
ছবিটি দেখে যে কেউ ভড়কে যেতেই পারেন। পিপিই, মাথায় স্কার্ফ, মুখে দুই স্তর বিশিষ্ট মাস্ক । ছবির মানুষটি কে, এমন কৌতূহল জাগতেই পারে। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান।
কাল এমন বেশে তোলা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে তিনি লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে যুদ্ধ।’ আসলেই তো যুদ্ধ। সাকিবদের যুদ্ধটা শুধু করোনার বিরুদ্ধে নয়, লড়াই হবে তাদের মাঠেও।
এই করোনাভীতি নিয়েই কাল শুরু হচ্ছে আইপিএলের ১৪তম সংস্করণ। চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই-বেঙ্গালুরু। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ অবশ্য আরও দুদিন পর। ১১ এপ্রিল প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
করোনার মধ্যেই সাকিবরা ঝালিয়ে নিয়েছেন। নিজেরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো না করলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিব ফিরে এসেছেন। বোলিংয়ে ৪ ওভারে ৮ রানে ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে করেছেন ১০ বলে ১৭ রান। আইপিএলে ভালো করতে সাকিব যে উন্মুখ হয়ে আছেন সেটা তাঁর অনুশীলন দেখেই বোঝা গেছে। কদিন আগে এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আইপিএল তিনি এক ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেট নেওয়ার স্বপ্ন দেখেন। ওয়ানডেতে তিন নম্বর ব্যাটিং পজিশনে ধারাবাহিক ভালো করায় সাকিবকে কলকাতা দলেও তিনে দেখতে চান ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এরই মধ্যে উপরে উঠতে শুরু করেছে ভারতেও। সংক্রমণ আর মৃত্যুর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দর্শকশূন্য মাঠে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট পেছাতে বা বাতিল করতে আগ্রহী নন আয়োজকেরা।
এত কঠিন পরিস্থিতিতেই আইপিএল হচ্ছে। পরিস্থিতি যত কঠিনই হোক, কোনো কিছুই যে থেমে থাকে না, সে বার্তাই দিচ্ছে আইপিএল।

ছবিটি দেখে যে কেউ ভড়কে যেতেই পারেন। পিপিই, মাথায় স্কার্ফ, মুখে দুই স্তর বিশিষ্ট মাস্ক । ছবির মানুষটি কে, এমন কৌতূহল জাগতেই পারে। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান।
কাল এমন বেশে তোলা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে তিনি লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে যুদ্ধ।’ আসলেই তো যুদ্ধ। সাকিবদের যুদ্ধটা শুধু করোনার বিরুদ্ধে নয়, লড়াই হবে তাদের মাঠেও।
এই করোনাভীতি নিয়েই কাল শুরু হচ্ছে আইপিএলের ১৪তম সংস্করণ। চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই-বেঙ্গালুরু। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ অবশ্য আরও দুদিন পর। ১১ এপ্রিল প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
করোনার মধ্যেই সাকিবরা ঝালিয়ে নিয়েছেন। নিজেরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো না করলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিব ফিরে এসেছেন। বোলিংয়ে ৪ ওভারে ৮ রানে ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে করেছেন ১০ বলে ১৭ রান। আইপিএলে ভালো করতে সাকিব যে উন্মুখ হয়ে আছেন সেটা তাঁর অনুশীলন দেখেই বোঝা গেছে। কদিন আগে এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আইপিএল তিনি এক ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেট নেওয়ার স্বপ্ন দেখেন। ওয়ানডেতে তিন নম্বর ব্যাটিং পজিশনে ধারাবাহিক ভালো করায় সাকিবকে কলকাতা দলেও তিনে দেখতে চান ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এরই মধ্যে উপরে উঠতে শুরু করেছে ভারতেও। সংক্রমণ আর মৃত্যুর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দর্শকশূন্য মাঠে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট পেছাতে বা বাতিল করতে আগ্রহী নন আয়োজকেরা।
এত কঠিন পরিস্থিতিতেই আইপিএল হচ্ছে। পরিস্থিতি যত কঠিনই হোক, কোনো কিছুই যে থেমে থাকে না, সে বার্তাই দিচ্ছে আইপিএল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে