
ফাইনালে উঠে ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রমাণ করেছে, টুর্নামেন্টের সেরা দল তারাই। ২০ দলের টুর্নামেন্টে অজেয় থাকাটাও মাঠে তাদের দাপটের কথা বলে। তো দাপুটে দুই দলের ফাইনালে আজ জিতবে কে–এই প্রশ্নের উত্তরের খোঁজেই ক্রিকেট বিশ্বের দৃষ্টি আজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালের ফাইনালে।
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল ভারত। দক্ষিণ আফ্রিকার অবস্থান ৫ নম্বরে। শুধু র্যাঙ্কিং নয়, লড়াইয়ের অতীত রেকর্ডেও এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের ২৬ সাক্ষাতের ১৪টিতে জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার জয় ১১টিতে। বিশ্বকাপের মঞ্চে অতীত সাফল্যেও এগিয়ে ভারত। দুবার ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে কাটা পড়ার পর এই প্রথম উঠে এসেছে বিশ্বকাপের ফাইনালে।
কিন্তু খেলাটা যেখানে টি-টোয়েন্টি, সেখানে র্যাঙ্কিং কিংবা রেকর্ডে এগিয়ে থাকার সুখস্মৃতি কোনোই কাজে আসে না। মাথা ঠান্ডা রেখে ব্যাটিং-বোলিংয়ে যারা ভালো শুরু করবে, দিনটি হবে তাদেরই। শুরুতেই একবার পা হড়কালে টি-টোয়েন্টিতে ফিরে আসার সুযোগ খুব কম। আর সেরা দুই দলের লড়াইয়ে তো সেই সুযোগ আরও ক্ষীণ। কেউ একবার চাপে পড়ে গেল সেই চাপকে পুঁজি বানানোর সুযোগ নেবে প্রতিপক্ষ।
আগে কখনো বিশ্বকাপের ফাইনাল না খেললেও এবার ফাইনালে উঠে শিরোপার গন্ধ শুঁকতে শুরু করেছে প্রোটিয়ারা। আফগানদের হারিয়ে ফাইনালে পা রাখার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম তো বলেই দিয়েছেন, হানসি ক্রনিয়ে, শন পোলক, ল্যান্স ক্লুজনার, এবি ডি ভিলিয়ার্স—যাঁরা দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে পারেননি, তাঁদের জন্যই জিততে চান শিরোপা। মার্করামের ভাষায়, ‘তাঁরা এই খেলার কিংবদন্তি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কিংবদন্তি। আমার দৃষ্টিতে, তাঁরা ফাইনাল খেললেন কি খেললেন না, তা বড় বিবেচ্য নয়। কারণ, তাঁরাই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে আমাদের অনুপ্রাণিত করেছেন।
তাঁদের কারণেই আমাদের আগে যাঁরা খেলেছেন, তাঁদের সবারই প্রতিনিধিত্বের চেষ্টা করছি। তাই (ফাইনালে উঠে) তাঁদের গর্বিত করতে পেরে আমরা আনন্দিত। তবে এখনো আমাদের একটা ধাপ পেরোনোর বাকি।’ সেই ধাপটা যে ট্রফি জয়, সেটি বললেন দলটি তারকা স্পিনার তাবরেজ শামসি, ‘আমরা কেবল ফাইনালে উঠতে আসিনি; এখানে অন্য সব দলের মতো ফাইনাল জিততেই এসেছি।’
ফাইনাল জিততে চান রোহিত শর্মারাও। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর তাঁরা বড় কোনো শিরোপা জিততে পারেননি। ১৭ বছরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপও। আজকের ফাইনাল জিতেই দীর্ঘদিনের শিরোপা-বন্ধ্যত্ব ঘোচাতে চান রোহিত-কোহলিরা। কি ব্যাটিং, কি বোলিং—সব দিক থেকে এবারের ভারত অসাধারণ একটা দল; দারুণ ভারসাম্যপূর্ণ। তাই ভারতকে নিয়ে দেশটির মানুষের প্রত্যাশার চাপটাও বেশি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর রোহিত অকপটে বললেন, ‘ভারতীয় দল সব সময় চাপের মধ্যে থাকে। এটাই বাস্তবতা। দল যে শুধু এই মুহূর্তে চাপের মধ্যে আছে তা নয়, যখন আমি খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে।’ সেই চাপ রোহিত দলের ওপর থেকে নামিয়ে ফেলতে চান আজকের ফাইনাল জিতে। পারবে ভারত?

ফাইনালে উঠে ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রমাণ করেছে, টুর্নামেন্টের সেরা দল তারাই। ২০ দলের টুর্নামেন্টে অজেয় থাকাটাও মাঠে তাদের দাপটের কথা বলে। তো দাপুটে দুই দলের ফাইনালে আজ জিতবে কে–এই প্রশ্নের উত্তরের খোঁজেই ক্রিকেট বিশ্বের দৃষ্টি আজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালের ফাইনালে।
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল ভারত। দক্ষিণ আফ্রিকার অবস্থান ৫ নম্বরে। শুধু র্যাঙ্কিং নয়, লড়াইয়ের অতীত রেকর্ডেও এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের ২৬ সাক্ষাতের ১৪টিতে জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার জয় ১১টিতে। বিশ্বকাপের মঞ্চে অতীত সাফল্যেও এগিয়ে ভারত। দুবার ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে কাটা পড়ার পর এই প্রথম উঠে এসেছে বিশ্বকাপের ফাইনালে।
কিন্তু খেলাটা যেখানে টি-টোয়েন্টি, সেখানে র্যাঙ্কিং কিংবা রেকর্ডে এগিয়ে থাকার সুখস্মৃতি কোনোই কাজে আসে না। মাথা ঠান্ডা রেখে ব্যাটিং-বোলিংয়ে যারা ভালো শুরু করবে, দিনটি হবে তাদেরই। শুরুতেই একবার পা হড়কালে টি-টোয়েন্টিতে ফিরে আসার সুযোগ খুব কম। আর সেরা দুই দলের লড়াইয়ে তো সেই সুযোগ আরও ক্ষীণ। কেউ একবার চাপে পড়ে গেল সেই চাপকে পুঁজি বানানোর সুযোগ নেবে প্রতিপক্ষ।
আগে কখনো বিশ্বকাপের ফাইনাল না খেললেও এবার ফাইনালে উঠে শিরোপার গন্ধ শুঁকতে শুরু করেছে প্রোটিয়ারা। আফগানদের হারিয়ে ফাইনালে পা রাখার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম তো বলেই দিয়েছেন, হানসি ক্রনিয়ে, শন পোলক, ল্যান্স ক্লুজনার, এবি ডি ভিলিয়ার্স—যাঁরা দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে পারেননি, তাঁদের জন্যই জিততে চান শিরোপা। মার্করামের ভাষায়, ‘তাঁরা এই খেলার কিংবদন্তি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কিংবদন্তি। আমার দৃষ্টিতে, তাঁরা ফাইনাল খেললেন কি খেললেন না, তা বড় বিবেচ্য নয়। কারণ, তাঁরাই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে আমাদের অনুপ্রাণিত করেছেন।
তাঁদের কারণেই আমাদের আগে যাঁরা খেলেছেন, তাঁদের সবারই প্রতিনিধিত্বের চেষ্টা করছি। তাই (ফাইনালে উঠে) তাঁদের গর্বিত করতে পেরে আমরা আনন্দিত। তবে এখনো আমাদের একটা ধাপ পেরোনোর বাকি।’ সেই ধাপটা যে ট্রফি জয়, সেটি বললেন দলটি তারকা স্পিনার তাবরেজ শামসি, ‘আমরা কেবল ফাইনালে উঠতে আসিনি; এখানে অন্য সব দলের মতো ফাইনাল জিততেই এসেছি।’
ফাইনাল জিততে চান রোহিত শর্মারাও। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর তাঁরা বড় কোনো শিরোপা জিততে পারেননি। ১৭ বছরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপও। আজকের ফাইনাল জিতেই দীর্ঘদিনের শিরোপা-বন্ধ্যত্ব ঘোচাতে চান রোহিত-কোহলিরা। কি ব্যাটিং, কি বোলিং—সব দিক থেকে এবারের ভারত অসাধারণ একটা দল; দারুণ ভারসাম্যপূর্ণ। তাই ভারতকে নিয়ে দেশটির মানুষের প্রত্যাশার চাপটাও বেশি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর রোহিত অকপটে বললেন, ‘ভারতীয় দল সব সময় চাপের মধ্যে থাকে। এটাই বাস্তবতা। দল যে শুধু এই মুহূর্তে চাপের মধ্যে আছে তা নয়, যখন আমি খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে।’ সেই চাপ রোহিত দলের ওপর থেকে নামিয়ে ফেলতে চান আজকের ফাইনাল জিতে। পারবে ভারত?

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে