ক্রীড়া ডেস্ক

আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে অন্যান্য বিষয়েও তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। এবার ব্রাজিল দলে জায়গা না পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে কোচ কার্লো আনচেলত্তির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
প্রায় ২৩ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নেইমারের। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। কিন্তু ২৫ আগস্ট ২৫ জনের দল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ঘোষণা করলে সেখানে নেইমারের নাম পাওয়া যায়নি। তাঁর বাদ পড়ার ব্যাখ্যায় বলা হয়েছিল চোটের কথা।
দল ঘোষণার এক সপ্তাহ পর বিস্ফোরক মন্তব্য করলেন নেইমার। ফ্লুমিনেন্সের বিপক্ষে গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। সান্তোস-ফ্লুমিনেস ম্যাচ ড্রয়ের পর ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘মাংসপেশিতে সামান্য একটু সমস্যা ছিল। তবে সেটা মারাত্মক নয়। এমনটা হলে আমি তো আজ (গতকাল) খেলতে পারতাম না। কিন্তু আমি তো আজ খেলেছি।’
২৪ ও ৩১ আগস্ট সান্তোস নিজেদের সর্বশেষ দুই ম্যাচ খেলেছে বাহিয়া ও ফ্লুমিনেন্সের বিপক্ষে। সেই দুই ম্যাচের মধ্যে বাহিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। ফ্লুমিনেন্সের বিপক্ষে গতকাল ম্যাচের পর ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘বাহিয়ার বিপক্ষে ২৪ আগস্ট খেলার সুযোগ ছিল না। কয়েকটা অনুশীলন করার পর বাদ দেওয়া হয়েছিল। পরে বিশ্রামই দেওয়া হয়েছিল আমাকে।’
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য কেন তাঁকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যায় কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার সামান্য চোটে পড়েছে। নেইমারকে মূল্যায়নের দরকার নেই আমাদের। জাতীয় দলের জন্য তাকে সেরা অবস্থায় পাওয়া দরকার।’ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। মারাকানায় ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচ। মিউনিসিপাল এল আলতো স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ।
চোটের সঙ্গে লড়তে লড়তে গত দুই বছর নেইমার বেশ ক্লান্ত। এ কারণে ২০২৩ সালের আগস্টে আল হিলালে দুই বছরের চুক্তিতে গেলেও এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। শৈশবের ক্লাব সান্তোসে ফিরেও বারবার চোটে আক্রান্ত হয়েছেন এই ফরোয়ার্ড। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।
আরও পড়ুন:
‘নেইমারকে দেখিয়ে দিতে হবে সে এখনো ফুরিয়ে যায়নি’

আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে অন্যান্য বিষয়েও তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। এবার ব্রাজিল দলে জায়গা না পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে কোচ কার্লো আনচেলত্তির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
প্রায় ২৩ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নেইমারের। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। কিন্তু ২৫ আগস্ট ২৫ জনের দল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ঘোষণা করলে সেখানে নেইমারের নাম পাওয়া যায়নি। তাঁর বাদ পড়ার ব্যাখ্যায় বলা হয়েছিল চোটের কথা।
দল ঘোষণার এক সপ্তাহ পর বিস্ফোরক মন্তব্য করলেন নেইমার। ফ্লুমিনেন্সের বিপক্ষে গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। সান্তোস-ফ্লুমিনেস ম্যাচ ড্রয়ের পর ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘মাংসপেশিতে সামান্য একটু সমস্যা ছিল। তবে সেটা মারাত্মক নয়। এমনটা হলে আমি তো আজ (গতকাল) খেলতে পারতাম না। কিন্তু আমি তো আজ খেলেছি।’
২৪ ও ৩১ আগস্ট সান্তোস নিজেদের সর্বশেষ দুই ম্যাচ খেলেছে বাহিয়া ও ফ্লুমিনেন্সের বিপক্ষে। সেই দুই ম্যাচের মধ্যে বাহিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। ফ্লুমিনেন্সের বিপক্ষে গতকাল ম্যাচের পর ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘বাহিয়ার বিপক্ষে ২৪ আগস্ট খেলার সুযোগ ছিল না। কয়েকটা অনুশীলন করার পর বাদ দেওয়া হয়েছিল। পরে বিশ্রামই দেওয়া হয়েছিল আমাকে।’
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য কেন তাঁকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যায় কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার সামান্য চোটে পড়েছে। নেইমারকে মূল্যায়নের দরকার নেই আমাদের। জাতীয় দলের জন্য তাকে সেরা অবস্থায় পাওয়া দরকার।’ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। মারাকানায় ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচ। মিউনিসিপাল এল আলতো স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ।
চোটের সঙ্গে লড়তে লড়তে গত দুই বছর নেইমার বেশ ক্লান্ত। এ কারণে ২০২৩ সালের আগস্টে আল হিলালে দুই বছরের চুক্তিতে গেলেও এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। শৈশবের ক্লাব সান্তোসে ফিরেও বারবার চোটে আক্রান্ত হয়েছেন এই ফরোয়ার্ড। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।
আরও পড়ুন:
‘নেইমারকে দেখিয়ে দিতে হবে সে এখনো ফুরিয়ে যায়নি’

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১১ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১২ ঘণ্টা আগে