Ajker Patrika

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২০: ১৭
আজকের পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। ফাইল ছবি
আজকের পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। ফাইল ছবি

ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ফলে ব্যাপারটা আইসিসিতে যাওয়া উচিত—কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন সাকিব আল হাসান। তাঁর এই কথায় ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া হয়েছে। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া এই তারকা অলরাউন্ডার মনে করেন, ব্যাপারটা যদি আইসিসি পর্যন্ত গড়ায়, সে ক্ষেত্রে যেকোনো কিছুই হতে পারে।

সরকারি হস্তক্ষেপের কারণে বিসিবির নির্বাচন হওয়ার আগেই বিতর্কিত হয়ে যায়। ৬ অক্টোবরের সে নির্বাচনে নতুন করে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিতর্কিত নির্বাচনের পর অনেকেই দেশের এই ক্রিকেট বোর্ডকে অবৈধ বলেছেন। বোর্ড যদি ‘অবৈধ’ই হয়, তাহলে তা ভেঙে যেতে পারে জানিয়ে আজকের পত্রিকায় আজ প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে সাকিব আল হাসান বলেছেন, ‘বাংলাদেশে তো সবই সম্ভব। কেউ কেউ (বিএনপিপন্থী সংগঠকেরা) যেহেতু বলেই আসছে যে এটা অবৈধ বোর্ড, ভাঙতেই পারে! আবার যারা আছে (বর্তমান পরিচালনা পর্ষদে), তারা যদি শক্তিশালী হয়ে অভিযোগ করে দেয় আইসিসিতে? এত ভবিষ্যদ্বাণী করার কী আছে? অপেক্ষা করুন। সবই তো দেখা যাবে।’

খেলোয়াড়জীবনে একের পর এক রেকর্ড গড়া সাকিবকে একসময় ভক্ত-সমর্থকেরা ‘রেকর্ড আল হাসান’ বলে ডাকতেন। মাঠের পারফর্মার সাকিব মাঠের বাইরেও নানা ঘটনায় থেকেছেন আলোচনায়। যে কারণে সামাজিক মাধ্যমে ‘শোরুম আল হাসান’, ‘ব্যবসায়ী আল হাসান’ নামেও পরিচিতি রয়েছে তাঁর। বিজ্ঞাপনের শুটিং, এনডোর্সমেন্ট, শোরুম উদ্বোধন, রাজনীতি, ব্যবসাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সেই জীবন কি মিস করেন—এই প্রশ্নে সাকিবের উত্তর, ‘নাহ, কোনোটাই মিস করি না। যখন যে লাইফটা পাই, তখন সেটাই আমার কাছে ভালো। অনেক সময় থাকে, যখন মানুষের অবসর থাকে না। সব সময় মানুষ আবার ব্যস্তও থাকে না। যখন ব্যস্ততা ছিল তো ছিল। এখন আবার অন্য রকম জীবন। আমি এটা মেনে নিতে পারি। আমার এসব নিয়ে খুব একটা সমস্যা হয় না।’

ক্রিকেটার সত্তা ছাপিয়ে সাকিবের রাজনৈতিক পরিচয়টাই সাম্প্রতিক সময়ে অনেক বড় হয়ে উঠেছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো শীর্ষ পর্যায়ের ঘরোয়া টুর্নামেন্ট গত ১৭ মাসে খেলতে পারেননি। শুধু ক্রিকেটেই মনোযোগী হলে এসব সমস্যায় হয়তো পড়তে হতো না তাঁকে। তবে এ নিয়ে নিজের কাছে সাকিবের অবস্থানটা সুষ্পষ্ট। বললেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে, অন্যের কাজে নাক গলানো...অন্যদের কাজে যারা বেশি নাক গলায়, আমার কাছে সেটা সমস্যা না, এটা অন্যদের সমস্যা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

আগামী ৯০ দিন পর্যন্ত বন্ধ হবে না অবৈধ ফোন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

আজকের রাশিফল: বিবাহিত জীবনে ‘তৃতীয় ব্যক্তি’ কড়া নাড়বে, তবে ভয়ের কিছু নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত