ক্রীড়া ডেস্ক

রেকর্ড ভরা ম্যাচ! অভিষেক ওয়ানডের বিশেষ দিনটা ম্যাথু ব্রিটকজে রাঙালেন ১৫০ রানে বিশ্ব রেকর্ড গড়া ইনিংস খেলে। ওয়ানডে অভিষেকে এর চেয়ে বড় ইনিংস নেই আর কারও। ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স অভিষেক ওয়ানডেতে করেছিলেন ১৪৮ রান। কিন্তু কেন উইলিয়ামসনের দিনে ব্রিটকজের এমন অসাধারণ সেঞ্চুরিটা কাজে এল না দক্ষিণ আফ্রিকার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে তারা।
একটা সেঞ্চুরির অপেক্ষায় মি. জেন্টেলম্যান খ্যাত উইলিয়ামসন। ওয়ানডেতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়েছিলেন ম্যানচেস্টারে সেই ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৫ বছর ৬ মাসের অপেক্ষা ফুরোল আজ লাহোরে। উইলিয়ামসনের ১১৩ বলে ১৩৩ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে তাড়া করেছে নিউজিল্যান্ড। টানা দুই জয়ে সিরিজে ফাইনালও নিশ্চিত করেছে কিউইরা।
টস জিতে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নেমে ১১টি চার ও ৫ ছক্কায় ব্রিটকজের ১৪৮ বলে ১৫০, উইয়ান মুল্ডারের ৬০ বলে ও জেসন স্মিথের ৪১ রানে কল্যাণে ৬ উইকেটে ৩০৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দুটি করে উইকেট নিয়েছেন কিউইদের ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি।
উইলিয়ামসন ও ডেভন কনওয়ের দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের জুটিতে অনায়াসে প্রোটিয়াদের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করেছে কিউইরা। ১৩টি চার ও ২টি ছক্কায় উইলিয়ামসন ১১৩ বলে ১৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
১৪ তম ওয়ানডে সেঞ্চুরিতে দ্বিতীয় দ্রুততম ১৫৯ ইনিংসে ৭০০০ রানের রেকর্ডও গড়লেন। ১৫০ ইনিংসে সবচেয়ে দ্রুততম ৭ হাজার রান দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও ৯৭ রানে আউট হয়ে ফিরলেন কনওয়ে। সব মিলিয়ে দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৬১২ রান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

রেকর্ড ভরা ম্যাচ! অভিষেক ওয়ানডের বিশেষ দিনটা ম্যাথু ব্রিটকজে রাঙালেন ১৫০ রানে বিশ্ব রেকর্ড গড়া ইনিংস খেলে। ওয়ানডে অভিষেকে এর চেয়ে বড় ইনিংস নেই আর কারও। ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স অভিষেক ওয়ানডেতে করেছিলেন ১৪৮ রান। কিন্তু কেন উইলিয়ামসনের দিনে ব্রিটকজের এমন অসাধারণ সেঞ্চুরিটা কাজে এল না দক্ষিণ আফ্রিকার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে তারা।
একটা সেঞ্চুরির অপেক্ষায় মি. জেন্টেলম্যান খ্যাত উইলিয়ামসন। ওয়ানডেতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়েছিলেন ম্যানচেস্টারে সেই ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৫ বছর ৬ মাসের অপেক্ষা ফুরোল আজ লাহোরে। উইলিয়ামসনের ১১৩ বলে ১৩৩ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে তাড়া করেছে নিউজিল্যান্ড। টানা দুই জয়ে সিরিজে ফাইনালও নিশ্চিত করেছে কিউইরা।
টস জিতে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নেমে ১১টি চার ও ৫ ছক্কায় ব্রিটকজের ১৪৮ বলে ১৫০, উইয়ান মুল্ডারের ৬০ বলে ও জেসন স্মিথের ৪১ রানে কল্যাণে ৬ উইকেটে ৩০৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দুটি করে উইকেট নিয়েছেন কিউইদের ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি।
উইলিয়ামসন ও ডেভন কনওয়ের দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের জুটিতে অনায়াসে প্রোটিয়াদের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করেছে কিউইরা। ১৩টি চার ও ২টি ছক্কায় উইলিয়ামসন ১১৩ বলে ১৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
১৪ তম ওয়ানডে সেঞ্চুরিতে দ্বিতীয় দ্রুততম ১৫৯ ইনিংসে ৭০০০ রানের রেকর্ডও গড়লেন। ১৫০ ইনিংসে সবচেয়ে দ্রুততম ৭ হাজার রান দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও ৯৭ রানে আউট হয়ে ফিরলেন কনওয়ে। সব মিলিয়ে দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৬১২ রান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৪১ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে