ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল। কবে, কোথায় টুর্নামেন্টটি পুনরায় শুরু হবে, সেটা এখনো অনিশ্চিত। স্থগিত হওয়া ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত শিগগিরই আসবে বলে শোনা যাচ্ছে।
আইপিএল হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটাররা ভারত ছেড়ে চলে যাচ্ছেন। এরই মধ্যে ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, হাতে থাকা বাকি ১৬ ম্যাচ আয়োজন করতে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ এই তিন ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। মাঝপথে থেমে যাওয়া আইপিএলের এরপর কী হবে, সেই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। বিসিসিআইয়ের এক সূত্র গতকাল এনডিটিভিকে বলেছেন, ‘পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারক, পৃষ্ঠপোষক, রাজ্য সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করব। লিগের বাকি ম্যাচগুলো আবার আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। এই মুহূর্তে আইপিএলের গুরুত্ব বিবেচনা করে পুনরায় শুরু করার সময় চূড়ান্ত করার আগে ভারত সরকারের সম্মতি নেওয়াও প্রয়োজনীয়। নির্ধারিত সময়েই বিসিসিআই আইপিএল পুনরায় শুরুর দিনক্ষণ জানাবে।’
যুদ্ধের আতঙ্কে বৃহস্পতিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে মাঝপথে বাতিল করা হয় পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। এই ব্যাপারে বিসিসিআইয়ের সূত্র এনডিটিভিকে বলেছেন, ‘বিসিসিআই গতকাল (পরশু) আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করল। আজ (গতকাল) আমরা দ্বিতীয় দিনে আছি। আরও পাঁচদিন বাকি। বিসিসিআই বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সরকারি কর্তৃপক্ষ ও আইপিএলের সকল অংশীদারত্বের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্ট পুনরায় শুরুর ব্যাপারটি দেখছে।’
চার দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে গতকাল রাজি হয়েছে ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির কথা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় কাশ্মীরের একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধবিরতির পর উত্তপ্ত হয়ে ওঠায় আইপিএল, পিএসএলের বাকি অংশ পুনরায় আয়োজন করার সম্ভাবনার পাশে পড়ে গেল প্রশ্নোবধক চিহ্ন।
পাঞ্জাব-দিল্লি ম্যাচ বাদ দিলে আইপিএলের এখনো বাকি রয়েছে ১৬ ম্যাচ। এমনকি ধর্মশালায় পরিত্যক্ত হওয়া সেই ম্যাচ পুনরায় হতে পারে বলে শোনা যাচ্ছে। আর পিএসএলের বাকি রয়েছে ৮ ম্যাচ। পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, পিএসএলের বাকি অংশ হবে বলে আইপিএলের বাকি অংশ আয়োজনের প্রস্তাবে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) দাবি করছে। ভারতীয় সংবাদমাধ্যমের পাল্টা দাবি, এমন অবস্থায় পিএসএল আমিরাতে আয়োজন করার সম্ভাবনাও কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরশু রাতে আনুষ্ঠানিকভাবে পিএসএলের বাকি অংশ স্থগিত করেছে।
আরও পড়ুন:

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল। কবে, কোথায় টুর্নামেন্টটি পুনরায় শুরু হবে, সেটা এখনো অনিশ্চিত। স্থগিত হওয়া ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত শিগগিরই আসবে বলে শোনা যাচ্ছে।
আইপিএল হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটাররা ভারত ছেড়ে চলে যাচ্ছেন। এরই মধ্যে ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, হাতে থাকা বাকি ১৬ ম্যাচ আয়োজন করতে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ এই তিন ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। মাঝপথে থেমে যাওয়া আইপিএলের এরপর কী হবে, সেই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। বিসিসিআইয়ের এক সূত্র গতকাল এনডিটিভিকে বলেছেন, ‘পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারক, পৃষ্ঠপোষক, রাজ্য সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করব। লিগের বাকি ম্যাচগুলো আবার আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। এই মুহূর্তে আইপিএলের গুরুত্ব বিবেচনা করে পুনরায় শুরু করার সময় চূড়ান্ত করার আগে ভারত সরকারের সম্মতি নেওয়াও প্রয়োজনীয়। নির্ধারিত সময়েই বিসিসিআই আইপিএল পুনরায় শুরুর দিনক্ষণ জানাবে।’
যুদ্ধের আতঙ্কে বৃহস্পতিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে মাঝপথে বাতিল করা হয় পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। এই ব্যাপারে বিসিসিআইয়ের সূত্র এনডিটিভিকে বলেছেন, ‘বিসিসিআই গতকাল (পরশু) আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করল। আজ (গতকাল) আমরা দ্বিতীয় দিনে আছি। আরও পাঁচদিন বাকি। বিসিসিআই বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সরকারি কর্তৃপক্ষ ও আইপিএলের সকল অংশীদারত্বের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্ট পুনরায় শুরুর ব্যাপারটি দেখছে।’
চার দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে গতকাল রাজি হয়েছে ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির কথা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় কাশ্মীরের একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধবিরতির পর উত্তপ্ত হয়ে ওঠায় আইপিএল, পিএসএলের বাকি অংশ পুনরায় আয়োজন করার সম্ভাবনার পাশে পড়ে গেল প্রশ্নোবধক চিহ্ন।
পাঞ্জাব-দিল্লি ম্যাচ বাদ দিলে আইপিএলের এখনো বাকি রয়েছে ১৬ ম্যাচ। এমনকি ধর্মশালায় পরিত্যক্ত হওয়া সেই ম্যাচ পুনরায় হতে পারে বলে শোনা যাচ্ছে। আর পিএসএলের বাকি রয়েছে ৮ ম্যাচ। পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, পিএসএলের বাকি অংশ হবে বলে আইপিএলের বাকি অংশ আয়োজনের প্রস্তাবে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) দাবি করছে। ভারতীয় সংবাদমাধ্যমের পাল্টা দাবি, এমন অবস্থায় পিএসএল আমিরাতে আয়োজন করার সম্ভাবনাও কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরশু রাতে আনুষ্ঠানিকভাবে পিএসএলের বাকি অংশ স্থগিত করেছে।
আরও পড়ুন:

এ মুহূর্তে সাকিব আল হাসান খেলছেন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। দুই দিন আগে ফোনে দুবাই থেকে আজকের পত্রিকাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিবের বর্তমান জীবনটা যেন উঠে এল। আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস।
১৪ মিনিট আগে
একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
১২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১৬ ঘণ্টা আগে