ক্রীড়া ডেস্ক

থ্রিলার মুভির গল্পকেও যেন হার মানিয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
সবাই যখন ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় ব্যস্ত, তখন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর তো চুপ করে বসে থাকতে পারেন না। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অধীনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়সহ ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু টেস্টে সে অর্থে সাফল্য ছিল না তাঁর। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত যেখানে এক পা দিয়ে রেখেছিল, সেই অবস্থায় তারা পা হড়কেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই, বোর্ডার গাভাস্কার ট্রফিতে হার—টেস্টে গম্ভীরের অধীনে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী হচ্ছিল।
We’ll win some, we’ll lose some…. but we’ll NEVER surrender! 🇮🇳 Well done boys! pic.twitter.com/lZ5pk4C4A5
— Gautam Gambhir (@GautamGambhir) August 4, 2025
এবারের ইংল্যান্ড সফরের প্রথম চার ম্যাচে ভারত হেরেছে দুই ম্যাচে। জিতেছে কেবল একটিতে। ড্র হয়েছে এক ম্যাচ। সিরিজ বাঁচাতে ওভালে জিততেই হতো ভারতকে। যে ভারত হেডিংলি, লর্ডসে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি, তাদের জন্য ওভাল জয় করা অনেক কঠিনই। অবশেষে গতকাল শেষ দিনে পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ ড্র করল ভারত। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গম্ভীর ওভালে ভারতের উদযাপনের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন। ভারতের প্রধান কোচ ক্যাপশন দিয়েছেন, ‘আমরা কিছু জিতব। কিছু হারব। তবে কখনোই আত্মসমর্পণ করব না। ছেলেরা দারুণ খেলেছে।’
টেস্ট ক্রিকেট যে ঘন ঘন রং বদলায়, ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট তার জলজ্যান্ত উদাহরণ। ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাতে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ৩৫ রান যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, সেখান থেকে ভারত পায় ৬ রানের নাটকীয় জয়। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতের প্রশংসা করে শচীন টেন্ডুলকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আসলেই শিহরণ জাগানোর মতো ব্যাপার। সিরিজ ২-২ হলো। পারফরম্যান্স দশে দশ। ভারতের সবাই সুপারম্যান। কী দারুণ জয়।’
গাস অ্যাটকিনসনকে গতকাল মোহাম্মদ সিরাজ বোল্ড করতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ধারাভাষ্যকক্ষে তখন সিরাজকে প্রশংসায় ভাসাচ্ছেন মাইকেল আথারটন। ১৯০ রানে ৯ উইকেট নিয়ে ওভাল টেস্টের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার। সিরাজের প্রশংসা তো সৌরভ গাঙ্গুলী করেছেনই। সৌরভ প্রশংসায় ভাসিয়েছেন যশস্বী জয়সওয়াল, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপকেও। এক্সে সৌরভ লিখেছেন, ‘ভারত দারুণ খেলেছে। টেস্ট ক্রিকেট এখনো সেরা সংস্করণ। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের কোচ ও সবাইকে অভিনন্দন। সিরাজ বিশ্বের যে কোনো ভেন্যুতেই দলকে মাথা নত করতে দেয় না। দেখে অসাধারণ লাগল। প্রসিধ, আকাশ দীপ, জয়সওয়াল দারুণ খেলেছে।’
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গিল। সিরিজে সর্বোচ্চ ৭৫৪ রান করে পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। চার ফিফটির চারটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। ব্যাটিং করেছেন ৭৫.৪০ গড়ে। টেস্ট ক্যারিয়ারের সেরা ২৬৯ রানের ইনিংস খেলেছেন এজবাস্টনে। জয়সওয়ালও এই সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন। প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ এই সিরিজে নিয়েছেন ১৪ ও ১৩ উইকেট।
গিলের পাশাপাশি হ্যারি ব্রুকও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ৫৩.৪৪ গড় ও ৮১.৩৮ স্ট্রাইকরেটে ৪৮১ রান করেছেন ব্রুক। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। গিলের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেছেন রুট। তিন সেঞ্চুরি ও এক ফিফটি এসেছে রুটের ব্যাট থেকে। গিল, রুটসহ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন চার ব্যাটার। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা করেছেন ৫৩২ ও ৫১৬ রান।
আরও পড়ুন:

থ্রিলার মুভির গল্পকেও যেন হার মানিয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
সবাই যখন ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় ব্যস্ত, তখন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর তো চুপ করে বসে থাকতে পারেন না। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অধীনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়সহ ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু টেস্টে সে অর্থে সাফল্য ছিল না তাঁর। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত যেখানে এক পা দিয়ে রেখেছিল, সেই অবস্থায় তারা পা হড়কেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই, বোর্ডার গাভাস্কার ট্রফিতে হার—টেস্টে গম্ভীরের অধীনে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী হচ্ছিল।
We’ll win some, we’ll lose some…. but we’ll NEVER surrender! 🇮🇳 Well done boys! pic.twitter.com/lZ5pk4C4A5
— Gautam Gambhir (@GautamGambhir) August 4, 2025
এবারের ইংল্যান্ড সফরের প্রথম চার ম্যাচে ভারত হেরেছে দুই ম্যাচে। জিতেছে কেবল একটিতে। ড্র হয়েছে এক ম্যাচ। সিরিজ বাঁচাতে ওভালে জিততেই হতো ভারতকে। যে ভারত হেডিংলি, লর্ডসে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি, তাদের জন্য ওভাল জয় করা অনেক কঠিনই। অবশেষে গতকাল শেষ দিনে পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ ড্র করল ভারত। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গম্ভীর ওভালে ভারতের উদযাপনের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন। ভারতের প্রধান কোচ ক্যাপশন দিয়েছেন, ‘আমরা কিছু জিতব। কিছু হারব। তবে কখনোই আত্মসমর্পণ করব না। ছেলেরা দারুণ খেলেছে।’
টেস্ট ক্রিকেট যে ঘন ঘন রং বদলায়, ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট তার জলজ্যান্ত উদাহরণ। ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাতে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ৩৫ রান যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, সেখান থেকে ভারত পায় ৬ রানের নাটকীয় জয়। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতের প্রশংসা করে শচীন টেন্ডুলকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আসলেই শিহরণ জাগানোর মতো ব্যাপার। সিরিজ ২-২ হলো। পারফরম্যান্স দশে দশ। ভারতের সবাই সুপারম্যান। কী দারুণ জয়।’
গাস অ্যাটকিনসনকে গতকাল মোহাম্মদ সিরাজ বোল্ড করতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ধারাভাষ্যকক্ষে তখন সিরাজকে প্রশংসায় ভাসাচ্ছেন মাইকেল আথারটন। ১৯০ রানে ৯ উইকেট নিয়ে ওভাল টেস্টের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার। সিরাজের প্রশংসা তো সৌরভ গাঙ্গুলী করেছেনই। সৌরভ প্রশংসায় ভাসিয়েছেন যশস্বী জয়সওয়াল, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপকেও। এক্সে সৌরভ লিখেছেন, ‘ভারত দারুণ খেলেছে। টেস্ট ক্রিকেট এখনো সেরা সংস্করণ। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের কোচ ও সবাইকে অভিনন্দন। সিরাজ বিশ্বের যে কোনো ভেন্যুতেই দলকে মাথা নত করতে দেয় না। দেখে অসাধারণ লাগল। প্রসিধ, আকাশ দীপ, জয়সওয়াল দারুণ খেলেছে।’
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গিল। সিরিজে সর্বোচ্চ ৭৫৪ রান করে পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। চার ফিফটির চারটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। ব্যাটিং করেছেন ৭৫.৪০ গড়ে। টেস্ট ক্যারিয়ারের সেরা ২৬৯ রানের ইনিংস খেলেছেন এজবাস্টনে। জয়সওয়ালও এই সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন। প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ এই সিরিজে নিয়েছেন ১৪ ও ১৩ উইকেট।
গিলের পাশাপাশি হ্যারি ব্রুকও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ৫৩.৪৪ গড় ও ৮১.৩৮ স্ট্রাইকরেটে ৪৮১ রান করেছেন ব্রুক। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। গিলের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেছেন রুট। তিন সেঞ্চুরি ও এক ফিফটি এসেছে রুটের ব্যাট থেকে। গিল, রুটসহ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন চার ব্যাটার। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা করেছেন ৫৩২ ও ৫১৬ রান।
আরও পড়ুন:

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৬ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
১০ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে