ক্রীড়া ডেস্ক

জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি জসপ্রীত বুমরাকে। কারণ, পিঠের চোট যে তাঁকে বড্ড ভোগাচ্ছে। ২০২৫ আইপিএলেও ভারতীয় এই পেসার পুরোটা সময় খেলতে পারবেন না।
২২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এদিকে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই ইন্ডিয়ানস দলে বুমরা এপ্রিলের শুরুতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিম থেকে ছাড়পত্র পাওয়া সাপেক্ষে সবকিছু নির্ভর করছে। এমনটা হলে মুম্বাইয়ের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না বুমরা। ২৩ মার্চ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৯ ও ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই মাসের শেষ দুই ম্যাচ খেলবে মুম্বাই।
এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।
এর আগে পিঠের চোটে পড়ায় ২০২৩ আইপিএল মিস করেছেন বুমরা। এবারের আইপিএলেও ঠিক কবে মাঠে ফিরবেন ভারতীয় তারকা পেসার, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০১৩ থেকে এখন পর্যন্ত আইপিএলে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। বোলিং করেছেন ৭.৩০ ইকোনমিতে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই খেলছেন।

জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি জসপ্রীত বুমরাকে। কারণ, পিঠের চোট যে তাঁকে বড্ড ভোগাচ্ছে। ২০২৫ আইপিএলেও ভারতীয় এই পেসার পুরোটা সময় খেলতে পারবেন না।
২২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এদিকে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই ইন্ডিয়ানস দলে বুমরা এপ্রিলের শুরুতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিম থেকে ছাড়পত্র পাওয়া সাপেক্ষে সবকিছু নির্ভর করছে। এমনটা হলে মুম্বাইয়ের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না বুমরা। ২৩ মার্চ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৯ ও ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই মাসের শেষ দুই ম্যাচ খেলবে মুম্বাই।
এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।
এর আগে পিঠের চোটে পড়ায় ২০২৩ আইপিএল মিস করেছেন বুমরা। এবারের আইপিএলেও ঠিক কবে মাঠে ফিরবেন ভারতীয় তারকা পেসার, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০১৩ থেকে এখন পর্যন্ত আইপিএলে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। বোলিং করেছেন ৭.৩০ ইকোনমিতে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই খেলছেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে