Ajker Patrika

ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি, বিতর্কে নতুন মোড় দিলেন কামিন্স

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

চ্যাম্পিয়নস ট্রফিতে চোটের কারণে খেলছেন না কামিন্স। তিনি না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। সোমবার অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছিল। সেখানে কামিন্স বলেছিলেন, ভারতকে দুবাইয়ে খেলতে দিয়ে বাড়তি সুবিধা দিয়েছে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেই দাবি ঘিরে শোরগোল পড়তেই কামিন্স জানিয়েছেন, তিনি এমন কিছুই বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই এই ধরনের কিছু বলিনি।’ সঙ্গে ট্যাগ করে দেন সেই সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্ট। সেই খবরও সরিয়ে নিয়েছে তারা।

গতকাল যে খবর প্রকাশিত হয়েছিল, সেখানে কামিন্স বলেছিলেন, ‘প্রতিযোগিতাটা হচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তবে নিঃসন্দেহে ভারত বিরাট একটা সুবিধা পাচ্ছে। সব ম্যাচ ওরা একই মাঠে খেলছে। এমনিতেই ভারতকে দেখে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। পাশাপাশি একই মাঠে সব ম্যাচ খেলায় আলাদা করে সুবিধাও পেয়ে যাচ্ছে। ভারতকে এ ভাবে মাঠ বেছে নেওয়ার সুবিধা দেওয়া আইসিসির ঠিক হয়নি।’ ২৪ ঘণ্টা পরেই কামিন্স জানিয়েছেন, এমন কিছু বলেননি তিনি।

কামিন্স আত্মপক্ষ সমর্থন করলেও ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেন ও মাইকেল আথারটন অবশ্য সরাসরি দাবি করেছেন, ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণে সে দেশে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করেছে আইসিসি। ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। ধারাভাষ্য দেওয়ার সময় নাসেরের উদ্দেশে আথারটন বলেন, ‘ভারত শুধু দুবাইয়ে খেলছে। এটা নিয়ে কী বলবে? আমার মনে হয় এই সুবিধা পাওয়াটা আটকানো যাবে না, কিন্তু অস্বীকারও করা যাবে না। ভারত একটা মাঠেই খেলছে। ওদের কোথাও যেতে হচ্ছে না। অন্য দলগুলোকে দুটো আলাদা দেশে যাতায়াত করতে হচ্ছে। ভারত জানে কোন মাঠে খেলবে। তাই ওরা সেটা মাথায় রেখে দল নির্বাচন করতে পেরেছে। ওরা এটাও জানে সেমিফাইনাল কোথায় খেলবে। আমার মনে হয়ে এটা সুবিধাটা অস্বীকার করা যাবে না। কতটা সুবিধা পাচ্ছে সেটা যদিও মাপা কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত