ক্রীড়া ডেস্ক

চোটে আক্রান্ত হয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই খেলোয়াড় ছিটকে যাচ্ছেন অহরহ। ১১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের দল ঘোষণার শেষ দিনে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তানকে পরিবর্তন আনতে হয়েছে। সেই সময়সীমা পেরোনোর পর এবার চোটের থাবায় ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এক ক্রিকেটার।
বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় করাচিতে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন বেন সিয়ার্স। তাঁর পরিবর্তে আইসিসি ইভেন্টের দলে নিউজিল্যান্ড নিয়েছে জ্যাকব ডাফিকে। করাচিতে গতকাল অনুশীলন সেশনের সময় বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সিয়ার্স। তিনি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন। চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২ ওয়ানডে খেলেছেন সিয়ার্স। তবে ২৭ বছর বয়সী নিউজিল্যান্ডের পেসার এই সংস্করণে কোনো উইকেট পাননি।
ডাফির প্রথমে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল। সিয়ার্সের চোট তো ডাফির চ্যাম্পিয়নস ট্রফির দরজা খুলে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে আজ ফাইনালে নিউজিল্যান্ডের একাদশেও আছেন ডাফি। এটা তাঁর ক্যারিয়ারের ১১তম ওয়ানডে। এখন পর্যন্ত এই সংস্করণে ৬.২৫ ইকোনমিতে নিয়েছেন ১৮ উইকেট। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই হেসেখেলে হারিয়েছে নিউজিল্যান্ড। লাহোরে ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে শেষ ১০ ওভারে ১২৩ রান নিয়েছিল কিউইরা। গ্লেন ফিলিপস ৭৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটাই তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
লাহোরে ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় কিউইরা। দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকের রেকর্ড গড়া ১৫০ রান ভেস্তে গিয়েছিল। ১১৩ বলে ১৩৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন কেইন উইলিয়ামসন।

চোটে আক্রান্ত হয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই খেলোয়াড় ছিটকে যাচ্ছেন অহরহ। ১১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের দল ঘোষণার শেষ দিনে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তানকে পরিবর্তন আনতে হয়েছে। সেই সময়সীমা পেরোনোর পর এবার চোটের থাবায় ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এক ক্রিকেটার।
বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় করাচিতে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন বেন সিয়ার্স। তাঁর পরিবর্তে আইসিসি ইভেন্টের দলে নিউজিল্যান্ড নিয়েছে জ্যাকব ডাফিকে। করাচিতে গতকাল অনুশীলন সেশনের সময় বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সিয়ার্স। তিনি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন। চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২ ওয়ানডে খেলেছেন সিয়ার্স। তবে ২৭ বছর বয়সী নিউজিল্যান্ডের পেসার এই সংস্করণে কোনো উইকেট পাননি।
ডাফির প্রথমে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল। সিয়ার্সের চোট তো ডাফির চ্যাম্পিয়নস ট্রফির দরজা খুলে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে আজ ফাইনালে নিউজিল্যান্ডের একাদশেও আছেন ডাফি। এটা তাঁর ক্যারিয়ারের ১১তম ওয়ানডে। এখন পর্যন্ত এই সংস্করণে ৬.২৫ ইকোনমিতে নিয়েছেন ১৮ উইকেট। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই হেসেখেলে হারিয়েছে নিউজিল্যান্ড। লাহোরে ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে শেষ ১০ ওভারে ১২৩ রান নিয়েছিল কিউইরা। গ্লেন ফিলিপস ৭৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটাই তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
লাহোরে ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় কিউইরা। দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকের রেকর্ড গড়া ১৫০ রান ভেস্তে গিয়েছিল। ১১৩ বলে ১৩৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন কেইন উইলিয়ামসন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে