কম মানের দলগুলো আমাদের আয়না দেখিয়েছে। পাকিস্তান কীভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে, সেটা কেউ বলছে না। এমন ক্রিকেট যদি খেলি, তাহলে আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে। যদি নিজের জন্য খেলেন, তাহলে কোনো সম্মান পাবেন না।’
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি হলেও টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। তবে টুর্নামেন্টের আয়োজন দেখে আকমলের কাছে মোটেও আইসিসি ইভেন্ট মনে হয়নি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এটা আমাদের ইভেন্ট। আমরা আয়োজন করেছি। ইনিংসের মাঝের বিরতিতে আমাদের কারও যাওয়া উচিত ছিল। আতিফ আসলাম গান গেয়েছেন। তিনি তো যেতে পারতেন। আমাদের দেশের কোনো প্রতিনিধি ছিলেন না। দুবাইয়ে যেভাবে তারা আয়োজন করেছে, তাতে এটাকে একটা আইপিএল ইভেন্ট মনে হয়েছে।’

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পর চার দিন পেরিয়ে গেছে। দুবাইয়ে ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে। তবু শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে আলোচনা থামছে না। এবার তোপ দেগেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
৯ মার্চ ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ ছিলেন। কিন্তু যে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক, তাদের কোনো প্রতিনিধি ছিলেন না। পিসিবি সভাপতি মহসিন নাকভি দুবাইয়ে যাননি ফাইনালের দিন। পিসিবি প্রতিনিধি হিসেবে সুমাইর আহমেদকে পাঠালেও তিনি চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান অংশের জন্য ছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে পিসিবির কেউ না থাকায় সামাজিক মাধ্যমে তৎক্ষণাৎ ক্ষোভ ঝেরেছিলেন শোয়েব আকতার। এবার আকমল নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটি নিয়ে সমালোচনা করেছেন। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আইসিসি আমাদের আয়না দেখিয়েছে। টুর্নামেন্টের পরিচালক (সুমায়ের) সেখানে ছিলেন। তিনি উপস্থিত থাকার কথা ছিল। কেন থাকলেন না তিনি? কারণ, আমাদের সেখানে থাকার কোনো যোগ্যতা নেই।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের ভরাডুবি হয়েছে টুর্নামেন্টে। নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হওয়ার কথা হলেও রাওয়ালপিন্ডির তুমুল বৃষ্টিতে সেটা হতে পারেনি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও রানার্সআপ হয়েছে পাকিস্তান। রিজওয়ান-বাবর আজমদের দল ফাইনালসহ দুই ম্যাচ হেরেছিল কিউইদের কাছে। ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তানের সমালোচনা করে আকমল বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না। কম মানের দলগুলো আমাদের আয়না দেখিয়েছে। পাকিস্তান কীভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে, সেটা কেউ বলছে না। এমন ক্রিকেট যদি খেলি, তাহলে আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে। যদি নিজের জন্য খেলেন, তাহলে কোনো সম্মান পাবেন না।’
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি হলেও টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। তবে টুর্নামেন্টের আয়োজন দেখে আকমলের কাছে মোটেও আইসিসি ইভেন্ট মনে হয়নি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এটা আমাদের ইভেন্ট। আমরা আয়োজন করেছি। ইনিংসের মাঝের বিরতিতে আমাদের কারও যাওয়া উচিত ছিল। আতিফ আসলাম গান গেয়েছেন। তিনি তো যেতে পারতেন। আমাদের দেশের কোনো প্রতিনিধি ছিলেন না। দুবাইয়ে যেভাবে তারা আয়োজন করেছে, তাতে এটাকে একটা আইপিএল ইভেন্ট মনে হয়েছে।’

নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে স্বাগতিক সিলেট শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ ও ৬ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট। আজ মিরাজের দল নামবে হ্যাটট্রিক হার এড়াতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা
৩০ মিনিট আগে
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল থেকে নাম ছাঁটাইয়ের পর বিসিসিআইকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার যে ‘চিহ্ন’টুকু আইপিএলে রয়েছে, সেটাও বেশি দিন টিকবে বলে মনে করছেন না পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান।
২ ঘণ্টা আগে
মাইকেল নেসেরের বল সোজা চালালেন জো রুট। দুই রান নেওয়ার পর হেলমেট ও ব্যাটটা শূন্যে প্রসারিত করলেন রুট। হেলমেটে দিলেন চুমু। সেঞ্চুরির পর হরহামেশা রুট এমনটা করলেও আজকের উপলক্ষ যে আলাদা। তিন অঙ্ক ছুঁয়ে আজ তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসালেন রুট।
২ ঘণ্টা আগে