ক্রীড়া ডেস্ক

চোটের সঙ্গে নেইমারের লড়াই দীর্ঘদিনের। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—চোটে পড়ে প্রায়ই তাঁকে থাকতে হয় দলের বাইরে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড তাই অধিকাংশ সময় কোচের পরিকল্পনার বাইরে থাকেন। এমন অবস্থার মধ্যেও নেইমারকে নিয়ে আশাবাদী নতুন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি এ বছরের ২৬ মে ব্রাজিলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন। নতুন কোচের অধীনে জুনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। এদিকে ২৩তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছরের জুনে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এমন অবস্থায় তাঁর ফিট থাকা জরুরি মনে করছেন আনচেলত্তি। কনমেবল ওয়েবসাইটে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘আমি তার (নেইমার) সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দল ও বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোমতো প্রস্তুত হতে হবে। তার হাতে এখনো সময় আছে।’
প্রতিযোগিতামূলক ফুটবলে নেইমার সবশেষ খেলেছেন ১ জুন সান্তোসের হয়ে। বোতাফোগোর বিপক্ষে সিরি ‘আ’-এর ম্যাচে তিনি খেলতে পেরেছেন ৭৬ মিনিট। এরপর ৮ জুন করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের হিসেব করলে সেক্ষেত্রে আরও পেছনে তাকাতে হবে। ২০২৩ সালের ১৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি তাঁর। ফুটবল বিশ্বকাপ শুরু হতে যখন এক বছরও বাকি নেই, এমন অবস্থায় নেইমারকে প্রস্তুত হতে মাঠে বেশি সময় দিতে হবে বলে মনে করেন আনচেলত্তি। ব্রাজিলের নতুন কোচ বলেন, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। তাকে ভালো মতো প্রস্তুত হতে হবে। কারণ, সে ব্রাজিল জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল।
আল হিলাল চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড। ফেরার পর সান্তোসের হয়ে ১২ ম্যাচে করেছেন ৩ গোল। অ্যাসিস্টও করেছেন ৩ গোলে। শৈশবের ক্লাবে ফিরে জিতেছেন ৬ ম্যাচ। চার ম্যাচ হেরেছেন। অপর দুই ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন:

চোটের সঙ্গে নেইমারের লড়াই দীর্ঘদিনের। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—চোটে পড়ে প্রায়ই তাঁকে থাকতে হয় দলের বাইরে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড তাই অধিকাংশ সময় কোচের পরিকল্পনার বাইরে থাকেন। এমন অবস্থার মধ্যেও নেইমারকে নিয়ে আশাবাদী নতুন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি এ বছরের ২৬ মে ব্রাজিলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন। নতুন কোচের অধীনে জুনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। এদিকে ২৩তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছরের জুনে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এমন অবস্থায় তাঁর ফিট থাকা জরুরি মনে করছেন আনচেলত্তি। কনমেবল ওয়েবসাইটে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘আমি তার (নেইমার) সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দল ও বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোমতো প্রস্তুত হতে হবে। তার হাতে এখনো সময় আছে।’
প্রতিযোগিতামূলক ফুটবলে নেইমার সবশেষ খেলেছেন ১ জুন সান্তোসের হয়ে। বোতাফোগোর বিপক্ষে সিরি ‘আ’-এর ম্যাচে তিনি খেলতে পেরেছেন ৭৬ মিনিট। এরপর ৮ জুন করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের হিসেব করলে সেক্ষেত্রে আরও পেছনে তাকাতে হবে। ২০২৩ সালের ১৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি তাঁর। ফুটবল বিশ্বকাপ শুরু হতে যখন এক বছরও বাকি নেই, এমন অবস্থায় নেইমারকে প্রস্তুত হতে মাঠে বেশি সময় দিতে হবে বলে মনে করেন আনচেলত্তি। ব্রাজিলের নতুন কোচ বলেন, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। তাকে ভালো মতো প্রস্তুত হতে হবে। কারণ, সে ব্রাজিল জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল।
আল হিলাল চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড। ফেরার পর সান্তোসের হয়ে ১২ ম্যাচে করেছেন ৩ গোল। অ্যাসিস্টও করেছেন ৩ গোলে। শৈশবের ক্লাবে ফিরে জিতেছেন ৬ ম্যাচ। চার ম্যাচ হেরেছেন। অপর দুই ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে