ক্রীড়া ডেস্ক

‘জাতীয় দলে খেলার জন্য আমি প্রস্তুত। বাকিটা কোচিং স্টাফের ব্যাপার।’
চলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিন শেষে তাদের হতাশই হতে হয়।
নেইমারকে ছাড়াই ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্রাম দিতে রিয়াল মাদ্রিদে খেলা কোনো ফুটবলারকে ডাকেননি তিনি। তবে কেউ কেউ রদ্রিগোকে দেখতে চেয়েছিলেন দলে। নতুন মৌসুমে রিয়ালে এখন পর্যন্ত খুব বেশি সময় খেলার সুযোগ পাননি রদ্রিগো।
দুজনকে দলে না ডাকার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলিনি। তারা ভালোভাবেই জানে জাতীয় দল মানে কী। অবশ্যই তাদের আরও ম্যাচ খেলতে হবে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। এর ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। যদি তারা ব্যাখ্যা চায়, আমাকে কল দিতে পারে। রদ্রিগোর কাছে আমার নম্বর আছে। নেইমারের কাছে আছে কি না, জানি না। তবে আমার মনে হয় আছে।’
সান্তোসের হয়ে অনুশীলনের সময়ে ঊরুতে চোট পান নেইমার। শারীরিক ফিটনেসের দিক থেকে তাঁকে স্বরূপে ফিরতে আরও সময় দিতে চান আনচেলত্তি, ‘সবাই জানে নেইমার কেমন। তাকে মূল্যায়নের কোনো প্রয়োজন নেই। বিশ্বকাপে জাতীয় দলকে ভালো খেলতে সহায়তা করতে শারীরিকভাবে তার আরও ভালো অবস্থায় থাকা প্রয়োজন।’
ব্রাজিলের হয়ে নেইমার শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর জাতীয় দলে ডাক পান একবারই, গত মার্চে। কিন্তু চোটের কারণে সেবার খেলতে পারেননি তিনি।
২০২৬ বিশ্বকাপের জায়গা ইতোমধ্যেই নিশ্চিত করে রেখেছে ব্রাজিল। আনচেলত্তি তাই পরখ করে দেখতে চান দলের পাইপলাইন। বাছাইয়ের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টম্বর ঘরের মাঠে চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা।
ডিফেন্ডার: আলেক্সে সান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন।

‘জাতীয় দলে খেলার জন্য আমি প্রস্তুত। বাকিটা কোচিং স্টাফের ব্যাপার।’
চলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিন শেষে তাদের হতাশই হতে হয়।
নেইমারকে ছাড়াই ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্রাম দিতে রিয়াল মাদ্রিদে খেলা কোনো ফুটবলারকে ডাকেননি তিনি। তবে কেউ কেউ রদ্রিগোকে দেখতে চেয়েছিলেন দলে। নতুন মৌসুমে রিয়ালে এখন পর্যন্ত খুব বেশি সময় খেলার সুযোগ পাননি রদ্রিগো।
দুজনকে দলে না ডাকার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলিনি। তারা ভালোভাবেই জানে জাতীয় দল মানে কী। অবশ্যই তাদের আরও ম্যাচ খেলতে হবে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। এর ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। যদি তারা ব্যাখ্যা চায়, আমাকে কল দিতে পারে। রদ্রিগোর কাছে আমার নম্বর আছে। নেইমারের কাছে আছে কি না, জানি না। তবে আমার মনে হয় আছে।’
সান্তোসের হয়ে অনুশীলনের সময়ে ঊরুতে চোট পান নেইমার। শারীরিক ফিটনেসের দিক থেকে তাঁকে স্বরূপে ফিরতে আরও সময় দিতে চান আনচেলত্তি, ‘সবাই জানে নেইমার কেমন। তাকে মূল্যায়নের কোনো প্রয়োজন নেই। বিশ্বকাপে জাতীয় দলকে ভালো খেলতে সহায়তা করতে শারীরিকভাবে তার আরও ভালো অবস্থায় থাকা প্রয়োজন।’
ব্রাজিলের হয়ে নেইমার শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর জাতীয় দলে ডাক পান একবারই, গত মার্চে। কিন্তু চোটের কারণে সেবার খেলতে পারেননি তিনি।
২০২৬ বিশ্বকাপের জায়গা ইতোমধ্যেই নিশ্চিত করে রেখেছে ব্রাজিল। আনচেলত্তি তাই পরখ করে দেখতে চান দলের পাইপলাইন। বাছাইয়ের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টম্বর ঘরের মাঠে চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা।
ডিফেন্ডার: আলেক্সে সান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে